বাংলাদেশে বিগত কয়েকদিনে বেড়ে চলেছে হিন্দুদের ওপর অত্যাচার। একদিকে চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার হয়েছেন হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। সেই গ্রেফতারির প্রতিবাদ করায় হিংসা ছড়িয়েছিল চট্টগ্রাম আদালতের সামনে। সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩০ জনের ওপর হিন্দুকে। তার মধ্যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে আইনজীবী হত্যা মামলায়। যদিও অভিযোগ উঠছে, সবাইকে ভুয়ো মামলায় জড়িয়ে গ্রেফতার করা হয়েছে। এরই মাঝে এবার বাংলাদেশের অন্য প্রান্তে এক নাবালককে গ্রেফতারের কথা জানা গেল। রিপোর্ট অনুযায়ী, রাজশাহির বাগমারায় গ্রেফতার করা হয় নবম শ্রেণির এক হিন্দু ছাত্রকে। ধৃতের বয়স মাত্র ১৫ বছর। অভিযোগ, ধৃত নাকি হজরত মহম্মদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিল। (আরও পড়ুন: চিন্ময় প্রভুকে প্রসাদ দিতে গিয়ে আটক ২ সন্ন্যাসী, পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ)
আরও পড়ুন: বাংলাদেশের অন্তত ৪ মন্দিরে হামলা, দুষ্কৃতীদের ধরার বেলায় '০' ইউনুসের পুলিশ
জানা গিয়েছে, ধৃতের ফাঁসির দাবিতে রাজশাহিতে মিছিল করে মৌলবাদীরা। এদিকে ধৃত কিশোর আপাতত রাজাহির কেন্দ্রীয় কারাগারে আছে। যদিও ধৃতকে নিয়ে কোনও নির্দেশই আদালতে দেয়নি। এদিকে যুবকের গ্রেফতারির পর থেকে বাড়ি ছেড়েছে তার পরিবার। দাবি করা হয়েছে, ধৃত কিশোরের বাবা স্থানীয় আওয়ামি লীগের নেতা ও ব্যবসায়ী। (আরও পড়ুন: উদ্বেগে ভাসছে বাংলাদেশের ইউনুস সরকার, 'দায়িত্ববোধ' বোঝাতে বড় পদক্ষেপ ভারতের)
আরও পড়ুন: 'বাংলাদেশে যা হচ্ছে...', আবেগ ভরা মন্তব্য নওশাদের, বড় পদক্ষেপ তাঁর দলের
এর আগে সম্প্রতি বাংলাদেশে গ্রেফতার করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। তাঁর গ্রেফতারির পর থেকে আরও উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। উল্লেখ্য, গত ৩১ অক্টোবর চিন্ময় দাস-সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতেই গত ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা। এরপর তাঁকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। ধৃত হিন্দু নেতাকে মানসিক এবং শারীরিক ভাবে হেনস্থা করার অভিযোগও উঠেছে। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনার জেরে বাংলাদেশে সংখ্য়ালঘুদের মধ্য়ে শোরগোল পড়ে যায়। এরই মাঝে বিভিন্ন জায়গায় বাংলাদেশি হিন্দুদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেই দেশে। এই নিয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জানিয়েছে, মোট ১৭ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগামী ৩০ দিনের জন্যে ফ্রিজ করা হয়েছে। অর্থাৎ, এই সময়কালে চিন্ময় কৃষ্ণ দাস সহ এই ১৭ জন ব্যক্তি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনও লেনদেন করতে পারবেন না। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ঘোষণা অনুযায়ী, চিন্ম প্রভু ছাড়া আরও যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, তাঁরা হলেন - কার্ত্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্ব কুমার সিংহ, চণ্ডীদাস বালা, জয়দেব কর্মকার, লিপি রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাশ, প্রিয়তোষ দাশ, রূপন দাস, রূপন কুমার ধর, আশীষ পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী ও সজল দাস। মানি লন্ডারিং প্রতিরোধ আইন–২০১২–এর ২৩(১)(গ) ধারায় এই সব ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে জানিয়েছে বিএফআইইউ। পাশাপাশি এই ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির থেকে চেয়ে পাঠানো হয়েছে।