খুলনায় এক হিন্দু যুবককে নৃশংস ভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠল। নিহতের নাম অর্ণব কুমার সরকার। তাঁর বয়স ২৬ বছর। রিপোর্ট অনুযায়ী, ২৪ জানুয়ারি স্থানীয় সময় রাত সাড়ে ৯টা নাগাদ খুলনা শহরের তেঁতুলতলা মোড় এলাকায় এই ঘটনাটি ঘটে। অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ-র ছাত্র ছিলেন। এদিকে বাংলদেশের বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে, চিন্ময় কৃষ্ণ প্রভুর সমর্থনে সরব হওয়ার জেরেই খুন করা হয়ে থাকতে পারে অর্ণবকে। যদিও এর কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি। এদিকে এই বিষয়ে পুলিশ জানিয়েছে, খুনের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। অপরদিকে ঘটনার সঙ্গে জড়িত দোষীরা এখনও ধরা পড়েনি। তাদের ধরতে নাকি তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, ২৪ জানুয়ারি রাত সাড়ে ন'টা নাগাদ খুলনা শহরের তেঁতুলতলা মোড়ে একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন অর্ণব। দোকানের সামনেই নিজের বাইকে হেলান দিয়ে ছিলেন তিনি। সেই সময় আচমকা কয়েকটি মোটোরসাইকেল সেখানে এসে পৌঁছায়। কিছু বোঝে ওঠার আগেই বাইকে থাকা দুষ্কৃতীরা মলা চালায় অর্ণবের ওপরে। অর্ণবকে লক্ষ্য করে বাইক আরোহী দুষ্কৃতীরা গুলি চালায়। সেই গুলি অর্ণবের মাথা ভেদ করে। সেখানেই লুটিয়ে পড়েন অর্ণব। এদিকে ঘটনা ঘটিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এবং বাইক আরোহীদের কাছে বন্দুক থাকায় তাদের কেউ আটকানোর সাহস করতে পারেনি। তবে দুষ্কৃতীরা পালাতেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। অর্ণবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা বেসরকারি সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা সেই পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করে।
এদিকে এই ঘটনা প্রসঙ্গে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার (মিডিয়া) মহম্মদ আহসান হাবিব জানান, খুনের খবর জানতে পেরেই ঘটনাস্থলে যায় পুলিশ। তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ। এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মহম্মদ মনিরুজ্জামান বাংলাদশি সংবাদমাধ্যমকে জানান, কেন ও কী কারণে অর্ণবকে খুন করা হয়েছে, এবং এর নেপথ্যে কারা আছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে এই খুনের সঙ্গে জড়িত দুষ্কৃতীদের এখনও চিহ্নিত করা গিয়েছে কি না, সেটা স্পষ্ট করে জানায়নি পুলিশ। উল্লেখ্য, বিগত দিনে বাংলাদেশের বিভিন্ন জায়গা জুড়ে হিন্দুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। যদিও ইউনুস সরকার এই হামলাগুলি নিয়ে দাবি করেছে, সেগুলি নাকি ধর্মীয় কারণে ঘটেনি। তবে সরকারি মতে যেই কারণেই এই ব হামলা হয়ে থাকুক না কেন, সেই দেশের প্রশাসন যে আইনশৃঙ্খলা রক্ষার্থে ব্যর্থ, তা বারবার সামনে চলে আসছ