বাংলা নিউজ > ঘরে বাইরে > ব্যারিকেড সরছে টিকরি সীমানায়, কৃষক আন্দোলনের মাঝেই ফের চালু হবে যান চলাচল

ব্যারিকেড সরছে টিকরি সীমানায়, কৃষক আন্দোলনের মাঝেই ফের চালু হবে যান চলাচল

টিকরিতে আন্দোলনরত কৃষকরা (ছবি সৌজন্যে এএনআই) (Prateek Kumar)

কবে নাগাদ সীমান্ত পুরোপুরি খুলে দেওয়া হবে তা অবশ্য স্পষ্ট করে জানাতে পারেনি পুলিশ।

দিল্লি পুলিশ বৃহস্পতিবার হরিয়ানার সাথে টিকরি সীমান্তের ব্যারিকেড সরানোর কাজ শুরু করেছে। অন্তত একটি ক্যারেজওয়েতে যানবাহন চলাচল পুনরায় শুরু করার জন্য ব্যবস্থা নিচ্ছে পুলিশ। উল্লেখ্য, সেখানে কৃষকরা গত ১১ মাস ধরে বিক্ষোভ করছেন।

কবে নাগাদ সীমান্ত পুরোপুরি খুলে দেওয়া হবে তা অবশ্য অবিলম্বে স্পষ্ট করে জানাতে পারেনি পুলিশ। উল্লেখ্য, পুলিশের এই ব্যারিকেড সরানো তোড়জোড় গতকাল ট্রাকের ধাক্কায় তিন মহিলার মৃত্যুর পর থেকে শুরু হয়।

গতকাল সকালে দিল্লি-হরিয়ানা সীমান্তে কৃষকদের বিক্ষোভস্থলের কাছেই একটি দ্রুতগামী ট্রাক একটি ডিভাইডারের উপর দিয়ে চলে যায়। যার ফলে তিন মহিলার মৃত্যু হয়। মহিলারা ডিভাইডারে বসে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। তখনই ট্রাকটি তাদের ধাক্কা দেয়। দুর্ঘটনাটি টিকরি সীমান্তের কাছেই ঘটেছে বলে জানা গিয়েছে। সেখানেই পাঞ্জাব, হরিয়ানা এবং অন্যান্য জায়গার কৃষকরা প্রায় ১১ মাস ধরে বসে আছে তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে।

এর আগে সুপ্রিম কোর্টের তরফে কৃষি আইনের বিরোধিতা করে আন্দোলনরত কৃষকদের উদ্দেশে বার্তা দিয়ে বলা হয়েছিল, 'প্রতিবাদের অধিকার থাকলেও অনির্দিষ্টকালের জন্য রাস্তা বন্ধ নয়।' প্রসঙ্গত, এর আগে অগস্টেও একটি মামলার শুনানির সময় সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ দেয়, 'রাস্তা আটকে কোনও আন্দোলন করা যাবে না। তাতে আমজনতার সমস্যা হবে।'

 

পরবর্তী খবর

Latest News

সর্বকালের সেরা ভারতীয় দলে জায়গা হল না দুই ১০ হাজারির! গম্ভীরকেও বাদ দিলেন চাওলা 'পুরোটাই পূর্বপরিকল্পিত', বিতর্কেও পরিচালকের ঢাল হয়ে দাঁড়িয়ে অরিন্দম সঙ্গী! ২০২১ সালে হারিয়েছিলেন বড় ছেলেকে, এবার না ফেরার দেশে ইয়েচুরি ‘উই ট্রায়েড আওয়ার বেস্ট,আশা করি জনগণ আমায় ক্ষমা করবেন’, বার্তা দিদির ঐন্দ্রিলার 'অত্যাচারে' নাজেহাল অঙ্কুশ! আফসোস করে কেন লিখলেন, ‘গিনিপিগ হতে…’ শুধু সলমন-রশ্মিকাই নন, 'সিকান্দার'-এ থাকছেন কাজলও! শুরু করলেন শ্যুটিং পিছিয়ে পড়েও কাস্টমসের বিরুদ্ধে দাদাগিরি ইস্টবেঙ্গলের, জয় পেল মহামেডানও ফ্যানদের ব্যবহারে ক্ষুব্ধ হয়েছিলেন এই তারকারা, কোনও রকমে সামলেছিলেন নিজেদের ডাক্তারদের আন্দোলন,‘সুপ্রিম কোর্টের রায়ের কোনো মূল্য নেই?’প্রশ্নে রানা লিখলেন.. চওড়া ব্যাট নিয়ে রান তোলার চেষ্টা, কারচুপি ধরা পড়তেই বিরাট শাস্তি কাউন্টি দলকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.