ভয়াবহ কর্মী সংকট। তার জেরে গ্রাহকদের পরিষেবা মারাত্মক বিঘ্নিত হচ্ছে। ক্ষোভ বাড়ছে গ্রাহকদের মধ্যে। সেই নিরিখে এবার ধর্মঘটের রাস্তায় যাচ্ছে ব্যাঙ্ক ইউনিয়ন। এদিকে প্রচন্ড কাজের চাপের জেরে ব্যাঙ্ক কর্মীদের একাংশ অসুস্থও হয়ে পড়ছেন বলে খবর। যার জেরে এবার আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ২৪ ও ২৫ তারিখে ব্যাঙ্ক ধর্মঘটে যেতে পারে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন। টানা দুদিন ধরে এই ব্যাঙ্ক ধর্মঘট চলতে পারে। এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মূলত কর্মী নিয়োগ ও পাঁচদিনে সপ্তাহ করার দাবিতে এই ধর্মঘটের যেতে পারে।
২৪ ও ২৫ ফেব্রুয়ারি ২০২৫ হতে পারে ব্যাঙ্ক ধর্মঘট।
এদিকে কর্মী ইউনিয়নের দাবি, ব্যাঙ্কের কাজের প্রেসার বেড়েছে। কিন্তু সেই অনুপাতে কর্মী নেই। কার্যত নাজেহাল হয়ে যাচ্ছেন ব্যাঙ্কের কর্মী আধিকারিকরা।
এদিকে ব্যাঙ্কের কাজ মানেই অত্যন্ত ঠান্ডা মাথায় কাজ করতে হয়। একটু এদিক ওদিক হলেই বিরাট বিপদ। কিন্তু পরিস্থিতি এমনই যে নিঃশ্বাস ফেলার ফুরসৎ নেই। এতটাই কাজের চাপ! একের পর এক দায়িত্ব বাড়ছে ব্যাঙ্কের কর্মী আধিকারিকদের উপর। দিনের পর দিন ধরে এই পরিস্থিতি। একদিকে সাধারণ গ্রাহকদের নানা কাজ। তারপর সরকারি নানা প্রকল্পের কাজ।
এদিকে বহু ব্যাঙ্ক কর্মী আধিকারিক অবসর নিয়েছেন। আবার অনেকে চাকরি ছেড়ে দিয়েছেন। ব্যাঙ্কের কাজের অন্যতম অঙ্গ হল টার্গেট পূরণ করা। আর সেই কাজের চাপ সামলাতে গিয়ে অনেকে মানসিক অবসাদের মধ্যে পড়ে যাচ্ছেন। সব মিলিয়ে ব্যাঙ্কের কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করতে আগামী ১৫ জানুয়ারি কলকাতায় বৈঠকও হবে।
এদিকে ব্যাঙ্কে গেলেই দেখা যায় দীর্ঘ লাইন। এমনকী দেখা যায় একাধিক কাউন্টার বন্ধ। অন্য়দিকে প্রতিটি কাউন্টারের সামনেই দীর্ঘ লাইন। সেখানে একদিকে যেমন লাইনে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি অধৈর্য্য হয়ে পড়েন। আবার কাউন্টারের অপর দিকে যিনি থাকেন তিনিও প্রবল কাজের চাপে ক্লান্ত হয়ে পড়েন। এই দুদিকের মধ্য়ে ভারসাম্য রক্ষার একমাত্র উপায় হল কর্মী আধিকারিকদের সংখ্যা বৃদ্ধি করা। সেকারণেই এবার ধর্মঘটের ডাক। ইউনিয়নের নেতৃত্বের দাবি, ধর্মঘটের জেরে গ্রাহকদের কিছুটা অসুবিধা হতে পারে। কিন্তু আগামী দিনে যাতে উন্নত পরিষেবা পাওয়া যায় সেকারণেই এই উদ্যোগ।
কর্মী আধিকারিকদের সংখ্যা বৃদ্ধির দাবি করছে ইউনিয়ন। সেই সঙ্গেই প্রতি সপ্তাহে পাঁচ দিন কাজের দাবি তুলছেন তারা। এসে পরিস্থিতি কিছুটা হলেও উন্নতি হতে পারে।