বাংলা নিউজ > ঘরে বাইরে > Bangladesh Power crisis: মুখে ১ ঘণ্টা লোডশেডিং, আদতে হচ্ছে ৯ ঘণ্টা, অভিযোগ বাংলাদেশে

Bangladesh Power crisis: মুখে ১ ঘণ্টা লোডশেডিং, আদতে হচ্ছে ৯ ঘণ্টা, অভিযোগ বাংলাদেশে

(ছবি সৌজন্যে, মোর্তাজা রাশেদ/ডয়চে ভেলে)

Bangladesh Power crisis: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসেবে মঙ্গলবার সারা দেশে বিদ্যুতের চাহিদা ১৩ হাজার ৮৫০ মেগাওয়াট৷ কিন্তু সম্ভাব্য উৎপাদন হচ্ছে ১১,৮১০ মেগাওয়াট৷ ঘাটতি আছে ২,০৪০ মেগাওয়াটের৷

সরকার সারাদেশে প্রতি এলাকায় দিনে এক ঘণ্টা করে লোডশেডিংয়ের কথা বললেও বাস্তবে কোথাও কোথাও দিনে ৯ ঘণ্টাও হচ্ছে৷ লোডশেডিংয়ের নতুন যে শিডিউল দেয়া হয়েছে তাতে কোথাও দিনে তিন ঘণ্টার কম লোডশেডিং নেই৷

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডয়চে ভেলের কাছে দিনে এক ঘণ্টা লোডশেডিংয়ের নতুন ব্যাখ্যা দিয়েছে৷ তারা বলছে, পুরো দিনে এক ঘণ্টা লোডশেডিং নয়৷ যখন লোডশেডিং করা হবে, তখন টানা সর্বোচ্চ এক ঘণ্টা করা হবে৷ এটা দিনে একাধিকবারও হতে পারে৷

১৯ জুলাই থেকে বিদ্যুতের এই রেশনিং শুরু হয়৷ তখন বলা হয়েছিল, প্রথম সাত দিন ২৪ ঘণ্টায় এক ঘণ্টা করে লোডশেডিং করা হবে৷ পরে পরিস্থিতি বুঝে দুই ঘণ্টা করা হতে পারে৷ ২৫ জুলাই এক সপ্তাহ শেষে দুই ঘণ্টা বা তার বেশি লোডশেডিংয়ের কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি৷ 

আরও পড়ুন: Bangladesh Power crisis- লোডশেডিং কি বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে পারবে?

কিন্তু বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো ২৬ জুলাইয়ের যে লোডশেডিং শিডিউল প্রকাশ করেছে, তাতে সর্বনিম্ন তিন ঘণ্টা থেকে সর্বোচ্চ নয় ঘণ্টার লোডশেডিং করা হচ্ছে৷ সিলেট অঞ্চলে পরিস্থিতি সবচেয়ে খারাপ৷ সিলেটের কোথাও চার ঘণ্টার কম লোডশেডিং নেই৷ সর্বোচ্চ নয় ঘণ্টা সেখানেই৷

ঢাকায় ডেসকো যে শিডিউল দিয়েছে, তাতে সর্বনিম্ন লোডশেডিং তিন ঘণ্টা আর সর্বোচ্চ চার ঘণ্টা৷ তবে ঢাকার আরও একটি বিতরণ কর্তৃপক্ষ ডিপিডিসি অবশ্য এক ঘণ্টা করেই লোডশেডিংয়ের শিডিউল দিয়েছে৷ তবে তাদের ওয়েবসাইটে লিখে রেখেছে, 'এই মুহূর্তে কোনো লোডশেডিং নেই৷'

‘ওয়েস্ট জোন পাওয়ার কোম্পানি’ লোডশেডিংয়ের নতুন শিডিউল প্রকাশ করছে না৷ তবে পুরোনো শিডিউলে যশোর ও খুলনা এলাকায় দু'ঘণ্টা থেকে তিন ঘণ্টা লোডশেডিংয়ের কথা বলা হয়েছে৷ রাজশাহী ও রংপুর অঞ্চলে নেসকো এক ঘণ্টা করেই লোড শেডিংয়ের কথা বলছে৷

