বাংলা নিউজ > ঘরে বাইরে > ওড়িশা উপকূলে নামানো হয়েছে ১০টি ইন্টারসেপ্টর বোট, অনুপ্রবেশ ঠেকাতে জলপথে বাহিনী

ওড়িশা উপকূলে নামানো হয়েছে ১০টি ইন্টারসেপ্টর বোট, অনুপ্রবেশ ঠেকাতে জলপথে বাহিনী

ইন্টারসেপ্টর বোট

বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলা রয়েছে। উপকূলরক্ষায় নিরাপত্তায় জন্য অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (‌এডিজি)‌ অফিস থেকে সমন্বয় রক্ষা করা হচ্ছে। ১০টি দ্রুতগামী ইন্টারসেপ্টর বোট নামানো হয়েছে। স্থানীয় মৎস্যজীবীদেরও বলা হয়েছে উপকূলে নজর রাখতে। কোনও সন্দেহজনক কিছু দেখলে পুলিশকে জানাতে।

বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গড়ে উঠলেও শান্তি যে রাতারাতি ফিরে এসেছে এমন নয়। বিশেষ করে যে ভয়ঙ্কর হানাহানি, রক্তপাত, হিংসা, লুঠপাট বাংলাদেশে গত কয়েকদিন ধরে চলেছে তাতে আতঙ্কিত সেখানকার সংখ্যালঘুরা। তাই ভারতের সীমান্তগুলিতে তাঁরা ভিড় জমাতে শুরু করেছেন। চোরাগোপ্তা কোনও পথে যদি ভারতে ঢুকে পড়া যায় সেই চেষ্টাও চলছে বলে সূত্রের খবর। আর এই কারণে ওড়িশা সরকার ইন্টারসেপ্টর বোট নামিয়ে দিয়েছে উপকূলবর্তী এলাকায়। কারণ তাঁদের কাছে গোয়েন্দা রিপোর্ট এসেছে অনুপ্রবেশের। তাই উপকূলবর্তী এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। যাতে বাংলাদেশ থেকে কেউ এদেশে ঢুকতে না পারে।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই বাংলাদেশে বার্তা পাঠিয়েছেন। সেখানের হিন্দুদের বাঁচাতে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী। অন্তবর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশে শান্তি ফিরে আসুক এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওখানে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে তা থামুক এটাই সবাই চাইছেন। এই আবহে ওড়িশা পুলিশের ডিরেক্টর জেনারেল অরুণ কুমার সারেঙ্গি জানান, উপকূলবর্তী জেলায় মেরিন পুলিশ নামানো হয়েছে। তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে বেআইনি অনুপ্রবেশ রোখার জন্য। গোটা এলাকায় সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন:‌ ‘‌তাহলে কী রেখে গেলাম রাজনীতিতে?’‌ আক্ষেপ রেখেই চলে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য

অন্যদিকে এই বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলা রয়েছে। উপকূলরক্ষায় নিরাপত্তায় জন্য অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (‌এডিজি)‌ অফিস থেকে সমন্বয় রক্ষা করা হচ্ছে। ১০টি দ্রুতগামী ইন্টারসেপ্টর বোট নামানো হয়েছে। স্থানীয় মৎস্যজীবীদেরও বলা হয়েছে উপকূলে নজর রাখতে। আর কোনও সন্দেহজনক কিছু দেখলে তৎক্ষণাৎ পুলিশকে জানাতে। যদিও উপকূলরক্ষী বাহিনী নিয়মিত টহল দিচ্ছে এলাকায়। জলপথেই এখন বাংলাদেশের নাগরিকরা এদেশে প্রবেশ করার ছক করেছে বলে জানতে পেরেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।

সমুদ্রপথই ভারতে প্রবেশ করার সহজ পথ বলে মনে করছেন বাংলাদেশের নাগরিকরা। জলপথে কেন্দাপাড়া জেলায় ঢুকতে মাত্র ১০ ঘণ্টা সময় লাগে। এই বিষয়ে ওড়িশা পুলিশের ডিরেক্টর জেনারেল অরুণ কুমার সারেঙ্গি বলেন, ‘‌এখানে ১৮টি থানা রয়েছে। আর সাতটি উপকূলবর্তী জেলা রয়েছে। বালেশ্বর, ভদ্রক এবং কেন্দাপাড়া দিয়ে বাংলাদেশের নাগরিকরা ঢুকতে পারে। তাই তীক্ষ্ণ নজরদারি রাখা হয়েছে। ভারতীয় নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনী ব্যাপক টহল দিচ্ছি। ভুবনেশ্বর কন্ট্রোল রুম থেকে সবটা নজর রাখা হচ্ছে। সমস্ত এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।’‌

পরবর্তী খবর

Latest News

ব্যাটিংয়ের ছবি দেখার জন্য মুখিয়ে আছি, বুমরাহর সঙ্গে ইনস্টাগ্রামে মজা সূর্যর নায়েব-ই হলেন হরিয়ানায় বিজেপি-র CM মুখ, ভিজের দাবি খারিজ করে বললেন প্রধান কুণাল-দেবাংশুর যৌথ আক্রমণ টলি অভিনেত্রীকে! একজন বানাল বৌমা, অন্য জন ‘দজ্জাল’ অপেক্ষা আর কয়েক ঘণ্টা, বদলে যাবে আবহাওয়া, থামবে নাগাড়ে বৃষ্টি, আকাশ ভরবে তারায় সোমবার বিকেলে ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকে বসার আহ্বান জানিয়ে চিঠি মুখ্যসচিবের এবারও রেড রোডে কার্নিভাল হবে, দুর্গাপুজো নিয়ে ফ্রন্টফুটে রাজ্য সরকার সাত সকালে তপসিয়ায় অ্যালুমিনিয়ামের কারখানায় বিধ্বংসী আগুন, আতঙ্ক এলাকায় চার পুলিশ অফিসারকে সমন পাঠাল সিবিআই, ‘‌বৃহত্তর ষড়যন্ত্রে’‌ কারা?‌ নয়া মোড় তদন্তে কাকদ্বীপ হাসপাতালে মানবিকতার ছোঁয়া, ৮০০ প্রসূতির প্রসব, কলকাতায় কর্মবিরতির জের 'মায়ের মতোই শিরদাঁড়া শক্ত',RG করের প্রতিবাদে সুদীপ্তাকন্যাকে দেখে বলছে নেটপাড়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.