বাংলা নিউজ > ঘরে বাইরে > Karnataka Seer Charged With Sex Abuse: মঠের সন্ন্যাসীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, কী বললেন কর্ণাটকের মুখ্য়মন্ত্রী?

Karnataka Seer Charged With Sex Abuse: মঠের সন্ন্যাসীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, কী বললেন কর্ণাটকের মুখ্য়মন্ত্রী?

মঠের সন্ন্যাসীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ (PTI) (HT_PRINT)

কর্ণাটকের সন্ন্যাসীর বিরুদ্ধে আসা এই অভিযোগ নিয়ে মন্তব্য করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। তিনি বলেন, ‘ যখন একটি গুরুত্বপূর্ণ কেস হয়, একজন পকসো আইনের আওতায় অভিযুক্ত হন, চিত্রদুর্গের ওই মামলায় সঙ্গে রয়েছে অপহরণের অভিযোগ, পুলিশ দুটি মামলাই রেজিস্টার করেছে, তদন্ত চলছে। এই পরিস্থিতিতে কোনও মন্তব্য করা বা কেস নিয়ে কোনও ব্যাখ্যা দেওয়া তদন্তের জন্য ঠিক নয়। ’

কর্ণাটকের চিত্রদুর্গের নামী সন্ন্যাসীর বিরুদ্ধে রয়েছে শ্লীলতাহানির অভিযোগ। কর্ণাটকের চিত্রদুর্গের মুরুগা মঠের শিবমূর্তি মুরুগা শরনারুর বিরুদ্ধে পকসো আইনে এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ রয়েছে। মঠের মুখ্য সন্ন্যাসী সহ ৫ জনের বিরুদ্ধে রয়েছে অভিযোগ। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের বক্তব্য শিরোনাম কাড়ছে।

কর্ণাটকের সন্ন্যাসীর বিরুদ্ধে আসা এই অভিযোগ নিয়ে মন্তব্য করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। তিনি বলেন, ‘ যখন একটি গুরুত্বপূর্ণ কেস হয়, একজন পকসো আইনের আওতায় অভিযুক্ত হন,  চিত্রদুর্গের ওই মামলায় সঙ্গে রয়েছে অপহরণের অভিযোগ, পুলিশ দুটি মামলাই রেজিস্টার করেছে, তদন্ত চলছে। এই পরিস্থিতিতে কোনও মন্তব্য করা বা কেস নিয়ে কোনও ব্যাখ্যা দেওয়া তদন্তের জন্য ঠিক নয়। ’  এছাড়াও তিনি বলেন, ‘পুলিশের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে তদন্তের নিরিখে। তারা তদন্ত করবে আর সত্যিটা বেরিয়ে আসবে।’১৬৪ টি ডাকাতি, গ্রেফতার দক্ষিণী ডাকাত-রাজ! রয়েছে ৩ স্ত্রী, কাহিনি একনজরে

উল্লেখ্য, এই মামলায় মাইসুরু পুলিশ একটি কেস দায়ের করেছে। প্রসঙ্গত, জেলা শিশু সুরক্ষা ইউনিটের তরফে এক অফিসারের অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের হয়েছে। জানা গিয়েছে, এক কাউন্সেলিং উদ্যোগের আওতায় থাকাকালীন ওই স্কুল পড়ুয়ার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ রয়েছে। গোটা মামলা ঘিরে কর্ণাটকে তুঙ্গে রয়েছে কৌতূহল।

 

 

 

 

 

বন্ধ করুন