অ্য়াডভেঞ্চারের নেশায় প্রাণ গেল ২২ বছরের এক বেলজিয়ান তরুণের। ইউটিউবার হিসাবে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন স্টর্ম ডি বেউল নামে ওই যুবক। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সুইডেনের বিস্তীর্ণ বরফাবৃত প্রান্তরে এক ভয়ঙ্কর তুষার ঝড়ের মধ্যে পড়ে যাওয়াতেই তাঁর মৃত্যু হয়েছে।
বলা হচ্ছে, প্রতিবারের মতো এবারও একাই ট্রেকিংয়ে বেরিয়ে ছিলেন ওই যুবক। তিনি মূলত জঙ্গল, পাহাড়-সহ বিভিন্ন বন্য এলাকায় সোলো ট্রিপ করতেন এবং তাঁর সেই অভিজ্ঞতার ভিডিয়ো রেকর্ডিং নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিতেন।
সূত্রের দাবি, মৃত্যুর আগেও নিজের প্রিয়জন ও অনুরাগীদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন ডি বেউল।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে যে খবর সামনে এসেছে, সেই অনুসারে - 'ইউটিউবার স্টর্ম' গত ৩০ অক্টোবর জঙ্গলের উদ্দেশে রওনা দেন। সেই সময় থেকেই ঝড় আসার প্রক্রিয়া শুরু হয়।
রাত ২টো নাগাদ তিনি জরুরি পরিষেবা সংক্রান্ত বিভাগের ফোন করেন। কারণ, আবহাওয়া ক্রমশ খারাপ হচ্ছিল এবং তিনি সামান্য আহতও হয়েছিলেন। তিনি দ্রুত সাহায্য পাঠানোর আর্জি জানিয়েছিলেন। কিন্তু, ততক্ষণে হাওয়া এতটাই প্রবল বেগে বইতে শুরু করেছিল যে উদ্ধারকারী দলের পক্ষে দ্রুত ওই যুবকের কাছে পৌঁছানো সম্ভব হয়নি।
তথ্য বলছে, ঝড়ের প্রকোপ বাড়া শুরু করতেই ডি বেউল মাঝপথ থেকে ফিরতে শুরু করেন। তিনি যদি আর একদিন হাঁটার সুযোগ পেতেন, তাহলেই নিজের গাড়ি পর্যন্ত পৌঁছে যেতেন। কিন্তু, সেটা আর সম্ভব হয়নি। বদলে পরদিন জঙ্গলের মধ্যে থেকে ওই তরুণ ইউটিউবারের নিথর দেহ উদ্ধার করা হয়।
ঝড়ের মধ্যে পড়ার আগে ডি বেউল যে ভিডিয়ো বার্তাগুলি দিয়েছিলেন, এখন সেগুলিই ঘুরে বেড়াচ্ছে সোশাল মিডিয়া ও সংবাদমাধ্যমে। তিনি বলেছিলেন, 'আজকের রাতটা আরও ভয়ঙ্কর হতে চলেছে। প্রভু যীশু সহায় থাকুন।'
সেই সময় ডি বেউল জানান এত বিপুল পরিমাণে তুষারপাত হচ্ছে যে তাঁর পক্ষে এগোনো সম্ভব হচ্ছে না। তাঁর ব্যাকপ্যাক এবং জুতোয় তুষার ভরে গিয়েছে।
একটি অন্য মেসেজে তিনি তাঁর ঠাকুরমাকে বলেন, 'এখানে প্রবল তুষারপাত হচ্ছে। তবে, তুমি ভয় পেও না। আমি ঠিক বেঁচে ফিরব। তুমি তো জানোই।'
পরবর্তীতে ডি বেউলের দেহ উদ্ধারের খবর সামনে আসতেই ভেঙে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। ডি বেউলের অনুরাগী মহলেও শোকের ছায়া নামে। তাঁদের অনেকের কাছেই এই তরুণ ছিলেন অনুপ্রেরণা। যিনি যাবতীয় ভয় ও প্রতিবন্ধকতা জয় করে একাই নতুন নতুন অভিযানে বেরিয়ে পড়তেন।