বাংলা নিউজ > ঘরে বাইরে > কঠোর লকডাউনেও বাংলাদেশে লাগামহীন করোনা, সোমবার দৈনিক আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড

কঠোর লকডাউনেও বাংলাদেশে লাগামহীন করোনা, সোমবার দৈনিক আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড

কঠোর লকডাউনেও বাংলাদেশে লাগামহীন করোনা, সোমবার দৈনিক আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড (ছবি সৌজন্য পিটিআই)

‌কঠোর বিধিনিষেধ জারি করেও বাংলাদেশে করোনা পরিস্থিতি বাগে আনা গেল না। একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজারেরও বেশি মানু্ষ। মৃত্যুর সংখ্যাও নেহাতই কম নয়। করোনা সংক্রমণের ফলে একদিনে মারা গিয়েছেন ২৪৭ জন। পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক হওয়ায় বিধিনিষেধ জারির পথেই হাঁটল বাংলাদেশ সরকার।

বাংলাদেশের স্বাস্থ্য দফতরের তরফে জারি করা রিপোর্টে জানানো হয়েছে, একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ১৯২ জন। এর আগে এত বেশি সংখ্যক মানুষের সংক্রমিত হওয়ার ঘটনা ঘটেনি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এর আগে বাংলাদেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছিলেন ১৩ হাজার ৭৬৮ জন। এবার দৈনিক আক্রান্তের সংখ্যা তাকে ছাড়িয়ে গেল। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই নিয়ে বাংলাদেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জন। এরমধ্যে করোনায় সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখ ৯ হাজার ৯৭৫ জন। শুধু দৈনিক সংক্রমণের সংখ্যাই বাড়েনি, সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও। মৃতের সংখ্যার নিরিখেও এদিন ছিল সর্বাধিক। একদিনে ২৪৭ জন মানুষের মৃত্যু হয়েছে। এর আগে একদিনে বাংলাদেশে ২৩১ জন মানুষের মৃত্যু হয়েছিল। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত বাংলাদেশে করোনায় মৃত্যু হয়েছে ১৯ হাজার ৫২১ জনের। জেলা ভিত্তিক রিপোর্টে দেখা যাচ্ছে, ঢাকায় একদিনে মৃত্যু হয়েছে ৭২ জনের। এরপরই চট্টগ্রামে মৃত্যু হয়েছে ৬১ জনের। অন্যদিকে খুলনাতে মৃত্যু হয়েছে ৪৬ জনের।

গত ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল বাংলাদেশজুড়ে। কিন্তু ইদের কারণে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধে কিছুটা শিথিলতা আনা হয়। এরপর ২৩ জুলাই থেকে ফের কঠোর বিধি নিষেধ চালু করতে হয়েছে বাংলাদেশ জুড়ে। করোনা সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ার ফলে এই বিধি নিষেধ জারি করেছে শেখ হাসিনা সরকার। পরিস্থিতি যা, তাতে করোনা পরিস্থিতি কবে নিয়ন্ত্রণের মধ্যে আসবে, তার কোনও আগাম আভাস দেওয়া যাচ্ছে না। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখন দেশে করোনায় আক্রান্তের হার ২৯.‌৮২ শতাংশ। একদিনে ৫০ হাজারেরও বেশি মানুষের নমুনা পরীক্ষা হয়েছে। এর থেকে স্পষ্ট, আগামীদিনে আরও উদ্বেগজনক পরিস্থিতির দিকেই যাচ্ছে বাংলাদেশ।

ঘরে বাইরে খবর

Latest News

আজ কারা সম্পর্কে বিশ্বাসঘাতকতার সম্মুখীন হতে পারেন? দেখুন আজকের প্রেম রাশিফল RR-এর বিরুদ্ধে আউট হয়ে বিরক্তি চেপে রাখতে পারলেন না, পন্তের হতাশার ভিডিয়ো ভাইরাল বক্স অফিসেও 'কালা জাদু' করেছে শয়তান, তাঁকে আটকানো দায়! ২১ দিনের মাথায় ছবির আয় কত বাইডেন-ট্রাম্পের মামলায় নজর দিন, কেজরিকাণ্ডে নাক গলানো আমেরিকাকে 'পাঠ' বিজেপির 'বিষ দেওয়া হয়েছে', মুখতার আনসারির মৃত্যু নিয়ে বিস্ফোরক ছেলে, জরুরি বৈঠকে যোগী নরকিয়ার গতিকে তাচ্ছিল্য করে একই ওভারে অবলীলায় ২টি ছক্কা হাঁকালেন অশ্বিন-ভিডিয়ো ঝড়গ্রামের মেয়ে, স্কুলে পড়াকালীন অডিশন দেন, কীভাবে পড়শোনা করেন আরাত্রিকা? জেলে হার্ট অ্যাটাক ৫ বারের বিধায়কের, মৃত্যু পূর্ব UP-র 'ত্রাস' মুখতার আনসারির 'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.