বাংলা নিউজ > ঘরে বাইরে > Beautification of Delhi CM's Home: কোভিডের সময় বাসভবনের সৌন্দর্যায়নে ৪৫ কোটি খরচ করেন কেজরিওয়াল, অভিযোগ BJP-র

Beautification of Delhi CM's Home: কোভিডের সময় বাসভবনের সৌন্দর্যায়নে ৪৫ কোটি খরচ করেন কেজরিওয়াল, অভিযোগ BJP-র

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (ANI)

এই সংক্রান্ত নথি থেকে জানা যাচ্ছে যে এই নির্মাণ কাজের জন্য সরকারের তরফে মোট ৪৩ কোটি ৭০ লাখ টাকার অনুমোদন দেওয়া হয়েছিল। তবে নির্মাণকাজ শেষ করতে মোট ৪৪ কোটি ৭৮ লাখ টাকা খরচ হয়েছিল। এর মধ্যে বাসভবনের ইন্টেরিয়ার ডেকোরেশনেই খরচ হয়েছিল ১১ কোটি ৩০ লাখ টাকা।

করোনা অতিমারির ঢেউ যখন দিল্লির ওপর আছড়ে পড়েছিল, ঠিক তখনই নাকি নিজের সরকারি বাসভবনের সৌন্দর্যায়নে ৪৫ কোটি খরচ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এমনই গুরুতর অভিযোগ করল বিজেপি। দিল্লির সিভিল লাইন্সে অবস্থিত মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন। কোভিডের সময় সেই বাসভবনের সৌন্দর্যায়নের অভিযোগ তুলে আম আদমি পার্টির 'নৈতিকতা' নিয়ে প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। উল্লেখ্য, কোভিড সময়কালে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের বিরোধিতায় সরব হয়েছিল বিরোধীরা। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছিল। তবে এই প্রকল্পকে 'জরুরি' আখ্যা দিয়ে এর কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল আদালত। এখন কোভিডকালে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের সৌন্দর্যায়নের অভিযোগ তুলে পালটা চাপ সৃষ্টির পথে হাঁটল বিজেপি।

সৌন্দর্যায়নের অভিযোগ তুলে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পদ থেকে অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের দাবি করেছে বিজেপি। এদিকে এই অভিযোগের প্রেক্ষিতে আম আদমি পার্টি বা দিল্লি সরকারের তরফে কোনও কিছু বলা হয়নি। এই বিষয়ে এক শীর্ষ স্থানীয় পিডাব্লুডি অফিসার অবশ্য ববেছেন, 'মুখ্যমন্ত্রীর বাসভবনে সেই সময় সংস্কারের কাজ হয়নি। পুরনো স্থাপনার জায়গায় নতুন স্থাপনা গড়ে তোলা হয়ছে। তাঁর ক্যাম্প অফিসও সেখানে। এই গোটা নির্মাণ কাজে খরচ হয় প্রায় ৪৪ কোটি টাকা।'

এই সংক্রান্ত নথি থেকে জানা যাচ্ছে যে এই নির্মাণ কাজের জন্য সরকারের তরফে মোট ৪৩ কোটি ৭০ লাখ টাকার অনুমোদন দেওয়া হয়েছিল। তবে নির্মাণকাজ শেষ করতে মোট ৪৪ কোটি ৭৮ লাখ টাকা খরচ হয়েছিল। সিভিল লাইন্সের ৬ নং ফ্ল্যাগস্টাফ রোডে অবস্থাত এই বাসভবনের পুনঃনির্মাণে মোট ছয় দফায় টাকা খরচ করা হয়েছে। ২০২০ সালের ৯ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের জুন পর্যন্ত এই টাকা খরচ করা হয়েছে বলে জানা যাচ্ছে নথি থেকে। নথি থেকে আরও জানা যাচ্ছে যে বাসভবনের ইন্টেরিয়ার ডেকোরেশনেই খরচ হয়েছিল ১১ কোটি ৩০ লাখ টাকা। এদিকে ফ্লোরে পাথর বসানোর ক্ষেত্রে খরচ হয়েছিল ৬ কোটি ২ লাখ টাকা। এদিকে ইন্টেরিয়ার ডেকোরেশনের কন্সাল্টেশন ফি বাবদ খরচ হয়েছিল ১ কোটি টাকা।

এদিকে বাসভবনের ইলেক্ট্রিক ফিটিংয়ের জন্য ২.৫৮ কোটি টাকা খরচ হয়েছিল। এদিকে ইলেক্ট্রিক ফিটিং এবং অ্যাপ্লায়েন্স বাবদ খরচ হয়েছিল ২.৮৫ টাকা। এদিকে ওয়ার্ডরোব ফিটিংয়ে খরচ হয়েছিল ১.৪১ কোটি টাকা। রান্নাঘর সাজাতে খরচ হয়েছিল ১.১ কোটি টাকা। এদিকে কেজরিওয়ালের ক্যাম্প অফিসের ওপর খরচ করা হয়েছে ৮.১১ কোটি টাকা।

এই আবহে দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব এই বিষয়ে বলেন, 'দিল্লির জনগণকে জবাব দেওয়া উচিত কেজরিওয়ালের। তিনি কোন নৈতিকতায় নিজের বাসভবনের সৌন্দর্যায়নে ৪৫ কোটি টাকা খরচ করেছেন? সেই সময় কোভিডের জন্য দিল্লি জুড়ে নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছিল। তবে মুখ্যমন্ত্রীর বাসভবনের কাজ জারি ছিল।' প্রসঙ্গত, ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত দিল্লিতে কোভিড অতিমারি তুঙ্গে ছিল। সেই সময়কালে বায়ুদূষণ রুখতে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল সরকারের তরফে। গেরুয়া শিবিরের তরফে অভিযোগ, মুখ্যমন্ত্রী নিজের সরকারের নিষেধাজ্ঞাই অমান্য করেছেন।

বন্ধ করুন