কোটা বিরোধী আন্দোলনে ফের নতুন করে হিংসা বাংলাদেশে।
দিন কয়েক একটু শান্ত ছিল পরিস্থিতি। ফের নতুন করে উত্তপ্ত হচ্ছে বাংলাদেশ। ফের রাস্তায় নেমে আসছেন আন্দোলনকারীরা। এমনকী শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। কুমিল্লা, সিলেট সহ বিভিন্ন এলাকায় নতুন করে হিংসা ছড়াতে শুরু করেছে।
এদিকে একাধিক গাড়িতেও ভাঙচুর করা হচ্ছে বলে খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্য়াগের দাবিতে সরব হচ্ছেন আন্দোলনকারীরা। শনিবারও বাংলাদেশের বিভিন্ন এলাকায় মিছিল বের করেন আন্দোলনকারীরা। এদিকে শিক্ষামন্ত্রী বাসভবনেও হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় বিএনপির হাত রয়েছে বলে দাবি করা হচ্ছে।
এদিকে ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারের সমাবেশে আন্দোলনের নেতা নাহিদ ইসলাম জানিয়েছেন, এই সরকার আর এক মিনিটও থাকবে না। শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন তিনি।
বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল নগরীর ষোলশহর এলাকা অতিক্রম করার সময় শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা চালানো হয়। সেই সময় মন্ত্রীর বাসভবনে থাকা একাধিক গাড়িতে হামলা চালানো হয়।
এদিকে মন্ত্রীর বাড়়িতে হামলা চালানোর খবর ছড়িয়ে পড়তেই দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। মন্ত্রীর এক আত্মীয় বাংলাদেশের সংবাদমাধ্যমে জানিয়েছেন, ২০০-২৫০জন বিক্ষোভকারী বাসভবনের প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশ করেছিলেন। বাড়ির সামনে একাধিক গাড়ি ছিল। সেগুলিতে ভাঙচুর করা হয়। বৈঠকখানার জানালার কাঁচ ভাঙা হয়। সেই সময় মন্ত্রীর মা বাড়িতে ছিলেন।
দিন কয়েক আগেও বাংলাদেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছিল। ফের নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে বাংলাদেশে। এবার শেখ হাসিনার পদত্যাগ চেয়ে শুরু হয়েছে বিক্ষোভ। প্রসঙ্গত কিছুদিন আগে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে একাধিকজনের মৃত্যু হয়েছিল।