বাংলা নিউজ > ঘরে বাইরে > BBC Tax search: ভারতে বিবিসির দফতরে আয়কর অভিযান নিয়ে এবার সরব ব্রিটিশ মন্ত্রী, প্রসঙ্গ উত্থাপন জয়শঙ্করের কাছে

BBC Tax search: ভারতে বিবিসির দফতরে আয়কর অভিযান নিয়ে এবার সরব ব্রিটিশ মন্ত্রী, প্রসঙ্গ উত্থাপন জয়শঙ্করের কাছে

বিবিসি দফতরে আয়কর সমীক্ষা এবার সরব ব্রিটিশ রাজনীতিবিদরা। ফাইল ছবি। (Photo by Sajjad HUSSAIN / AFP) (AFP)

বুধবার ব্রিটিশ বিদেশমন্ত্রী জেমস ক্লেভারলি সেদেশের জাতীয় সম্প্রচার মাধ্যম বিবিসির ভারতের দফতরে আয়কর বিভাগের অভিযান নিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেন। বুধবার , ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেন ব্রিটেনের বিদেশমন্ত্রী জেমস ক্লেভারলি।

সদ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসির এক তথ্যচিত্র ঘিরে বিতর্ক দানা বাঁধে দেশে। সেই কনটেন্ট ইউটিউব ও টুইটার থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেয় কেন্দ্র। এরপর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেই তথ্যচিত্র দেখানো নিয়ে বেশ খানিকটা রাজনৈতিক শোরগোল দেখা যায়। এরপরই ভারতের বিভিন্ন জায়গায় বিবিসির দফতরে সদ্য আয়কর বিভাগের তল্লাশি অভিযান চলে। তারপরই সেই ইস্যুটি নিয়ে ব্রিটিশ বিদেশমন্ত্রী জেমস ক্লেভারলি ভারতের বিদেশমন্ত্রীর কাছে বিষয়টি উত্থাপন করেন।

উল্লেখ্য, বুধবার ব্রিটিশ বিদেশমন্ত্রী জেমস ক্লেভারলি সেদেশের জাতীয় সম্প্রচার মাধ্যম বিবিসির ভারতের দফতরে আয়কর বিভাগের অভিযান নিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেন। বুধবার , ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেন ব্রিটেনের বিদেশমন্ত্রী জেমস ক্লেভারলি। তখনই দুই পক্ষের মধ্যে কথা হয়। তখনই সেই আলোচনা প্রসঙ্গে ওই অভিযানের কথা তোলেন ব্রিটিশ বিদেশমন্ত্রী। প্রসঙ্গত, এর আগে বিবিসির তথ্যচিত্রে তুলে ধরা মোদীর ভাবমূর্তি নিয়ে ব্রিটেনের প্রাইমমিনিস্টার ঋষি সুনাকের কাছে গিয়েছিল প্রশ্ন। ব্রিটেনের সংসদে এই ইস্যুতে প্রশ্ন যায় সুনাকের কাছে। তিনি সাফ জানিয়েছিলেন, ব্রিটেন চিরকালই যেকোনও রকমের অত্যাচারের বিরুদ্ধে, তবে তথ্যচিত্রে মোদীর যে ভাবমূর্তি তুলে ধরা হয়েছে,তা তিনি সমর্থন করেন না। প্রসঙ্গত, ২০০২ সালে গুজরাটে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকাকালীন সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘিরে ওই তথ্যচিত্রে বেশ কয়েকটি বিষয় তুলে ধরা হয়, যা ঘিরে তৈরি হয়ছে বিতর্ক। উল্লেখ্য, বিষয়টি নিয়ে ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তোলপাড় শুরু হয়। ( রাষ্ট্রসংঘে নিত্যানন্দের দেশ 'কৈলাসা'র প্রতিনিধিরা! বিশ্ব মঞ্চে কী জানালেন তাঁরা)

এদিকে, দেশে ওই তথ্যচিত্র ঘিরে শোরগোলের পরই মুম্বই ও দিল্লিতে বিবিসির বিভিন্ন দফতরে এরপরই আয়কর বিভাগের খোঁজ তল্লাশি শুরু হয়। পরে জানানো হয় আয়কর বিভাগ সেখানে কোনও একটি সমীক্ষা চালাচ্ছিল। এদিকে, বিবিসর এক হিন্দি আর্টিক্যালে দাবি করা হয়, সেদিন দফতেরর ভিতরে বিবিসির সাংবাদিকদের কাজ করতে দেওয়া হয়নি। শুধুমাত্র বুলেটিন সম্প্রচারের ঠিক আগে সাংবাদিকদের কাজ করা শুরু করার অনুমতি মেলে বলে অভিযোগ ছিল। যদিও সেই বিষয়ে পাল্টা কোনও তথ্য সেভাবে প্রকাশ্যে আসেনি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

বন্ধ করুন