হিন্দু সন্ন্যাসীদের গ্রেফতারি ও বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনার অভিযোগ ঘিরে ভারত ও বাংলাদেশের সম্পর্কে বেশ কিছুটা উদ্বেগের রেখা এসেছে। এই পরিস্থিতিতে, ‘নিক্কেই এশিয়া’ কে সদ্য এক সাক্ষাৎকারে বাংলাদেশের পরিস্থিতি, শেখ হাসিনা সম্পর্কে মন্তব্য করেন সেদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস। ইউনুসকে সেখানে বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন কবে হবে, তা নিয়েও প্রশ্ন করা হয়। কোন বিষয়ে কী উত্তর তিনি দিয়েছেন দেখা যাক।
নির্বাচন আয়োজনের প্রশ্নে কৌশলী ইউনুস?
বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থা, সংবিধান, বিচারব্যবস্থার ক্ষেত্রে সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করেছে। মহম্মদ ইউনুস সাক্ষাৎকারে জানান, জানুয়ারির মধ্যে ওই সুপারিশ হাতে পেতেই পূর্ণাঙ্গ সংস্কার বাস্তাবায়ন করা হবে। তাঁর কাছে প্রশ্ন যায়, যে বাংলাদেশে কবে নির্বাচন হবে? এই নিয়ে সরাসরি কোনও উত্তর দিতে চাননি ইউনুস। তিনি কৌশলী মন্তব্যে বলেছেন,' নির্বাচনের সময় নির্ভর করছে সংস্কার প্রক্রিয়ার উপর। এর ফলাফলই সময় নির্ধারণ করে দেবে।' কেমন ধরনের প্রার্থীর নির্বাচনে দাঁড়ানো উচিত? তা নিয়ে ইউনুস নিজের মতামত স্পষ্ট করেন। ইউনুস বলেন, যে ব্যক্তি নৈতিকতা সমুন্নত রাখেন, নিয়ম কানুন মেনে চলেন, নিজেকে দূর্নীতি থেকে দূরে রাখেন তাঁরই উচিত ভোটে দাঁড়ানো। সাক্ষাৎকারে নিজের সম্পর্কে ইউনুস বলেন, 'আমি রাজনীতিবিদ নই, রাজনীতি থেকে দূরে থেকেছি।'
হাসিনা প্রসঙ্গে ইউনুস:-
বাংলাদেশের সরকারের প্রধান ইউনুস বলেন,'শেখ হাসিনার ১৫ বছরের শাসনকালে দেশের শাসন কাঠামো পুরোপুরি ধ্বংস হয়েছে। গণতন্ত্র, অর্থনৈতিক স্থিতিশীলতা, জনগণের আস্থা পুনরুদ্ধার করে তা পুনরায় গঠনের সুবিশাল কর্মযজ্ঞ আমাদের ঘাড়ে এসে পড়েছে।' একধাপ এগিয়ে তিনি বিগত হাসিনা সরকারের আমলে নির্বাচনী ব্যবস্থা নিয়ে বলেন,' হাসিনার শাসনকালে গণন্ত্রের রীতিনীতি একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। টানা তিন দিনের মেয়াদে ভোটার বিহীন ভুয়ো নির্বাচন মঞ্চস্থ করেছেন হাসিনা। আর তাতে তিনি নিজেকে আর নিজের দলকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী ঘোষণা করেছেন।' চলতি বছরে, বাংলাদেশে ছাত্র-গণ আন্দোলনের জেরে শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে ভারতে গত ৫ অগস্ট আশ্রয় নেওয়ার ঘটনাটি সাক্ষাৎকারে তুলে ধরেন ইউনুস। হাসিনাকে নিয়ে ইউনুস বলেন,' তিনি হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়ে যান। অক্টোবরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শেখ হাসিনার ও তাঁর কয়েকজন সহযোগীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।' হাসিনার হস্তান্তরের ইস্যু নিয়ে ইউনুস বলেন,'বিচার শেষে তাঁর বিরুদ্ধে চূড়ান্ত রায় এলে ভারতের কাছে হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানাব।' এখানে এক আন্তর্জাতিক আইনের কথা উল্লেখ করেন ইউনুস। তাঁর দাবি, ‘ভারত এই আইন মেনে কাজ করতে বাধ্য। ’