বাংলা নিউজ > ঘরে বাইরে > Bank and Rail Jobs: আর আলাদা নয়, সরকার-ব্যাঙ্ক-রেলে নিয়োগে হবে অভিন্ন পরীক্ষা, ঘোষণা কেন্দ্রের

Bank and Rail Jobs: আর আলাদা নয়, সরকার-ব্যাঙ্ক-রেলে নিয়োগে হবে অভিন্ন পরীক্ষা, ঘোষণা কেন্দ্রের

সরকার-ব্যাঙ্ক-রেলে নিয়োগের অভিন্ন পরীক্ষা, গঠন ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি

প্রাথমিকভাবে তিনটি নিয়োগ সংস্থা সেই অভিন্ন পরীক্ষা নেবে।

আর পৃথক নয়, রেল, ব্যাঙ্ক এবং কেন্দ্রীয় সরকারি চাকরির নিয়োগের অভিন্ন ‘প্রিলিমিনারি’ পরীক্ষা হবে। সেজন্য জাতীয় নিয়োগ সংস্থা (ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি) গঠন করা হয়েছে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সেই সংস্থা গঠনের ছাড়পত্র দেওয়া হয়েছে।

কেন্দ্রের ঘোষণা:

১) এখন বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের জন্য একাধিক প্রিলিমিনারি পরীক্ষা হয়। তার জেরে একটা পরীক্ষা দিতে না দিতেই আরও একটা পরীক্ষা এসে যায়। শুধু তাই নয়, অনেক সময় একইদিনে পরীক্ষা পড়ে যায়। সেক্ষেত্রে যে কোনও একটা পরীক্ষা বেছে দিতে হয়। পাশাপাশি প্রতিটি পরীক্ষার জন্য পাঠ্যক্রমও আলাদা হয়। সেই সমস্যা দূর করার জন্য একটি অভিন্ন প্রিলিমিনারি পরীক্ষা হবে। তার ফলে পড়ুয়াদের বোঝা লাঘব হবে।

২) প্রতিটি জেলায় ন্যূনতম একটি পরীক্ষাকেন্দ্র থাকবে। পরীক্ষার্থীর সংখ্যা বেশি থাকলে কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে। ফলে প্রার্থীদের পরীক্ষা দিতে দূরে যেতে হবে না। যে কারণে অনেক মহিলা প্রার্থী পরীক্ষায় বসতে পারেন না বলে দাবি কেন্দ্রের। একইসঙ্গে প্রার্থীদের বাড়তি ঝক্কি, যাতায়াতের খরচও বাঁচবে।

৩) প্রাথমিকভাবে ১২ টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা আযোজনের চেষ্টা করা হচ্ছে। পরে সেই সংখ্যাটা আরও বাড়ানো হবে।

৪) প্রাথমিকভাবে তিনটি নিয়োগ সংস্থা (আরআরবি, এসএসসি ও আইবিপিএস) সেই অভিন্ন পরীক্ষা নেবে। পরে কেন্দ্রের ২০ টির মতো নিয়োগ সংস্থার ক্ষেত্রেই সেই অভিন্ন পরীক্ষা চালু করা হবে।

৫) জাতীয় নিয়োগ সংস্থায় আরআরবি, এসএসসি ও আইবিপিএসের প্রতিনিধিরা থাকবেন।

৬) প্রার্থীদের রেজিস্ট্রেশন, রোল নম্বর প্রাপ্তি, অ্যাডমিট কার্ড ডাউনলোড, নম্বর দেখানো এবং মেধাতালিকা-সহ যাবতীয় বিষয় অনলাইনে হবে। একটি পোর্টালেই যাবতীয় কাজ করা যাবে। একবারই পরীক্ষার ফি দিতে হবে। সবকিছুই একবারই করতে হবে।

৭) রাজ্য সরকারগুলিকেও সেই অভিন্ন পরীক্ষার মাধ্যমে পরামর্শ দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র। তবে সেভাবে নিয়োগ করা হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট রাজ্য।

৮) কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের গ্রুপ 'বি' এবং 'সি' পদে অভিন্ন পরীক্ষা হবে।

৯) মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক - তিনটি স্তরে অভিন্ন পরীক্ষা হবে। মাল্টিপেল চয়েস প্রশ্ন থাকবে।

১০) পুরো পরীক্ষা অনলাইনে হবে। পরীক্ষার স্কোর বা নম্বর সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে।

১১) একাধিক ভাষায় পরীক্ষা হবে। প্রাথমিকভাবে ১২ টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হবে।

ঘরে বাইরে খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.