গ্রেফতার করা হয়েছে আওয়ামিলিগ নেতা তথা হাসিনা জমানার প্রাক্তন জলসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে। রিপোর্ট অনুযায়ী, গত ১৬ অগস্ট নিজের বাড়ি থেকে গ্রেফতার হন এই প্রাক্তন মন্ত্রী। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ঠাকুরগাঁও শহরে গত ১৬ জুলাই সমাবেশ ডেকেছিলেন। সমাবেশের সময় শিক্ষার্থীরা শহরের চৌরাস্তার দিকে এগিয়ে গেলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করেন। এতে ১২ শিক্ষার্থী আহত হয়েছিলেন। সেই হামলাতেই অভিযুক্ত রমেশ চন্দ্র সেন। ছাত্রদলের আহ্বায়ক রিপন ইসলাম এই সংক্রান্ত মামলা করেছেন। (আরও পড়ুন: গ্রেফতার করা হোক সন্দীপ ঘোষ ও CP বিনীত গোয়েলকে, বিস্ফোরক দাবি খোদ তৃণমূল সাংসদের)
আরও পড়ুন: বারবার বাম-রাম তত্ত্ব মমতার, তবে আরজি কর কাণ্ডে পুলিশেরই জালে 'পার্টির ছেলেরা'
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে ডঃ কুণাল সরকার, সুবর্ণ গোস্বামীকে লালবাজারে তলব পুলিশের
জানা যায়, গত শুক্রবার নিজের বাড়িতে তিনি রাতে খেতে বসেছিলেন। সেই সময় সাদা পোশাকে পুলিশ এসে তাঁকে নিয়ে যাওয়া হবে বলে জানায়। প্রাক্তন মন্ত্রীর স্ত্রী অঞ্জলি সেন জানান, গ্রেফতার করতে এসে পুলিশ কর্মীরা বলেছিলেন, ভালোর জন্যেই রমেশবাবুকে নিয়ে যাওয়া হচ্ছে, আবার ৩০ মিনিটের মধ্যে তাঁকে ফিরিয়ে দিয়ে যাওয়া হবে। তবে পরে রমেশবাবুকে গ্রেফতার করা হয়। পরে পুলিশি হেফাজতে ছিলেন রমেশ চন্দ্র সেন। শনিবার তাঁকে আদালতে পেশ করা হলে বিচারবিভাগীয় হেফাতজে পাঠানো হয় আওয়ামিলিগ নেতাকে। এই বিষয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করতে ঢাকা থেকে পলিশের সদর দফতর বিশেষ দল পাঠিয়েছিল। গ্রেফতারির পর শুক্রবার রাতে রমেশ চন্দ্র সেন সদর থানা-পুলিশের হেফাজতে ছিলেন। পরে শনিবার আদালতে পেশ করা হলে তাঁকে জেলে পাঠানো হয়। (আরও পড়ুন: আরজি কর কাণ্ডের জের? বেহালা থেকে দুই বাম নেতাকে লালবাজারে তুলে নিয়ে গেল পুলিশ)
আরও পড়ুন: 'রূপান্তরকামীর বুক টেপা তো দূরের, কাউকে ছোঁয়নি পর্যন্ত RPF', দাবি মেট্রোর
উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত রমেশ চন্দ্র সেন বাংলাদেশ সরকারের জলসম্পদমন্ত্রী ছিলেন। ১৯৯৭ সালের উপনির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জয়ী হয়েছিলেন তিনি। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকায় থাকেন। শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পর বহু আওয়ামিলিগের বহু নেতা-মন্ত্রী দেশ ছেড়ে পালান। অনেকেই আবার পালাতে গিয়ে ধরা পড়েন। তবে হাসিনার দেশত্যাগের পর থেকে ঠাকুরগাঁওয়ে নিজের বাড়িতেই ছিলেন রমেশ চন্দ্র সেন।