বাংলা নিউজ > ঘরে বাইরে > লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার মৃত্যুর দায় নিজের, জানাল বাংলাদেশের রেলের মহাপরিচালক

লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার মৃত্যুর দায় নিজের, জানাল বাংলাদেশের রেলের মহাপরিচালক

লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার মৃত্যুর দায় নিজের, জানাল বাংলাদেশের রেলের মহাপরিচালক। (ছবি সৌজন্যে, সামদানি হক নাজুম/ডয়চে ভেলে)

রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার বলেন, ‘দায়-দায়িত্ব আমাদের নয়, যিনি পার হবেন তিনি দেখে শুনে পার হবেন৷

বাংলাদেশ রোড সেফটি ফাউন্ডেশনের হিসেবে গত ৩১ মাসে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন ২১৯ জন৷ আর তাদের জরিপে দেখা গিয়েছে রেল ক্রসিংয়ের সিগন্যাল ম্যান না থাকা, সিগন্যাল না দেওয়া অথবা সিগন্যাল না মানার কারণেই এইসব মৃত্যু৷

লেভেল ক্রসিংয়ে মৃত্যুর দায় কার?

রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার বলেন, ‘দায়-দায়িত্ব আমাদের নয়, যিনি পার হবেন তিনি দেখে শুনে পার হবেন৷ দুর্ঘটনায় মৃত্যুর দায় তাঁকে নিতে হবে৷ কারণ ৯০ ভাগ লেভেল ক্রসিংই অবৈধ৷ ওগুলো আমরা তৈরি করিনি৷ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের স্বার্থে এগুলো তৈরি করেছে৷'

রেলওয়ে সূত্র বলছে, বাংলাদেশে দুই হাজার ৯৫৬ কিলোমিটার রেললাইনে লেভেল ক্রসিং আছে দুই হাজার ৭৮৯টি৷ তার মধ্যে অনুমোদিত লেভেল ক্রসিংয়ের সংখ্যা এক হাজার ৪৬৮টি৷ বাকি এক হাজার ৩২১টি লেভেল ক্রসিং-এর কোনো অনুমোদন নাই৷ রেলপথ মন্ত্রক দাবি করছে, অবৈধ লেভেল ক্রসিংয়ের ৫০ ভাগই তৈরি করেছে এলজিইডি, পুরসভা, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন এবং সড়ক ও জনপথ বিভাগ, বাকিগুলি করেছেন স্থানীয় লোকজন৷

তবে রেলওয়ের মহাপরিচালক বলেন, ‘আসলে ৯০ ভাগই অবৈধ৷ যে দেড় হাজারের মত লেভেল ক্রসিংকে বৈধ বলা হচ্ছে তারও ৬০-৭০ ভাগ আমাদের নয়, অন্যরা তৈরি করেছে৷ আমরা পরে বাধ্য হয়ে দায়িত্ব নিয়েছি৷'

এই হচ্ছে লেভেল ক্রসিংয়ের বাস্তব চিত্র৷ আর সে কারণেই লেভেল ক্রসিংগুলো আসলেই মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে৷ এই লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় কেউ মারা গেলে তাই দায়দায়িত্ব কেউ নেয় না৷ এই কারণেই বিভিন্ন লেভেল ক্রসিং-এ লেখা থাকে ‘দুর্ঘটনার জন্য নিজেই দায়ী থাকবেন' জানান মহাপরিচালক৷

রেলের দায়িত্ব নেওয়া ওই লেভেল ক্রসিংগুলোর এক হাজার ৪৬৮টিতে এক হাজার ৫৯০ জন গেটম্যান অস্থায়ী ভিত্তিতে কাজ করছেন৷ ফলে শিফটিং ডিউটি করার কোনো সুযোগ নেই৷ কোনও কোনও বড় লেভেল ক্রসিংয়ে আবার ১০ জনও গেটম্যান আছে৷ আর কোনও ধরণের গেটম্যান নাই এরকম বৈধ-অবৈধ লেভেল ক্রসিংয়ের সংখ্যা ৯৬১টি৷

