বাংলা নিউজ > ঘরে বাইরে > Bank Holidays This Week: টানা ৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে এই শহরে, আগামী ৭ দিনে কবে ছুটি থাকবে পশ্চিমবঙ্গে?

Bank Holidays This Week: টানা ৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে এই শহরে, আগামী ৭ দিনে কবে ছুটি থাকবে পশ্চিমবঙ্গে?

আগামী সাতদিনের মধ্যে একাধিক দিন দেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

কলকাতায় কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে?

আগামী সাতদিনের মধ্যে একাধিক দিন দেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক। টানা তিনদিন ব্যাঙ্ক খুলবে না চেন্নাইয়ে। সবমিলিয়ে জানুয়ারির বাকি তিন সপ্তাহে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে, তা দেখে নিন একনজরে -

1

১১ জানুয়ারি: মিশনারি ডে'র জন্য আইজলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

2

১২ জানুয়ারি: স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

3

১৪ জানুয়ারি: মকর সংক্রান্তি বা পোঙ্গল। আমদাবাদ, চেন্নাই এবং হায়দরাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

4

১৫ জানুয়ারি: মকর সংক্রান্তি বা মাঘে সংক্রান্তি বা সংক্রান্তি বা পোঙ্গল বা থিরুভাল্লুভার ডে বা মাঘ বিহু। বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

5

১৬ জানুয়ারি: রবিবার।

6

১৮ জানুয়ারি: থাই পোসাম। চেন্নাইয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

7

২২ জানুয়ারি: চতুর্থ শনিবার।

8

২৩ জানুয়ারি: রবিবার।

9

২৬ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস। দেশের সর্বত্র ব্যাঙ্ক বন্ধ থাকবে।

10

৩০ জানুয়ারি: রবিবার।

বন্ধ করুন