বাংলা নিউজ > ঘরে বাইরে > Aadhaar Card at wedding: বিয়ে বাড়িতে ভোজ খেতে গিয়ে অতিথিদের দেখাতে হল আধার কার্ড, ভাইরাল ভিডিয়ো

Aadhaar Card at wedding: বিয়ে বাড়িতে ভোজ খেতে গিয়ে অতিথিদের দেখাতে হল আধার কার্ড, ভাইরাল ভিডিয়ো

অতিথিদের দেখাতে হল আধার কার্ড

ভোজ খেতে গিয়ে অতিথিদের দেখাতে হল আধার কার্ড। আর আধার কার্ড না থাকায় অনেকেই ফিরিয়ে দিল কনেপক্ষ। এমনই ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের আমরোহা জেলার হাসানপুর শহরের একটি বিয়ে বাড়ি। আধার কার্ড দেখানোর সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সাধারণত সরকারি কোনও কাজের ক্ষেত্রে আধার কার্ড লেগে থাকে। কিন্তু, একটি বিয়ে বাড়িতে যা ঘটল তা দেখে তাজ্জব সকলেই। ভোজ খেতে গিয়ে অতিথিদের দেখাতে হল আধার কার্ড। আর আধার কার্ড না থাকায় অনেকেই ফিরিয়ে দিল কনেপক্ষ। এমনই ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের আমরোহা জেলার হাসানপুর শহরের একটি বিয়ে বাড়ি। আধার কার্ড দেখানোর সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Voter ID Aadhaar Link: ভোটার কার্ডের সঙ্গে আধার যুক্ত করার সহজ প্রক্রিয়া জানুন

কেন এমন নিদান কনেপক্ষের?

এই ঘটনাটি গত ২১ সেপ্টেম্বরের। জানা গিয়েছে, ওই বিয়েতে যে সংখ্যায় বরযাত্রী আসার কথা ছিল তার থেকে অনেক বেশি অতিথি আসেন কনে পক্ষের বাড়িতে। অতিথির ভিড় এতটাই ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যে টেবিল থেকে খাবার শেষ হয়ে যায়। এতে বিয়ের আয়োজকরা চিন্তিত হয়ে পড়েন। অতিথিদের প্রথমে জলখাবার দেওয়া হয়েছিল। তারপরে তাদের সংখ্যা বেড়েই চলেছিল। যখন ভোজের সময় সেখানে প্রচুর অতিথির ভিড় হল। যা কনে পক্ষের প্রত্যাশার বাইরে ছিল।

এরপর কনের বাবা-মা বরের বাবা-মায়ের সাথে কথা বলেন। তারা পরামর্শ দেন যে শুধুমাত্র যাদের আধার কার্ড আছে তারাই ভোজের স্থানে প্রবেশ করতে পারবে। বরের বাবা-মা রাজি হলে স্বস্তির নিঃশ্বাস ফেলে কনে পক্ষ। বরের পক্ষ থেকে মহাম্মদ শাহিল নামে একজন বলেন, ‘একই জায়গায় দুটি বিয়ের অনুষ্ঠান ছিল। ফলে ভুল করে অনেকেই সেখানে চলে এসেছিলেন তাই ভিড় বেড়েছিল।’

বন্ধ করুন