কর্ণাটকে অনলাইনে ক্যাব বুক করতে গিয়ে প্রতারণার শিকার হলেন এক বাঙালি। গুগলে সার্চ করে ওই ব্যক্তি গাড়ি ভাড়ার একটি ওয়েবসাইট খুঁজে পান। এরপর ওয়েবসাইটের দেওয়া লিঙ্কে ক্লিক করে গাড়ি ভাড়া করতে গিয়েই ঘটে বিপত্তি। তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় প্রায় ৪ লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের উদুপিতে।
আরও পড়ুন: পাসওয়ার্ড কেমন রাখবেন? সোশ্যাল মিডিয়ায় কতটা সতর্কতা? সব জানাল কলকাতা পুলিশ
সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি গুগলে গাড়ি ভাড়া সংক্রান্ত ওয়েবসাইটের সন্ধান করছিলেন। এরপর ‘শক্তি গাড়ি ভাড়া’ নামে একটি ওয়েবসাইট খুঁজে পান। সেই ওয়েবসাইটে দেওয়া লিঙ্কে ক্লিক করতেই রোহিত শর্মা নামে একজন কোম্পানির প্রতিনিধি পরিচয় দিয়ে ওই ব্যক্তিকে ফোন করেন। রোহিত তাকে বলেন , ওয়েবসাইটের মাধ্যমে টোকেন হিসাবে ১৫০ টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে। তারপরে গাড়ি বুক হবে। সেই মতো ওই বাঙালি নিজের ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ প্রদানের জন্য বেশ কয়েকবার চেষ্টা করেন। কিন্তু, কোনও ওটিপি তিনি পাননি। কিছুক্ষণ পরে ব্যাঙ্ক থেকে মেসেজে জানতে পারেন যে তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে।
তিনি জানান, তার এসবিআই ক্রেডিট কার্ড থেকে ৩.৩ লক্ষ টাকা কেটে নেওয়া হয় এবং তার কানাড়া ব্যাঙ্কের ডেবিট কার্ড থেকে ৮০,০৫৬ টাকা কেটে নেওয়া হয় । মোট ৪.১ লক্ষ টাকা কেটে নেওয়া হয় তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। এরপর তিনি উদুপি টাউন থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন। ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ।
প্রসঙ্গত, বর্তমানে এই ধরনের অনলাইন প্রতারণা বাড়ছে। সেক্ষেত্রে প্রতারণার রুখতে প্রশাসনের তরফে যেমন সতর্ক করা হচ্ছে তেমনি গুগলের তরফেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। চলতি বছরে গুগলের তরফে বলা হয়েছিল, যে তারা একটি নতুন অ্যালগরিদম তৈরি করেছে, যা প্রতারকদের আটকাতে সফল। এরফলে লক্ষ লক্ষ ব্যবহারকারী এবং ব্যবসায়ীরা উপকৃত হবেন। সে ক্ষেত্রে কোনও ওয়েবসাইটে সন্দেহজনক কার্যকলাপ দেখলেই গুগল অ্যালগরিদম সেটিকে শনাক্ত করবে এবং ব্যবহারকারীদের সতর্ক করবে।
পুলিশের তরফে বলা হচ্ছে, যেকোনও ওয়েবসাইটের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে আগে ওয়েবসাইটের URL-এর বৈধতা যাচাই করতে হবে। অচেনা কোনও ওয়েবসাইট হলেই অর্থ লেনদেন থেকে বিরত থাকতে বলা হচ্ছে। অনলাইন বুকিং করার সময় কোনও প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। তাছাড়া, কোনও ওয়েবসাইটের মাধ্যমে যখন কোনও ব্যক্তি অর্থপ্রদানের উদ্দেশ্যে যোগাযোগ করেন তাহলে ব্যক্তিগত তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে।