ভাঁড়ারে টান থাকা সত্ত্বেও শুধুমাত্র বাংলাদেশি টাকা বা নোট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি হটাতে, বলা ভালো দেশের অন্য়ান্য ক্ষেত্রের মতোই বাংলাদেশি মুদ্রা থেকেও মুজিবের স্মৃতি মুছে ফেলতে উদ্যত হয়েছে মহম্মদ ইউনুসের কেয়ারটেকার সরকার। বুধবার (১৯ ফেব্রুয়ারি, ২০২৫) সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই বাংলাদেশে নতুন নোট ছাপানো হবে এবং তাতে মুজিবের ছবি ও প্রাক্তন গভর্নরের স্বাক্ষর থাকবে না।
বাংলাদেশি সংবাদমাধ্যমে এদিন এই সংক্রান্ত যেসমস্ত প্রতিবেদন দেখা গিয়েছে, সেই অনুসারে - আগামী অর্থবর্ষ (২০২৫-২৬) শুরু হলেই - অর্থাৎ - আগামী এপ্রিল মাসের শেষ ভাগে অথবা আগামী মে মাসের প্রথমার্ধে নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়তে পারে বাংলাদেশ ব্যাঙ্ক।
বুধবার বাংলাদেশি সংবাদমাধ্যমকে একথা জানান বাংলাদেশ ব্যাঙ্কের মুখপাত্র তথা কার্যনির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তাঁর দাবি অনুসারে - পরবর্তী ঈদ-উল-জাহার সময় এই নয়া নোট বাজারে আসতে পারে।
এর আগে শোনা গিয়েছিল, মুজিবের সমস্ত স্মৃতি মুছে ফেলার চেষ্টা করলেও বাংলাদেশি মুদ্রা থেকে তাঁর ছবি আপাতত মোছা যাচ্ছে না। কারণ, আগামী ১৯ মার্চ - ঈদ-উল-ফিতর উপলক্ষে বাজারে বেশ কিছু নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাঙ্ক। এবং তাতে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে। এবং প্রাক্তন গভর্নরের স্বাক্ষরও থাকবে।
এই খবরের সত্যতা বুধবারও স্বীকার করে নিয়েছেন আরিফ হোসেন। জানিয়েছেন, মুজিবের ছবি-সহ এই নোটগুলি হল - ৫, ২০ ও ৫০ টাকার। কিন্তু, এই নোটগুলি নতুন হলেও তার ডিজাইন বা নকশা হাসিনা সরকারের আমলের। এবং এই নোটগুলি ইতিমধ্যেই বিপুল পরিমাণে ছাপা হয়ে গিয়েছে।
এখন যদি এই বিপুল পরিমাণ নতুন নোট বাতিল করে দেওয়া হয়, তাহলে অর্থের বিরাট অপচয় তো হবেই, উপরন্তু - বাজারে নোটের যে অভাব তৈরি হবে, তা পূরণ করার জন্য নতুন করে নোট ছাপাতে বাড়তি আর্থিক বোঝা চাপবে প্রশাসনের উপর। অগত্যা ওই নোটগুলি বাজারে ছাড়তে বাধ্য হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কিন্তু, হাসিনা সরকারের পতনের পর গত বছরের ৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে এবার নতুন ডিজাইনের নতুন নোট চালু করা হবে। সেই অনুসারে - আপাতত ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং তা নিয়ে কাজও শুরু হয়ে গিয়েছে। এবং এই নয়া ডিজাইনে মুজিবের ছবি থাকবে না।