ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সাতটি সরকারি কলেজকে আলাদা একটি বিশ্ব বিদ্যালয়ের অধীনে আনতে চায়ছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এই নতুন বিশ্ব বিদ্যালয়ের নাম কি হবে তা নিয়ে ইতিমধ্যেই শিক্ষা উপদেষ্টা প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে আলোচনা করেছেন ইউজিসি। সেক্ষেত্রে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ নামকরণের প্রস্তাব উঠে এসেছে। এই নামে একটি নতুন সরকারি বিশ্ববিদ্যালয়ের কথা ভাবছে সংস্থাটি।
বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইউজিসি চেয়ারম্যান প্রফেসর এসএমএ ফয়েজ এবং কমিশনের অন্য দুই সদস্য শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করে বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য নাম নিয়ে আলোচনা করেছেন। চেয়ারম্যান জানান, বিশ্ববিদ্যালয়ের পদ্ধতি এবং কাঠামো নিয়ে আলোচনা চলছে। তিনি জানান, এই বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নতুন মডেল বিবেচনা করা হচ্ছে । দ্রুত সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও কবে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বা পড়াশোনা সংক্রান্ত কাজকর্ম শুরু হবে সেবিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে জুলাই অভ্যুত্থানে ছাত্রদের ভূমিকাকে সম্মান জানাতেই এমন নামকরণ করার কথা ভাবা হচ্ছে। এছাড়াও আরও বেশ কয়েকটি নামের প্রস্তাব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজকে এই নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে রাখার কথা ভাবা হচ্ছে। যদিও তিতুমীর কলেজের পড়ুয়ারা আলাদা স্বাধীন বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আসছে। পড়ুয়াদের দাবি, এই কলেজকে বিশ্ব বিদ্যালয়ের মর্যাদা দেওয়া হোক। এই দাবিতে তারা বৃহস্পতিবারও বিক্ষোভ করে। জানা গিয়েছে, গত বছরের অক্টোবরে কলেজের জন্য একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।
এদিকে, এই ৭টি কলেজ আলাদা বিশ্ব বিদ্যালয়ের দাবি জানিয়েছে। তারপরও গত ২৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কলেজগুলিকে আলাদা করার সিদ্ধান্ত নেয়। কর্মকর্তাদের মতে, ২০২৪-২৫ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাতটি কলেজ থেকে নতুন কোনও পড়ুয়াকে ভর্তি করা হবে না। তবে বর্তমান পড়ুয়ারা এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অধীনে তাদের পড়াশোনা চালিয়ে যাবে।