বাংলা নিউজ > ঘরে বাইরে > Bank Holidays September 2021: সেপ্টেম্বরে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, সবমিলিয়ে ১২ দিন, দেখুন পুরো তালিকা

Bank Holidays September 2021: সেপ্টেম্বরে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, সবমিলিয়ে ১২ দিন, দেখুন পুরো তালিকা

সেপ্টেম্বরে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, সবমিলিয়ে ১২ দিন। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)

একনজরে দেখে নিন সেপ্টেম্বরে দেশের বিভিন্ন প্রান্তের ব্যাঙ্কের ছুটির তালিকা।

খাতায়-কলমে চলতি মাস থেকেই দেশে শুরু হযে যাচ্ছে উৎসবের মরশুম। সেপ্টেম্বরে আছে গণেশ পুজো এবং বিশ্বকর্মা পুজো। তারইমধ্যে চলতি মাসে দেশের বিভিন্ন প্রান্ত মিলিয়ে ১২ দিন ছুটি আছে। দ্বিতীয় সপ্তাহে তো টানা পাঁচদিন ছুটি বন্ধ থাকবে ব্যাঙ্ক।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী, চলতি মাসে ১২ টি ছুটি থাকলেও কলকাতায় কোনও ছুটি নেই। অর্থাৎ সাপ্তাহিক ছুটি আছে। কিন্তু কোনও উৎসব বা অন্য কারণে ছুটি নেই। গণেশ পুজো এবং বিশ্বকর্মা পুজোয় খোলা থাকবে পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক। শুধুমাত্র রবিবার এবং দ্বিতীয় শনিবার মিলিয়ে ছ'দিন পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

একনজরে দেখে নিন সেপ্টেম্বরে দেশের বিভিন্ন প্রান্তের ব্যাঙ্কের ছুটির তালিকা -

  • ৫ সেপ্টেম্বর - রবিবার। 
  • ৮ সেপ্টেম্বর - গুয়াহাটি (শ্রীমন্ত শংকরদেবের তিথি)।
  • ৯ সেপ্টেম্বর - গ্যাংটক (হরিতালিকা)।
  • ১০ সেপ্টেম্বর - বেলাপুর, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, হায়দরবাদ, মুম্বই, নাগপুর এবং পানাজি (গণেশ চতুর্থী)।
  • ১১ সেপ্টেম্বর - দ্বিতীয় শনিবার এবং গণেশ চতুর্থীর দ্বিতীয় দিন।
  • ১২ সেপ্টেম্বর - রবিবার।
  • ১৭ সেপ্টেম্বর - রাঁচি (কর্মা পুজো)।
  • ১৯ সেপ্টেম্বর - রবিবার।
  • ২১ সেপ্টেম্বর - ত্রিবান্দ্রম এবং কোচি (শ্রী নারায়ণ গুরু সমাধি দিন)।
  • ২৫ সেপ্টেম্বর - চতুর্থ শনিবার।
  • ২৬ সেপ্টেম্বর - রবিবার।

সাপ্তাহিক ছুটি :

৫ সেপ্টেম্বর (রবিবার), ১১ সেপ্টেম্বর (দ্বিতীয় শনিবার), ১২ সেপ্টেম্বর (রবিবার), ১৯ সেপ্টেম্বর (রবিবার), ২৫ সেপ্টেম্বর (চতুর্থ শনিবার) এবং ২৬ সেপ্টেম্বর (রবিবার)।

বন্ধ করুন