বাংলা নিউজ > ঘরে বাইরে > Bank Holidays August 2021: অগস্টে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন পুরো ছুটির তালিকা

Bank Holidays August 2021: অগস্টে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন পুরো ছুটির তালিকা

এক বা দু'দিন নয়, আগামী মাসে (অগস্ট) দেশের বিভিন্ন প্রান্তে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)

আগেভাগেই জেনে নিন ছুটির তালিকা।

এক বা দু'দিন নয়, আগামী মাসে (অগস্ট) দেশের বিভিন্ন প্রান্তে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। সেই মাসে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্নরকম উৎসব, অনুষ্ঠান আছে। তাই সার্বিকভাবে বিভিন্ন প্রান্তে বিভিন্ন দিন ছুটি আছে। 

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী, আগামী মাসে সবথেকে বেশি ছুটি আছে কোচি এবং তিরুবনন্তপুরমে। দুই জায়গায় সাপ্তাহিক ছুটির পাশাপাশি ২০ থেকে ২৩ অগস্টের মধ্যে তিনটি ছুটি আছে। ২০ অগস্ট আছে মহরম বা ওনামের প্রথম দিন। পরদিন আছে তিরুবনাম। ২৩ অগস্ট পালিত হবে শ্রী নারায়ণ গুরু জয়ন্তী। এছাড়াও প্যাট্রিয়টস ডে, পার্সি নববর্ষ, মহরম, জন্মাষ্টমীর মতো বিভিন্ন উৎসব, অনুষ্ঠানের জন্য দেশের বিভিন্ন প্রান্তে ছুটি থাকছে। 

একনজরে দেখে নিন অগস্টে দেশের বিভিন্ন প্রান্তের ব্যাঙ্কের ছুটির তালিকা -

১) ১৩ অগস্ট - ইম্ফল। 

২) ১৬ অগস্ট - বেলাপুর, মুম্বই, নাগপুর। 

৩) ১৯ অগস্ট - আগরতলা, আমদাবাদ, বেলাপুর, ভোপাল, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পাটনা, রায়পুর, রাঁচি এবং শ্রীনগর।

৪) ২০ অগস্ট - বেঙ্গালুরু, চেন্নাই, কোচি এবং তিরুবনন্তপুরম। 

৫) ২১ অগস্ট - কোচি এবং তিরুবনন্তপুরম।

৬) ২৩ অগস্ট - কোচি এবং তিরুবনন্তপুরম।

৭) ৩০ অগস্ট - আমদাবাদ, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, ইম্ফল, জয়পুর, জম্মু, কানপুর, লখনউ, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং শিমলা এবং শ্রীনগর। 

৮) ৩১ অগস্ট - হায়দরাবাদ।

সাপ্তাহিক ছুটি : 

১ অগস্ট (রবিবার), ৮ অগস্ট (রবিবার), ১৪ অগস্ট (দ্বিতীয় শনিবার), ১৫ অগস্ট (রবিবার, স্বাধীনতা দিবস), ২২ অগস্ট (রবিবার), ২৮ অগস্ট (চতুর্থ শনিবার), ২৯ অগস্ট (রবিবার)।

ঘরে বাইরে খবর

Latest News

শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন? ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.