বাংলা নিউজ > ঘরে বাইরে > লাগামহীন করোনার সংক্রমণ, সোমবার থেকে ৭ দিনের লকডাউন বাংলাদেশে

লাগামহীন করোনার সংক্রমণ, সোমবার থেকে ৭ দিনের লকডাউন বাংলাদেশে

লাগামহীন করোনার সংক্রমণ, সোমবার থেকে ৭ দিন লকডাউন বাংলাদেশে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

করোনাভাইরাসের সংক্রমণ এবং মৃত্যুর গ্রাফ ক্রমশ উর্ধ্বমুখী।

করোনাভাইরাসের সংক্রমণ এবং মৃত্যুর গ্রাফ ক্রমশ উর্ধ্বমুখী। শুক্রবার তো দৈনিক আক্রান্তের শিখরে পৌঁছে গিয়েছিল বাংলাদেশে। সেই পরিস্থিতিতে আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে দেশজুড়ে লকডাউনের ঘোষণা করা হল।

ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, শনিবার ঢাকায় বাংলাদেশের সড়ক পরিবহনমন্ত্রী তথা শাসক দল আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন যে দেশের সর্বত্র করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তার জেরে করোনার সংক্রমণে রাশ টানতে সোমবার থেকে বাংলাদেশে লকডাউন শুরু হচ্ছে।

তবে লকডাউনের সময় জরুরি পরিষেবা চালু থাকবে। পাশাপাশি কলকারখানাও খোলা থাকবে। কর্মীদের অবশ্য করোনা সংক্রান্ত সুরক্ষাবিধি মেনে বিভিন্ন শিফটে কাজ করতে হবে।  জনপ্রশাসনের রাষ্ট্রমন্ত্রী ফারহাদ হোসেন বলেন, ‘এবারের লকডাউনের সময় প্রতিটি অফিস এবং আদালত বন্ধ থাকবে। কিন্তু ঘুরিয়ে-ফিরিয়ে কাজ চালিয়ে যেতে পারবে কলকারখানাগুলি।’ কিন্তু কলকারখানা বন্ধ থাকবে না কেন? জবাবে ফারহাদ বলেন, ‘আমরা যদি কলকারখানা বন্ধ রাখি, তাহলে কর্মক্ষেত্র থেকে কর্মীদের বাড়ি চলে যেতে হতে পারে।’

গত কয়েকদিন ধরেই বাংলাদেশে লাগাতার বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেজন্য গত সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে ১৮ টি নির্দেশ জারি করা হয়েছিল। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়-সহ যে কোনও ধরনের জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তা সত্ত্বেও পরিস্থিতির উন্নতি হয়নি। বরং শুক্রবার বাংলাদেশে ৬,৮৩০ জন নয়া করোনা আক্রান্তের হদিশ মিলেছে। যা এখনও দৈনিক আক্রান্তের নিরিখে সর্বোচ্চ। আর সেই রেকর্ড সংক্রমণের ফলে বাংলাদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২৪,৫৯৪। পাশাপাশি সরকারি তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫০ জন করোনা আক্রান্তের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯,১৫৫। সেই পরিস্থিতিতে এবার একেবারে লকডাউনের পথেই হাঁটল শেখ হাসিনার প্রশাসন।

ঘরে বাইরে খবর

Latest News

ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর ‘‌একুশ হাজার মদের দোকান বেড়েছে, এই মুখ্যমন্ত্রী মদশ্রী’‌, বেলাগাম শুভেন্দু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.