পিডিবি সরাসরি যেসব এলাকায় বিদ্যুৎ বিতরণ করে চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিং ও সিলেটের কিছু অঞ্চলে৷ ওইসব এলাকায় সর্বনিম্ন দুই ঘণ্টা থেকে সর্বোচ্চ ছয় ঘণ্টা লোডশেডিংয়ের তালিকা দেয়া হয়েছে৷ সিলেট ওসমানি বিমানবন্দরেই ছয় ঘণ্টা লোডশেডিং হচ্ছে৷ তবে এর আগে তারা ২৫ থেকে ২৭ জুলাইয়ের যে শিডিউল প্রকাশ করে, তাতে সিলেটের মিয়াপাড়া, মেন্দিবাগ-সহ বিভিন্ন এলাকায় সর্বোচ্চ ৯ ঘণ্টা লোডশেডিংয়ের কথা বলা হয়৷ সর্বনিম্ন ৮ ঘণ্টা৷

বাংলাদেশে বিদ্যুতের সবচেয়ে বেশি গ্রাহক বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ডের৷ তারা উপজেলা পর্যায়ে এবং গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে৷ তারা সর্বনিম্ন তিন ঘণ্টা থেকে সর্বোচ্চ ছয় ঘণ্টা লোডশেডিংয়ের তালিকা দিয়েছে৷ কিন্তু বাস্তবে সেটা মানা হচ্ছে না৷

সিলেটের বাসিন্দা মনোয়ার জাহান জানান, বিদ্যুতের যে শিডিউল দেওয়া হচ্ছে, তা-ও মানা হচ্ছে না৷ এখন এক ঘণ্টা পর এক ঘণ্টার জন্য বিদ্যুৎ থাকে না৷ বলতে গেলে দিনে ৯-১০ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না৷ আর গ্রামাঞ্চলে পল্লি বিদ্যুতের অবস্থা আগে থেকেই খারাপ ছিল৷ এখন আরও খারাপ৷ কোথাও কোথাও ১২-১৩ ঘণ্টা বিদ্যুৎ থাকে না৷

সিলেট বিভাগের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আবদুল কাদির বলেন, ‘আজকে (মঙ্গলবার) সিলেট বিভাগে বিদ্যুতের চাহিদা ৫৫০ মেগাওয়াট৷ পাওয়া গেছে চাহিদার অর্ধেকের একটু বেশি ২৭০ মেগাওয়াট৷ আজকে আবহাওয়া একটু ভালো থাকায় আমরা শিডিউল অনেকটা মানতে পারছি৷ তবে আবহাওয়া অনুকূলে না থাকলে শিডিউল কখনও-কখনও মানা যায় না৷ তিনি বলেন, ‘আমাদের সর্বোচ্চ ৯ ঘণ্টা লোডশেডিং করতে হয়৷তার বেশি লোডশেডিং হয় না৷'

রংপুরের বাসিন্দা লিয়াকত আলি বাদল বলেন, ‘এখানে শিডিউল মানা হচ্ছে না৷ এক ঘণ্টা পরপরই বিদ্যুৎ যায়৷ রাত ১১ টা থেকে সকাল পর্যন্ত বিদ্যুৎ থাকে৷ দিনের বেলা আসলে বিদ্যুতের ঠিক থাকে না৷ গ্রামের অবস্থা আরও খারাপ৷' রংপুর বিভাগের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী শাহাদাত হোসেন বলেন, ‘দিনে বিভাগে বিদ্যুতের চাহিদা আছে ৭০০ মেগাওয়াট৷ পাচ্ছি ৫৫০ মেগাওয়াট৷ ফলে শিডিউল মানা কঠিন৷' 

