বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাজধানী দিল্লিতে নিয়ে গিয়ে থাকার ব্যবস্থা করে দিত এক চক্র। জাল নথি থেকে শুরু করে আধার তৈরি করে দেওয়া হত সেই অনুপ্রবেশকারীদের। এর জন্যে আধার অপারেটর থেকে শুরু করে প্রযুক্তি বিশেষজ্ঞও জড়িত ছিল চক্রের সঙ্গে। তবে অভিযান চালিয়ে সেই চক্রের পর্দা ফাঁস করল দিল্লি পুলিশ। এই নিয়ে দিল্লি পুলিশের ডিসিপি সাউথ অঙ্কিত চৌহান জানান, বেআইনি অনুপ্রবেশকারীদের ভুয়ো আধার, আইডি কার্ড দিত এই চক্র। এই আবহে চক্রের ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। (আরও পড়ুন: পাক মহিলার গর্ভে ভারতীয় সন্তান, পঞ্চমবার মা হচ্ছেন 'PUBG প্রেমিকা' সীমা হায়দার)
আরও পড়ুন: 'আবার পথে নামতে হবে...', এবার ইউনুসের বিরুদ্ধে আন্দোলনের ডাক BNP-র?
আরও পড়ুন: সকল ধর্মের মানুষের মানবাধিকার নিয়ে আলোচনা, ইউনুসের কাছে ফোন হোয়াইট হাউসের
উল্লেখ্য, দিল্লিতে কয়েকদিন আগেই একাধিক অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছিল। রাজধানী জুড়ে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের চিহ্নিত করার অভিযান এখনও জারি আছে। এই আবহে ধরা পড়ে এই চক্রের ১১ জন। এর আগে দিল্লির স্কুলগুলিতে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সন্তানদের চিহ্নিত করতে নির্দেশিকা জারি করেছিল দিল্লি পুর নিগম। এদিকে কোনও অনুপ্রবেশকারীকে যাতে জন্মের শংসাপত্র না দেওয়া হয়, তার জন্যেও নির্দেশিকা জারি করে দিল্লি পুর নিগম। (আরও পড়ুন: 'মুক্তিযুদ্ধের চেতনার নামে…', নাম না নিয়ে ভারতকে নিয়ে বড় মন্তব্য জামাত প্রধানের)
আরও পড়ুন: ১ বছরে অবিশ্বাস্য ১০০০০% লাফ মাল্টিব্যাগার শেয়ারের দামে, তারপর…
বিগত বেশ কয়েকদিন ধরেই ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ধরা পড়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি। এরই মাঝে আবার গত কয়েকদিনে শীত বেড়েছে। তারই সঙ্গে ভোরে কুয়াশাও বেড়েছে। যার ফলে অনুপ্রবেশকারীদের সুবিধা হচ্ছে বলে মনে করা হচ্ছে। এই সবের মাঝেই আশঙ্কা করা হচ্ছে, বেআইনি ভাবে আরও বেশি সংখ্যক বাংলাদেশিরা অনুপ্রবেশের চেষ্টা করতে পারেন ভারতে। অপরদিকে মায়ানমারে আরাকান আর্মি রাখাইন প্রদেশ দখল করে নিয়েছে। বাংলাদেশে তাই রোহিঙ্গাদের অনুপ্রবেশ বেড়েছে। এর চাপও পড়তে পারে ভারতে। (আরও পড়ুন: 'ভারতপোল'-এর নীলনকশা তৈরি করল CBI, কী কাজ করবে এটি? তদন্তে কেমন ভাবে হবে সাহায্য)
আরও পড়ুন: ভারতে তৈরি ১১ ওষুধের আমদানির ওপর নিষেধাজ্ঞা আমেরিকার, কিন্তু কেন?
বিগত বেশ কয়েকদিন ধরেই ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ধরা পড়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি। এরই মাঝে আবার গত কয়েকদিনে শীত বেড়েছে। তারই সঙ্গে ভোরে কুয়াশাও বেড়েছে। যার ফলে অনুপ্রবেশকারীদের সুবিধা হচ্ছে বলে মনে করা হচ্ছে। এই সবের মাঝেই আশঙ্কা করা হচ্ছে, বেআইনি ভাবে আরও বেশি সংখ্যক বাংলাদেশিরা অনুপ্রবেশের চেষ্টা করতে পারেন ভারতে। অপরদিকে মায়ানমারে আরাকান আর্মি রাখাইন প্রদেশ দখল করে নিয়েছে। বাংলাদেশে তাই রোহিঙ্গাদের অনুপ্রবেশ বেড়েছে। এর চাপও পড়তে পারে ভারতে।