রাত পোহালেই দিল্লিতে ভোট। এদিকে, তার আগে শুক্রবার, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের দাবি, ফর্ম ১৭সি অনুযায়ী, নির্বাচন কমিশন দিল্লি ভোটের বুথ ভিত্তিক তথ্য প্রকাশ করছে না। এই অভিযোগ সামনে রেখে আপ, নিজেই পার্টির তরফে একটি ওয়েবসাইট খুলেছে বলে জানান কেজরিওয়াল। ওয়েবসাইটের নাম transparentelections.in।
ফর্ম 17C হল একটি নথি যা প্রতিটি পোলিং বুথে দেওয়া ভোটের সংখ্যা রেকর্ড করে এবং প্রিসাইডিং অফিসার এবং পোলিং এজেন্টদের দ্বারা স্বাক্ষরিত হয়। আম আদমি পার্টির অভিযোগ, সেই বুথ ভিত্তিক তথ্য ভোট হয়ে যাওয়ার একদিন পরও নির্বাচন কমিশন তার ওয়েবসাইটে আপলোড করেনি। কেজরিওয়াল একটি পোস্টে সুর চড়া করে লিখেছেন,' নির্বাচন কমিশন একাধিক অনুরোধ সত্ত্বেও ফর্ম 17C এবং প্রতিটি বিধানসভায় প্রতি বুথে ভোটের সংখ্যা আপলোড করেনি। তার জবাবে, আম আদমি পার্টি একটি ওয়েবসাইট তৈরি করেছে - transparentelections.in - যেখানে আমরা প্রতিটি বিধানসভার জন্য সমস্ত ফর্ম 17C রেকর্ড আপলোড করেছি। এই নথিতে প্রতিটি বুথে ভোটের বিবরণ রয়েছে।'
কেজরিওয়াল বলেছেন যে সারা দিন, আপ ভোটারদের সুবিধার্থে একটি সারণী বিন্যাসে ডেটা উপস্থাপন করবে। যা সরাসরি ভোটাররা দেখে নিতে পারবেন। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছ্বতা নিশ্চিত করার জন্য যে মৌলিক দায়িত্ব রয়েছে, তা কমিশন পূরণ করেনি বলে অভিযোগ করেছেন আপ প্রধান কেজরিওয়াল। দিল্লি ভোটের ফলাফলের একদিন আগে কেজরিওয়াল সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন,' দিনভর, আমরা প্রতিটি বিধানসভা এবং প্রতিটি বুথের ডেটা একটি সারণী বিন্যাসে উপস্থাপন করব যাতে প্রতিটি ভোটার এই তথ্য অ্যাক্সেস করতে পারেন। এটা এমন কিছু যা নির্বাচন কমিশনের স্বচ্ছতার স্বার্থে করা উচিত ছিল কিন্তু দুর্ভাগ্যজনক যে তারা তা করছেনা।'
উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি, শনিবার রয়েছে দিল্লিতে বিধানসভা ভোটের ফলাফল। তার আগে, বহু এক্সিট পোল দাবি করেছে যে, দিল্লিতে সম্ভবত ফের ২৭ বছর পর ক্ষমতায় আসতে পারে বিজেপি। সেক্ষেত্রে আপ ব্যাকফুটে থাকতে পারে। দিল্লির ২০২৫ ভোটে এক্সিট পোলের হিসাবের সঙ্গে ভোটের ফলাফল কতটা মেলে, সেদিকে তাকিয়ে গোটা দেশ।