তিনি বলেন, ‘দিনে এত ঘণ্টা করে লোডশেডিং করলে ৩০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থাকে৷ কিন্তু আমার তো ঘাটতি ১৫০ মেগাওয়াট৷ তাই বেশি লোডশেডিং করা হচ্ছে৷' তিনি অপর প্রশ্নের জবাবে বলেন, ‘আমাদের নির্দেশ দেয়া হয়েছে পুরো দিনে এক ঘণ্টা নয়, এক ঘণ্টায় লোডশেডিং করতে হবে৷ তাই দিনে যতবারই করি এক ঘণ্টা করে লোডশেডিং করি৷'

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসেবে মঙ্গলবার সারা দেশে বিদ্যুতের চাহিদা ১৩ হাজার ৮৫০ মেগাওয়াট৷ কিন্তু সম্ভাব্য উৎপাদন হচ্ছে ১১,৮১০ মেগাওয়াট৷ ঘাটতি আছে ২,০৪০ মেগাওয়াটের৷ বিদ্যুৎ রেশনিংয়ের শুরুতে বলা হয়েছিল প্রতিদিন ১৩,০০০ মেগাওয়াট বিদুৎ পাওয়া যাবে৷ তিনি এখন তার চেয়েও আরো এক হাজার ১৯০ মেগাওয়াট কম পাওয়া যাচ্ছে৷ বোর্ডের পরিচালক শামিম হাসান জানান, ‘আমরা কাঁচামালের অভাবে বিদ্যুৎ চাহিদামতো উৎপাদন করতে পারছি না, যা পারছি সেভাবে লোডশেডিং করে বিতরণ করছি৷' তাঁর কথায়, ‘উৎপাদন আর কমার সম্ভাবনা কম৷ বাড়তে পারে৷ আমরা আগামিকাল (বুধবার) পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে৷

দিনে এক ঘণ্টা লোডশেডিংয়ের প্রশ্নে তিনি বলেন, পুরো ২৪ ঘণ্টায় এক ঘণ্টা নয়, কোনও এলাকায় যখন লোডশেডিং করা হবে, তখন একঘণ্টা করা হয়৷ তাই কোনও এলাকায় টানা নয়, পর্যায়ক্রমে দুই-তিন ঘণ্টা লোডশেডিংও হতে পারে৷

(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

ঘরে বাইরে খবর

Latest News

India-Pakistan Test Series নিয়ে রোহিত শর্মার দাবিকে সমর্থন করলেন শাহিদ আফ্রিদি সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিকের ভাগ্যে আজ কী রয়েছে? শনিবার ২০ এপ্রিলের রাশিফল দেখুন মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে শনিবার কে লাকি? ২০ এপ্রিলের রাশিফল দেখে নিন প্রবল তাপপ্রবাহ চলবে বাংলায়! সোম থেকে বৃষ্টি নামবে, কবে কোন কোন জেলায় ঝড় উঠবে? ফিলিপিন্সে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি ১৮ মাসের মেয়েকে খুন করে কবর দিলেন বাবা-মা! তদন্তে উঠে এল বিস্ফোরক তথ্য লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুর্শিদাবাদের দুই ওসিকে সাসপেন্ড করল কমিশন, বড় শাস্তি! পাঠানো হল হেডকোয়ার্টারে বিশ্বের ষষ্ঠ মহাসাগর তৈরি হতে পারে! স্থান খুঁজে পেয়ে দাবি বিজ্ঞানীদের এক গ্রাসে ৩৩ সূর্যকে গিলে খাবে! মহাকাশে বিরাট ব্ল্যাক হোল! জানেন এর নাম কি?

Latest IPL News

লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান IPL 2024: MI ক্যাম্পে ফাটল? ক্যাপ্টেন হার্দিকের সমালোচনায় দলের তারকা অল-রাউন্ডার পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো IPL 2024: LSG vs CSK ম্যাচের আগে ধোনির প্রসঙ্গে অতীতের কোন কথা বললেন রাহুল? মুম্বইয়ের সংসারে অবশেষে মিলে সুর মেরা তুমহারা, রোহিতের আলিঙ্গন হার্দিককে ছেলে অন্ত প্রাণ বাবা!ছেলেকে উদ্দেশ্য করেই সোশ্যাল মিডিয়াতে বার্তা শিখর ধাওয়ানের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.