বাংলা নিউজ > ঘরে বাইরে > সংসদে পেশ হবে ব্যাঙ্কিং বিল, বেসরকারিকরণের প্রতিবাদে টানা ধর্মঘটের ডাক সংগঠনের!

সংসদে পেশ হবে ব্যাঙ্কিং বিল, বেসরকারিকরণের প্রতিবাদে টানা ধর্মঘটের ডাক সংগঠনের!

বেসরকারিকরণের প্রতিবাদে টানা ধর্মঘটের ডাক সংগঠনের। ফাইল ছবি : মিন্ট (HT_PRINT)

সংসদের শীতকালীন অধিবেশনে ব্যাঙ্কিং ১৯৭০ এবং ১৯৮০ সালের ব্যাঙ্ক জাতীয়করণ আইন এবং ১৯৪৯ সালের ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ আইনে সংশোধন এনে নয়া বিল পেশের কথা সরকারের।

সংসদের চলতি অধিবেশনেই ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল পেশ করার কথা রয়েছে কেন্দ্রীয় সরকারের। বিলটি আইনে পরিণত হলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের পথ আরও সুগম হবে। এই অবস্থায় এবার আন্দোলনের পথে হাঁটতে চলেছে ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলি। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রতিবাদে দুই দিনের ব্যাঙ্ক ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

জানা গিয়েছে আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট ডাকা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে দ্য ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। নয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী সংগঠনের সম্মিলিত মঞ্চ হল এই ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। 

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে বাজেট পেশের সময়ই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের পরিকল্পনা স্পষ্ট করে দিয়েছিলেন কেন্দ্রীয় অক্থমন্ত্রী নির্মলা সীতারমন। জানিয়েছিলেন দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণ করা হবে। সেই মতো সংসদের শীতকালীন অধিবেশনে ব্যাঙ্কিং ১৯৭০ এবং ১৯৮০ সালের ব্যাঙ্ক জাতীয়করণ আইন এবং ১৯৪৯ সালের ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ আইনে সংশোধন করার কথা রয়েছে কেন্দ্রের। এই অবস্থায় সরকারের এই বিল পেশের প্রতিবাদে টানা দুই দিনের ব্যাঙ্ক ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশেন।

প্রসঙ্গত, চলতি অর্থবর্ষে বিলগ্নিকরণের মাধ্যমে ১.৭৫ লাখ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। এই আবহে দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিলগ্নিকরণের কথা বলেছিলেন অর্থমন্ত্রী। তবে কোন দু’টি ব্যাঙ্কের ঘাড়ে কোপ পড়বে, তা জানাননি সীতারমন। কেন্দ্রের যুক্তি, এক সময়ে প্রাইভেট ব্যাভ্রগুলিকেই জোর করে রাষ্ট্রায়ত্ত করা হয়েছিল। পাশাপাশি অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত, একসঙ্গে এতগুলি ব্যাঙ্ক আর নিজের হাতে রাখতে চাইছে না কেন্দ্র।  

ঘরে বাইরে খবর

Latest News

রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস মা হচ্ছেন পরিণীতি চোপড়া? জল্পনা উসকাতে অভিনেত্রী লিখলেন, 'ঢিলে পোশাক মানেই...' শততম T20 ম্যাচে একাধিক নজির,NCA-তে দেখেই বুঝেছিলাম বদলে গিয়েছে রিয়ান,বললেন সূর্য ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.