শুভব্রত মুখার্জি: মাত্র দিন দুয়েক হল বিসিসিআই অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ডের নয়া সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন রজার বিনি। তবে দায়িত্ব নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই কার্যত স্পর্শকাতর একটি বিষয়ের সম্মুখীন হতে হল ১৯৮৩ বিশ্বকাপজয়ীকে। ২০২৩ সালে পাকিস্তানে হওয়ার কথা এশিয়া কাপ। সেখানে ভারত খেলবে না ফলে পাকিস্তান থেকে এশিয়া কাপ অন্যত্র সরতে পারে এমন একটা ইঙ্গিত কিন্তু আগেই দিয়েছেন বোর্ড সেক্রেটারি জয় শাহ। যা নিয়ে জলঘোলা কম হচ্ছে না। এমন আবহেই রজার বিনি জানিয়ে দিলেন দল কোথায় খেলতে যাবে বা যাবে না তা তাদের হাতে নির্ভর করে না।
সংবাদ সংস্থা এএনআইকে রজার বিনি জানিয়েছেন 'দল কোন দেশে খেলতে যাবে বা যাবে না সেটা একেবারেই আমাদের হাতে নেই। আমরা বলে দিতে পারি না কোথায় আমাদের দলকে যেতেই হবে। দেশ ছাড়তে হলে আগে আমাদেরকে দেশের সরকারের কাছ থেকে ছাড়পত্র পেতে হয়। আমাদের দেশে অন্য কোনও দেশ খেলতে এলেও সেটা নিতে হয়। আমরা নিজেরা নিজেরা সেই সিদ্ধান্ত নিয়ে নিতে পারি না। আমাদেরকে সরকারের উপরে এইসব বিষয়ে নির্ভর করে থাকতে হয়।'
উল্লেখ্য কয়েকদিন আগেই জয় শাহ মন্তব্য করেছিলেন 'এশিয়া কাপের ক্ষেত্রে নিরপেক্ষ ভেন্যু কোনও নতুন ব্যাপার নয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা পাকিস্তানে খেলতে যাব না। কারণ সরকার সিদ্ধান্ত নেয় আমরা পাকিস্তানে খেলতে যাব কিনা। এই সিদ্ধান্ত আমরা নিই না। সেই কারণেই ২০২৩ এশিয়া কাপ নিয়ে আমরা কোনও মন্তব্য এইভাবে করতে পারি না। সিদ্ধান্ত নেওয়া হয়েছে টুর্নামেন্ট নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হবে।'
প্রসঙ্গত ২০১২/১৩ সালে শেষবার দুই দল কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে। সেবার ভারত সফরে এসেছিল পাকিস্তান। তিনটি ওয়ানডে এবং দুটি টি-২০ ম্যাচ খেলেছিল তারা। ভারত শেষবার ২০০৬ সালে গিয়েছিল পাকিস্তান সফরে গিয়েছিল দ্বিপাক্ষিক সিরিজ খেলতে। সেখানে ভারতীয় দল তিনটি টেস্ট এবং পাঁচটি একদিনের ম্যাচ খেলেছিল। এরপর ২০০৮ সালে ভারত, পাকিস্তানে গেলেও সেটা ছিল বহুদলীয় এশিয়া কাপের লড়াই। সেবার ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরেছিল ভারত। দুই দেশ আইসিসি বা এসিসি আয়োজিত টুর্নামেন্ট ছাড়া একে অপরের মুখোমুখি হয় না। চলতি টি-২০ বিশ্বকাপে ২৩ অক্টোবর ভারত প্রথম ম্যাচেই মুখোমুখি হবে পাকিস্তানের। অস্ট্রেলিয়ার মাটিতে মেলবোর্নে আয়োজিত হবে ম্যাচটি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।