পার্কিং নিয়ে বচসার জেরে পঞ্জাবের মোহালিতে খুন করা হল বাঙালি বিজ্ঞানীকে। মৃতের নাম অভিষেক স্বর্ণকার (৩৯)। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চে (আইআইএসইআর) কর্মরত ছিলেন। আদতে বাংলার ছেলে ছিলেন। মোহালিতে নিজের ভাড়া বাড়ির কাছেই তিনি খুন হয়েছেন। অভিষেকের প্রতিবেশী মন্টি তাঁকে বচসার জেরে ধাক্কা এবং কিল-ঘুষি মারে। তার ফলে অভিষেকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় অভিষেকের পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। পুলিশ ঘটনায় তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
আরও পড়ুন: বাইক নিয়ে বেয়াদবির প্রতিবাদ, সেনাকর্মীকে পিটিয়ে খুন করল ৬ আততায়ী!
অভিষেক একজন নামকরা বিজ্ঞানী ছিলেন। তাঁর গবেষণা আন্তর্জাতিক জার্নালেও স্বীকৃতি পেয়েছে। অভিষেক সম্প্রতি সুইজারল্যান্ডে কাজ করার পর ভারতে ফিরে এসেছিলেন। এরপর তিনি মোহালির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চে কাজ শুরু করেন। সেখানে একজন বিজ্ঞানী হিসেবে যোগদান করেন অভিষেক। আরও জানা গিয়েছে, সম্প্রতি অভিষেকের কিডনি প্রতিস্থাপন হয়েছিল। তাঁর বোন কিডনি দান করেছিলেন। তার জন্য অভিষেকের ডায়ালিসিস চলছিল। সেই অবস্থার মধ্যেই এমন ঘটনায় মৃত্যু হল বিজ্ঞানীর। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, মন্টি এবং অন্যান্য স্থানীয়রা তাঁর বাইকের পাশে দাঁড়িয়ে ছিলেন। অভিষেক যখন নিজের বাইক সরিয়ে নিতে এগিয়ে আসেন, তখনই বচসা শুরু হয়। মন্টি তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে মারধর শুরু করে বলে অভিযোগ।
ফুটেজে দেখা গিয়েছে, মন্টি বারবার অভিষেকের পেটে ঘুষি মারছে। অভিষেক তখন আর উঠতে পারেননি। বিষয়টি দেখে দুজনের পরিবার এগিয়ে আসে। ঘটনায় অভিষেককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে বাঁচানো যায়নি। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে, অভিষেক মোহালির সেক্টর ৬৭-এ বাবা-মায়ের সঙ্গে থাকতেন।
অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে অভিষেকের পরিবার। পুলিশ এই ঘটনায় অবশ্য খুনের মামলা দায়ের করেন। অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়েছে এই ঘটনায়। তদন্তের জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।