মহম্মদ ইউনুস। নোবেলজয়ী মহম্মদ ইউনুস। বাংলাদেশের হাল ধরছেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে তিনি ফের ফিরে এসেছেন বাংলাদেশে। তিনি বুধবার জানিয়েছেন, ‘যুবকদের অনুরোধ করা হচ্ছে আপনারা শান্ত থাকুন। দেশ গঠনের কাজে আপনারা তৈরি থাকুন।’ সেই সঙ্গেই তিনি দ্বিতীয় বিজয় দিবস হিসাবে তিনি পড়ুয়াদের অভিনন্দন জানিয়েছেন।
মহম্মদ ইউনুস একটা বার্তা দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, ‘আমি সাহসী পড়ুয়াদের অভিনন্দন জানাচ্ছি। যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে সম্ভব করলেন। জনতা পুরোপুরি সমর্থন করেছিলেন। এই নতুন করে বিজয়ের মাধ্য়মে যাতে সবথেকে ভালোটা হয় সেটার জন্য সকলকে অনুরোধ করছি। আমাদের ভুলের জন্য কেউ যেন বিপথে না যান সেটা দেখতে হবে। ’
সেনার হাতে গিয়েছে বাংলাদেশ। শেখ হাসিনা দেশ ছেড়েছেন। তবুও পুরোপুরি শান্ত হয়নি বাংলাদেশ। এমন কিছু ভিডিয়ো সামনে আসছে যা শিউরে ওঠার মতো। তবে সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
মহম্মদ ইউনুস জানিয়েছেন, ‘সকলের কাছে অনুরোধ করছি যে শান্ত থাকুন। যে কোনও ধরনের হিংসা থেকে বিরত থাকুন। সমস্ত পড়ুয়া, সমস্ত রাজনৈতিক দলের সদস্য, অরাজনৈতিক দলকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। এটা একটা সুন্দর দেশ, একাধিক সম্ভাবনা রয়েছে। আমরা অবশ্য সুরক্ষা দেব, এই দেশকে আরও সুন্দর করে গড়ে তুলব। আমাদের জন্য আর আমাদের আগামী প্রজন্মের জন্য এই দেশকে সুন্দর করে গড়ে তুলব। ’
সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, ‘একটা নতুন পৃথিবী তৈরিতে আমাদের যুব সমাজ নেতৃত্ব দিতে তৈরি। এই সুযোগটা হাতছাড়া করবেন না। হিংসা ছড়াবেন না। এই হিংসা হল আমাদের শত্রু।আরও শত্রু তৈরি করবেন না। শান্ত থাকুন। এই দেশকে সুন্দর করে গড়ে তুলতে সহযোগিতা করুন। যদি আপনারা হিংসার পথকে অনুসরণ করেন তবে সব শেষ হয়ে যাবে। আপনারা সকলে শান্ত থাকুন। আমাদের চারপাশে যারা রয়েছেন তাদের শান্ত থাকার জন্য অনুরোধ করছি।’
এদিকে বৃহস্পতিবারই শপথ নিতে পারেন ইউনুস। তাঁকে ঘিরে নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছেন ছাত্রযুবরা। তবে শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক একেবারেই ভালো ছিল না ইউনুসের।
এক সাক্ষাৎকারে ইউনুস বলেছিলেন, ‘উনি (শেখ হাসিনা) মনে করেন— আমি দেশের সর্বোচ্চ ডাকু, সন্ত্রাসবাদী কিংবা আমি অপরাধী, সেরা চোর। আমাকে বলেন, আমি সুদখোর, ঘুষখোর। এমন সব কটু শব্দ ব্যবহার করেন যেন মনে হয় আমার সম্পর্কে ধারণা খুবই খারাপ। সম্পর্কে কেন ফাটল সেটা বলতে পারব না। তবে আমি বলতে পারি, আমার তরফ থেকে হয়নি।’