রোড সেফটি ফাউন্ডেশনের হিসেবে ২০২০ সাল থেকে ২০২২ সালের ২৮ জুলাই পর্যন্ত সারা দেশের লেভেল ক্রসিং-এ ১১৬টি দুর্ঘটনা ঘটে৷ এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ২১৯ জন৷ এর মধ্যে ২০২০ সালে ৩৮টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬৯ জন৷ ২০২১ সালে ৪৩টি দুর্ঘটনায় নিহত হন ৭৬ জন এবং চলতি বছরের ২৯ জুলাই পর্যন্ত ৩৫টি দুর্ঘটনায় ৭৪ জন নিহত হয়েছেন৷

চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ দুর্ঘটনায় ১১ জন নিহত হওয়ার পর লেভেল ক্রসিং নিয়ে আবার আলোচনা হচ্ছে৷ সেখানকার লেভেল ক্রসিংয়ে দু'জন গেটম্যান দায়িত্ব পালন করার কথা আট ঘণ্টা করে৷ ২৪ ঘণ্টার বাকি আট ঘণ্টা কোনো গেটম্যান নেই৷ আর সেখানকার টেলিফোনটিও নষ্ট, কোনও সিগন্যাল বাতি নেই৷ সেখানেই লেখা আছে, ‘দেখে শুনে চলাচল করবেন৷ দুর্ঘটনার জন্য নিজেই দায়ী থাকবেন৷'

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, ‘আসলে রেলের লেভেল ক্রসিংয়ে চলছে নৈরাজ্য৷ কারও দায়-দায়িত্ব নেই৷ আর যে গেটম্যান আছেন, তাঁদেরও কোনও প্রশিক্ষণ নেই৷ তাঁদের নিয়োগ অস্থায়ী৷ ফলে পেশাদার গেটম্যান নেই, গেটগুলো চলে পুরনো পদ্ধতিতে৷ আবার একজন বা দু'জন লোকের পক্ষে তো একটি গেট সামলানো সম্ভব নয়৷ তবে যাঁরা পার হবেন, তাঁদেরও সচেতন হওয়ার দরকার আছে৷'

বুয়েটের অ্যাক্সিডেন্ট রিচার্স সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান বলেন, ‘আমরা হিসাব করে দেখেছি বাংলাদেশের সব লেভেল ক্রসিং অটোমেশন করতে মাত্র ৩০০ কোটি টাকা লাগে৷ অটো সিগন্যালিং ব্যবস্থার আওতায় আনা হলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব৷ গত ১০ বছরে রেলের পিছনে ৫০ হাজার কোটি টাকা খরচ হয়েছে৷ এত টাকা রেলের পিছনে ঢালা হচ্ছে। কিন্তু মানুষের জীবনরক্ষায় কিছু করা হচ্ছে না৷ যেখানে বিশ্বের রেল অনেক এগিয়ে গেছে সেখানে আমরা এখনো প্রাচীণ পদ্ধতিতে চলছি৷'

রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার দাবি করেন, ‘যে যার মত এভাবে লেভেল ক্রসিং তৈরি করলে, আমরা কেন দায়িত্ব নেব৷ আমরা বিভিন্ন মন্তণালয়কে বলেছি৷ থানায় মামলাও করেছি কিন্তু কাজ হচ্ছে না৷ রেলকে আইন অনুযায়ী কেউ সরাসরি লেভেল ক্রস করতে করতে পারে না৷ হয় আন্ডার পাস অথবা ওভার পাস হবে৷'

তিনি আরও বলেন, ‘রেললাইনের দুই পাশে ১০ ফুট পর্যন্ত জায়গায় ১৪৪ ধারা থাকে সব সময়, কিন্তু সেটাও তো মানা হচ্ছে না৷ নানা স্থাপনা তৈরি হচ্ছে৷ দোকানপাট বসছে, তাতেও দুর্ঘটনা বাড়ছে৷'

