ন্যান্সি পেলোসির বিরুদ্ধে লড়তে চলেছেন বাঙালি ছেলে সৈকত চক্রবর্তী। বৃহস্পতিবার (ভারতীয় সময় অনুযায়ী) সোশ্যাল মিডিয়ায় মার্কিন কংগ্রেসের সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিয়ো কোর্টেজের প্রাক্তন 'চিফ অফ স্টাফ' জানিয়েছেন, সান ফ্রান্সিসকো থেকে মার্কিন কংগ্রেসের প্রাক্তন স্পিকারের বিরুদ্ধে লড়াই করবেন। কারণ ‘ওয়াশিংটনের ডেমোক্র্য়াটিক পার্টির নেতারা আজকের দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে উপযুক্ত নন’ বলে মনে করেন সৈকত। কংগ্রেস সদস্য হওয়ার জন্য পেলোসির বিরুদ্ধে প্রাথমিক লড়াইয়ে নামবেন তিনি। আগামী বছরের গোড়ার দিকে ডেমোক্র্যাটদের সেই প্রাথমিক পর্যায়ের নির্বাচন হবে। পেলোসির আসনের জন্য লড়াই হবে ২০২৬ সালের নভেম্বরে। যাঁর কার্যকালের মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জানুয়ারিতে।
কেন হাইপ্রোফাইল প্রার্থীর বিরুদ্ধে লড়বেন? ব্যাখ্যা সৈকতের
কী কারণে সেই সিদ্ধান্ত নিয়েছেন, সেটা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন সৈকত। তাঁর দাবি, ২১ বার মার্কিন কংগ্রেসে নির্বাচিত হওয়ার জন্য লড়াইয়ের ময়দানে নামতে চলেছেন পেলোসি। যা মোটেও কাম্য নয়। সৈকতের কথায়, 'সান ফ্রান্সিসকো থেকে কংগ্রেসে প্রতিনিধিত্ব করার জন্য ন্যান্সি পেলোসির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি যে আপনাদের কেউ-কেউ হয়তো অবাক হয়েছেন যে এমিরেটাস স্পিকার পেলোসি আবার ভোটে লড়াই করছেন, যা ২১ তম মেয়াদ হবে।'
পেলোসি যখন প্রথমবার কংগ্রেসের সদস্য হন…..,কটাক্ষ সৈকতের
সেইসঙ্গে তিনি বলেছেন, 'ন্যান্সি পেলোসি যখন প্রথমবার কংগ্রেসে নির্বাচিত হয়েছিলেন, তখন একার আয়ে আপনি বাড়ি কিনতে পারতেন। গ্রীষ্মকালীন কাজ করে কলেজের খরচ চালাতে পারতেন। জলবায়ু পরিবর্তন বিশ্বাস করতেন রিপাবলিকানরা। সম্মান করতেন নির্বাচনী ফলাফলের। আর যে বিষয়গুলির আমেরিকান স্বপ্নকে তুলে ধরে, তা এখন অধিকাংশ মানুষের জন্য অসম্ভবে পরিণত হয়েছে। যে তালিকায় আছে স্বাস্থ্য পরিষেবা পাওয়া, শিক্ষার সুযোগ-সুবিধা পাওয়া, বাড়ি থাকা ও পরিবারকে বড় করে তোলা।'
বাঙালি ছেলে, কাজ করেছেন বড় সংস্থায়
১) ব্যক্তিগত ওয়েবসাইট অনুযায়ী, আমেরিকার উত্তর-মধ্য টেক্সাসের ফোর্ট ওয়ার্থ শহরে জন্মগ্রহণ করেন বাঙালি ছেলে সৈকত। তাঁরা বাবা-মা ভারত থেকে আমেরিকায় যান।
২) কলেজ জীবন শেষ সান ফ্রান্সিসকোয় চলে আসেন সৈকত। প্রথমে নিজের কোম্পানি খুলেছিলেন। তারপর আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা স্ট্রাইপের সেকেন্ড ইঞ্জিনিয়ার ছিলেন।
৩) ২০১৬ সালে বার্নি স্যান্ডারের প্রচারে যোগ দিয়েছিলেন। মার্কিন কংগ্রেসের সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিয়ো কোর্টেজের হয়ে প্রচার করেছিলেন। সৈকত ছিলেন তাঁর 'চিফ অফ স্টাফ' এমনকী একাধিক রিপোর্ট অনুযায়ী, সেইসময় আলেকজান্দ্রিয়া বাংলা শিখতে চেয়েছিলেন। সেটার নেপথ্যে ছিলেন সৈকতই।