বিধি লঙ্ঘনের জেরে বাংলাদেশের ইউটিউবারকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে ২৩ বছর বয়সি ইউটিউবার আকাশ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ, তিনি পুরীর জগন্নাথ মন্দিরের মধ্যে প্রবেশ করে গর্ভগৃহের ছবি তোলেন। আর এই বিধি লঙ্ঘনের ঘটনাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে গ্রেফতার করেছে ওড়িশার সিংহদ্বার থানা এলাকার পুলিশ।
উল্লেখ্য, কয়েকদিন আগে পুরীর গর্ভগৃহের ছবি ভাইরাল হতেই তা নিয়ে হইচই শুরু হয়। পুরীর গর্ভগৃহের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ গিয়ে পড়ে এই বাংলাদেশি ইউটিউবারের ওপর। জানা গিয়েছে, সিংহদ্বার পুলিশ ওই ইউটিউবারের থেকে তাঁর মোবাইল, গেজেট, পাসপোর্ট আটক করে নিয়েছে। এছাড়াও বাকি নানান ইলেকট্রনিক সরঞ্জাম ওই ব্যক্তির থেকে পুলিশ আটক করে নিয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ওই ইউটিউবার তাঁর ফেসবুক পেজে পুরীর মন্দিরের গর্ভগৃহের ছবি পোস্ট করেন। আর তা থেকেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এদিকে, মন্দিরের ভিতরে প্রবেশ করে কেউ কীভাবে ছবি তুলে ফেলল, তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে পুরীর মন্দিরের নিরাপত্তা নিয়ে। জানা গিয়েছে, বাংলাদেশের সিলেটের বাসিন্দা ওই বাংলাদেশি ইউটিউবার। জানা গিয়েছে, পুরী আসার আগে, এই ইউটিউবার ছিলেন মথুরায়।
প্রসঙ্গত, ওই বাংলাদেশি ইউটিউবারকে শ্রী জগন্নাথ মন্দির অ্যাক্ট ১৯৫৪ সালের আওতায় গ্রেফতার করা হয়েছে। ইউটিউবার এই ছবি তোলার কাজ অজ্ঞানতাবশত করেছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। জ্ঞানত বিধি ভাঙলে তার ক্ষেত্রে আইন কঠোর হতে পারে। শ্রী জগন্নাথ মন্দির অ্যাক্ট ১৯৫৪ অনুযায়ী, গর্ভগৃহের মধ্যে ছবি তোলা ও তার ছবি পোস্ট করা একটি বিধি লঙ্ঘনকারী অপরাধ বলে বিবেচিত হয়।