বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে উলটো করে ঝুলিয়ে রাখার হুঁশিয়ারি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে শাহের সেই মন্তব্যের প্রতিবাদে এবার সরব হল ঢাকা। এই আবহে ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন ভাদের হাতে একটি প্রতিবাদপত্রও তুলে দিয়েছে সেদেশের বিদেশ মন্ত্রক। ভারতের রাজনৈতিক নেতাদের 'এ ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য মন্তব্য' করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। (আরও পড়ুন: বেঙ্গালুরুর তরুণীর দেহ ৫০ টুকরো করে বাংলার কেউ… তেমনই দাবি মন্ত্রীর, সামনে নাম)
আরও পড়ুন: আবারও রেল দুর্ঘটনার সাক্ষী বাংলা, লাইনচ্যুত ট্রেন, ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক পোস্ট
আরও পড়ুন: পুজোর আগে বড় রায় আদালতের, দীর্ঘ অপেক্ষার পর মিলবে বকেয়া,হাসি সরকারি কর্মীর মুখে
উল্লেখ্য, ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন আসন্ন। তাই এখনও নির্ঘণ্ট প্রকাশ না হলেও সেখানে ভোট প্রচারে নেমে পড়েছে বিজেপি। এই আবহে গত শুক্রবার সেখানে গিয়ে একটি জনসভায় ভাষণ দেন শাহ। সেই রাজ্যে ক্ষমতায় থাকা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেস জোটকে আক্রমণ শানান অনুপ্রবেশ ইস্য়ুতে। এই নিয়ে অমিত শাহ বলেন, 'ভোটব্যাঙ্ক হারানোর ভয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, আরজেডি ও কংগ্রেস অনুপ্রবেশকে আস্কারা দিয়ে চলেছে। যদি আপনারা ঝাড়খণ্ডে সরকার পরিবর্তন করেন তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, প্রত্যেক বাংলাদেশি, রোহিঙ্গাকে খুঁজে বের করবে বিজেপির সরকার। এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে ধরে উলটো করে ঝুলিয়ে সোজা করব।' (আরও পড়ুন: পুজোর আগে লোকাল যাত্রীদের জন্য স্টেশনগুলিতে বিশেষ ব্যবস্থা, জানাল পূর্ব রেল)
আরও পড়ুন: জ্বালানি ট্যাঙ্কে ফুটো, মাঝ আকাশে বিপত্তি! ২৩১ যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ বিমানের
আরও পড়ুন: কলকাতার বুকে আর যাত্রী নিয়ে ছুটবে না ট্রাম, মামলার মাঝেই বড় সিদ্ধান্ত সরকারের
এই আবহে ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে লেখা প্রতিবাদপত্রে বাংলাদেশের বিদেশমন্ত্রক বলছে, 'ভারত সরকারের উচিৎ দেশের রাজনীতিবিদদের এই ধরনের আপত্তিকর মন্তব্য করা থেকে বিরত রাখা। এই বিষয়ে নেতাদের সতর্ক করা উচিত সরকারের। এহেন মন্তব্য দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতার মনোভাবকে ক্ষুণ্ন করে।' (আরও পড়ুন: সাগরে মিশে গেল দুই ঘূর্ণাবর্ত, বাংলায় হবে অতিভারী বৃষ্টি, শঙ্কা প্রবল দুর্যোগের)
আরও পড়ুন: আচমকাই বাংলার আকাশে ধেয়ে এল দুর্যোগের ঘন কালো মেঘ, প্রাণ গেল ৪ জনের
উল্লেখ্য, ঝাড়খণ্ডে বিজেপির অভিযোগ, সাঁওতাল পরগনায় আদিবাসী জনসংখ্যা কমছে। সেখানে নাকি 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' বাড়ছে। লোকসভা ভোটের প্রচারেও এই একই অভিযোগ তোলা হয়েছিল বিজেপির তরফ থেকে। আর বিধানসভা ভোট এগিয়ে আসতেই সেই একই অভিযোগের 'হাতিয়ারে' শান দিতে শুরু করেছেন অমিত শাহ।