অভিন্ন ২৮% হারে পণ্য ও পরিষেবা কর (GST) লাগু হবে। তবে এই বিষয়ে আরও আইনি পরামর্শ চেয়েছে কেন্দ্রীয় মন্ত্রীদের গ্রুপ(GoM)। আগামী এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হবে। জুন মাসে জিওএম-এর জমা দেওয়া পূর্ববর্তী প্রতিবেদনের সঙ্গে নয়া রিপোর্টের পর্যালোচনা করা হবে।
1/5অনলাইন গেমিং, ঘোড়দৌড় এবং ক্যাসিনোতে জিএসটি। সোমবার এই নীতির সমর্থন করল পশ্চিমবঙ্গ। অভিন্ন ২৮% হারে পণ্য ও পরিষেবা কর (GST) লাগু হবে। তবে এই বিষয়ে আরও আইনি পরামর্শ চেয়েছে কেন্দ্রীয় মন্ত্রীদের গ্রুপ(GoM)। ফাইল ছবি: টুইটার (Twitter)
2/5আগামী এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হবে। তার আগে, অনলাইন গেমিং এবং ঘোড়দৌড়ের টাকা 'অ্যাকশনেবল ক্লেইম'-এর মধ্যেই পড়ছে কিনা, তাই নিয়ে এই GoM অ্যাটর্নি-জেনারেলের কাছ থেকে আইনি মতামত নেবে বলে মনে করা হচ্ছে। ছবি: রয়টার্স (Twitter)
3/5'স্টেকহোল্ডারদের মতামত নেওয়ার পরে এবং সমস্ত সদস্যদের পরামর্শ নেওয়ার জন্য ধারাবাহিক বৈঠকের পরে, আমরা চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার আগে আইনি মতামত নেব, "মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বৈঠকের পরে টুইট করেছেন। ছবি: টুইটার (Twitter)
4/5মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বৈঠকের পরে টুইট করেন। তিনি বলেন, সমস্ত সদস্যদের পরামর্শ নেওয়ার হবে। আলোচনা হবে। এরপরেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। ছবি: টুইটার (Twitter)
5/5সম্ভবত চলতি মাসের শেষেই জিএসটি কাউন্সিল বৈঠকে বসবে। জুন মাসে জিওএম-এর জমা দেওয়া পূর্ববর্তী প্রতিবেদনের সঙ্গে নয়া রিপোর্টের পর্যালোচনা করা হবে। ফাইল ছবি: পিটিআই (Twitter)