শেখ হাসিনা পরবর্তী সময়ে বিএনপি, জামাত সহ সব পক্ষই প্রায় চোখ বন্ধ করে ভরসা করেছিল মহম্মদ ইউনুসের ওপরে। একজন নোবেলজয়ীকে সরকারের মাথায় বসিয়ে দ্রুত নির্বাচন চেয়েছিল বিএনপির মতো বেশ কিছু দল। তবে আবার অন্য এক পক্ষ চেয়েছিল, আগে 'সংস্কার', তারপর হবে নির্বাচন। সেই মত মেনে নিয়েই ইউনুসের সরকার সংস্কার করার চেষ্টায় আছে। তারপর তারা নির্বাচন করাবে বলে ঘোষণা দিয়েছে। এই আবহে ভোটের ইস্যুতেই ক্রমেই দূরত্ব তৈরি হচ্ছে ইউনুসের সরকার এবং বিএনপির মধ্যে। এহেন পরিস্থিতিতে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবি খান কার্যত হাসিনার সঙ্গেই তুলনা করে বসলেন ইউনুসের। (আরও পড়ুন: ৫ বছর পর কমল রেপো রেট; ৫ লাখ, ৭ লাখ বা ১০ লাখের গাড়ির ঋণে কত EMI বাঁচতে পারে?)
আরও পড়ুন: নারকেলডাঙা অগ্নিকাণ্ডে মৃত ১, আগুন নেভার পরে আজ সকালে ঝুপড়ি থেকে উদ্ধার দেহ
আরও পড়ুন: কেজরিকে হারানো পরবেশের শেয়ারে বিনিয়োগ ৫৩ কোটির, তাঁর মোট সম্পত্তির পরিমাণ জানেন?
প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, গতকাল এক জনসভায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবি খান বলেন, 'রাজনৈতিক দল নির্বাচন চাইবে, এটা তো অন্যায় হতে পারে না। শেখ হাসিনাও যেমন নির্বাচন করাতে চাইতেন না, ভুয়ো নির্বাচন করাতেন... আপনারাও তো নির্বাচন করাচ্ছেন না। মাঝেমধ্যে তো আমরা পার্থক্য খুঁজে পাচ্ছি না।' এদিকে জামাতকে ইঙ্গিত করে তিনি বলেন, 'তাঁরা ভাবছেন, ক্ষমতায় যাওযার মনে হয় এই একটা সুযোগ এসেছে। তবে ১৯৭১ সালের ভুলের কথা বললাম না। পরে ১৯৮৬ সালেও এরশাদ-হাসিনার পাতানো নির্বাচন গয়েছিল। এরপর আওয়ামি লিগ ২৩ বছর বিরোধী দল থেকেছে। পরে আওয়ামি লিগকে ফের ক্ষমতায় ফেরার সুযোগ করে দেওয়া হয়। আপনাদের ভুলে আপনাদেরই নেতাদের হারিয়েছেন। মনে রাখবেন, বিএনপির সঙ্গে থাকলে ১৭-১৮টি সিট আছে, বিএনপির সঙ্গে না থাকলে কিন্তু আপনারা ৩টে সিট পান।' (আরও পড়ুন: ভাঙবে সরকারি কর্মীদের 'স্বপ্ন'? সামনে এল পকেটে 'প্রভাব' ফেলা খবর)
আরও পড়ুন: বহু বছর পর কমল রেপো রেট; ২০ লাখ, ৩০ লাখ, ৫০ লাখ টাকার গৃহঋণে কত EMI বাঁচতে পারে?
এদিকে কারও নাম করেই হাবিব বলেন, 'সবার উদ্দেশে বলতে চাই, কেউ যেন বিএনপিকে দুর্বল না ভাবেন। বিএনপি কিন্তু দুর্বল নয়। গত ১৬ বছর গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাব, বিজিবি, আওয়ামি লিগ, যুবলিগ, ছাত্রলিগসকে মোকাবিলা করে বিএনপি দাঁড়িয়ে আছে এখনও। আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছি আমরা। সুতরাং আপনারা বিএনপিকে নিয়ে এটা-ওটা ভাববেন না। তাঁদের বলছি, হাত দিয়ে কিন্তু পাহাড় ঠেলবার চেষ্টা করবেন না। আমাদের ভদ্রতা-উদারতাকে দুর্বলতা ভাববেন না। আসুন, সবাই মিলে একসঙ্গে থাকি এবং গণতন্ত্র ফিরিয়ে আনি।'