ভারতীয় আবহাওয়া দফতর মৌসম ভবনের (আইএমডি)-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ আলোচনাসভার আয়োজন করা হয়েছে। এর অনুষ্ঠানের নাম ‘অবিভক্ত ভারত’। এই উপলক্ষে পড়শি সব দেশের আবহাওয়া দফতরের আধিকারিকদের আমন্ত্রণ জানিয়েছে ভারত। ইতিমধ্যেই সেই ডাকে সাড়া দিয়েছে পাকিস্তানের মতো দেশ। তবে আমন্ত্রণ পেয়েও সেই অনুষ্ঠানে আসছে না বাংলাদেশ। সরকারি খরচে অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞার উল্লেখ করে কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশি আধিকারিকরা ভারতের মৌসম ভবনের এই অনুষ্ঠানে যোগ দেবেন না বলে জানিয়েছেন।
আরও পড়ুন: চড়তে চড়তে ফের নামবে পারদ, IMD-র পূর্বাভাসে রয়েছে বৃষ্টি, তুষারপাতের সম্ভাবনা
বাংলাদেশ আবহাওয়া দফতরের (বিএমডি) ভারপ্রাপ্ত পরিচালক মমিনুল ইসলাম শুক্রবার এক মাস আগে আইএমডি থেকে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, ‘ভারতের আবহাওয়া বিভাগ ১৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানিয়েছে। তবে আমরা অনুষ্ঠানে যাচ্ছি না। কারণ সরকার খরচ বাঁচাতে অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ সীমিত করেছে। তবে আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখি এবং তাদের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখি।’ একইসঙ্গে তিনি ভারতীয় আবহাওয়াবিদদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কথা জানিয়েছেন। তিনি জানান, গত ২০ ডিসেম্বর তিনি ভারত সফরে এসেছিলেন।
উল্লেখ্য, এই অনুষ্ঠানে ভারত আমন্ত্রণ জানিয়েছে- পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ সহ বেশ কয়েকটি প্রতিবেশী দেশ এবং মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিকে। আইএমডির একজন শীর্ষ আধিকারিক বলেছেন, ‘আমরা সমস্ত দেশকে বলেছি। যেগুলি আইএমডি চালু হওয়ার সময় অবিভক্ত ভারতের অংশ ছিল তাদের এই অনুষ্ঠানের যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। পাকিস্তান ইতিমধ্যেই এই অনুষ্ঠানে যোগ দিতে সম্মত হয়েছে। কিন্তু বাংলাদেশ সাড়া দেয়নি।’
প্রসঙ্গত, আইএমডি প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় ১৮৭৫ সালে। ১৮৬৪ সালে কলকাতায় ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছিল এবং ১৮৬৬ ও ১৮৭১ সালে বর্ষা-সম্পর্কিত বিপর্যয় সহ বিধ্বংসী আবহাওয়ার বিভিন্ন ঘটনার পর আইএমডি প্রতিষ্ঠা করেছিল ব্রিটিশরা। প্রাথমিকভাবে কলকাতায় সদর দফতর ছিল। পরে আইএমডির সদর দফতর বেশ কয়েকবার স্থানান্তরিত হয়। ১৯০৫ সালে সিমলা, ১৯২৮ সালে পুনে এবং শেষ পর্যন্ত ১৯৪৪ সালে দিল্লিতে স্থানান্তরিত হয়। আগামী ১৫ জানুয়ারি আইএমডি এই অনুষ্ঠান পালন করবে।