(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

পরবর্তী খবর

Latest News

সৌন্দর্যের বিচারে সামান্থার কাছে হৃতিকের থেকেও এগিয়ে তাঁর প্রাক্তন নাগা! কেন গালাগাল করেছিলেন ক্রিকেটারদের? অবশেষে মুখ খুললেন রোহিত শর্মা!কাকে দোষ দিলেন? জীবনের গতি থমকে আছে! উন্নতি নেই? বরুথিনী একাদশীতে এই ৫ কাজ জীবনে আনবে অগ্রগতি আংটি বদল হয়ে গিয়েছে, জানেন কে এই ঋতাভরীর হবু স্বামী সুমিত অরোরা? কয়েক জন ক্রিকেটার নগ্ন ছবি পাঠাত, শোওয়ারও প্রস্তাব এসেছিল… দাবি বাঙ্গারের মেয়ের চোখে কাজল লাগানোর সময় এই ৫টি ভুল করবেন না, পুরো লুক নষ্ট হতে পারে দিলীপ ঘোষের বাড়িতে তাবড় BJP নেতারা, বিয়ে নিয়ে 'বিতর্ক' প্রসঙ্গে সুকান্ত বললেন… শুক্রের দিলীপ ঘোষের বিয়ের আয়োজন কোন সময়? কারা থাকছেন হাজির! এক থালায় দুই বন্ধুর মিড–ডে মিল খাওয়া কেন?‌ তদন্তের নির্দেশ দিল শিক্ষা দফতর গরমে সুতির কাপড় বারবার ধুলেও ফ্যাকাশে হবে না রং, জলে কেবল যোগ করুন এই ১ জিনিস

Latest nation and world News in Bangla

'ওয়াকফ তো অজুহাত মাত্র, উদ্দেশ্য কাফেরদের নির্মূল করা', বিস্ফোরক BJP MLA ফের রক্তাক্ত মার্কিন যুক্তরাষ্ট্র! ফ্লোরিডা ইউনিভার্সিটিতে ছাত্রের গুলি, মৃত ২ মুর্শিদাবাদে ওয়াকফ হিংসা নিয়ে ভারতকে 'জ্ঞান' দিতে এসে সপাটে 'চড়' খেল বাংলাদেশ! দরগাহ ভাঙার নোটিশে দ্রুত শুনানি হল না কেন? হাইকোর্টকে কড়া প্রশ্ন শীর্ষ আদালতের সেক্স পোজিশন নিয়ে ঠাট্টা করে হিন্দুদের অপমান, HC-তে চলল মন্ত্রীর বক্তব্য, তারপর… বেলজিয়ামে ধৃত মেহুল চোকসিকে কি ভারতে ফেরানো যাবে? কী বলছে MEA? ২৬/১১ মুম্বই হামলার চক্রী তাহাউরকে নিয়ে পাকিস্তানকে 'রিমাইন্ডার' দিল ভারত জাপানি মহিলাকে বীর্য মাস্কের! সন্তানদের ফৌজ গড়তে তৎপরতা এপারের সংখ্যালঘুদের নিয়ে ঢাকার 'উদ্বেগের' আবহে ওয়াকফ নিয়ে কী বলল ভারত? ঋণ নিয়ে বিলাসিতা পূরণ! ব্লু স্মার্ট কেলেঙ্কারি জাগ্গি ভাইদের

IPL 2025 News in Bangla

অভিষেকের পকেটে সার্চ অপারেশন সূর্যর! নোট পেলেন না! MIর বিপক্ষে চেনা ফর্ম উধাও ভারতীয় দল থেকে ছাঁটাই হতে পারেন অভিষেক নায়ার! খবর শুনেই ইনস্টায় পোস্ট বরুণের CSK-র অনুশীলনে দ্বিতীয়বার অটোগ্রাফ চাইতেই বিরক্ত মাহি! ভক্তকে দিলেন বকা, Video ঝামেলা চলছে দ্রাবিড় এবং সঞ্জুর? হারের মধ্যেই ভিডিয়ো দেখে শঙ্কায় ভুগছে নেটপাড়া 'পুরানো সেই দিনের কথা…', চাহালে মজে! অতীতে ফিরে গেলেন প্রীতি গ্লেন ফিলিপসের বদলি হিসেবে লঙ্কান অলরাউন্ডারকে নিল GT! আগে কখনও IPL-এ খেলেছেন? রোহিত শর্মার টানা ব্যর্থতায় অসন্তুষ্ট বীরেন্দ্র সেহওয়াগ! বললেন, ‘যাওয়ার বয়স এখন’ ওয়াংখেড়েতে 'টেস্ট খেললেন' ট্র্যাভিস হেডরা, একাধিক ক্যাচ ছেড়েও ম্যাচ জিতল MI ২বার ক্যাচ আউট হয়েও বাঁচলেন হেড! SRHকে হতাশ করে ২৮ বলে করলেন মাত্র ২৯! IPL-এ SRH-র বিরুদ্ধে গোড়ালিতে চোট! উঠে দাঁড়িয়েই অভিষেককে আউট করলেন হার্দিক

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.