বাংলা নিউজ > ঘরে বাইরে > Bengaluru house rent issue: বেঙ্গালুরুতে বাড়ি ভাড়া নেওয়ার ঝক্কি!ভাড়াটের কাছে কোন দাবি দালালের?

Bengaluru house rent issue: বেঙ্গালুরুতে বাড়ি ভাড়া নেওয়ার ঝক্কি!ভাড়াটের কাছে কোন দাবি দালালের?

বেঙ্গালুরুতে বাড়িভাড়া ঘিরে নয়া ঘটনার পোস্ট ভাইরাল। প্রতীকী ছবি।

দালালের সঙ্গে ভাড়া নিতে আগ্রহী ব্যক্তির চ্যাটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চ্যাটে দেখা গিয়েছে বাড়ি ভাড়া নিতে আগ্রহী ব্যক্তি জানাচ্ছেন যে তিনি ভিআইটি ভেলোরের প্রাক্তন পড়ুয়া। আর এতেই তাঁর বাড়ি ভাড়া পাওয়ার ‘সম্ভাবনা’ ভেস্তে যায়। দালালের তরফে তাঁকে জানিয়ে দেওয়া হয়, তাঁর 'প্রোফাইল ম্যাচ' করছে না।

বেঙ্গালুরু শহরে যাঁরা থাকেন তাঁরা জানেন যে, সেখানে থাকতে গেলে কত রকমের ঝক্কির কথা মাথায় রেখে বাড়ি ভাড়া নিতে হয়। কর্মস্থল বা কলেজ থেকে দূরে বাড়ি সস্তায় পাওয়া গেলেও, ট্রাফিকের চিন্তা সেক্ষেত্রে উদ্বেগ বাড়িয়ে দেয়। এই ব্যস্ত শহরে বাড়ি ভাড়ার অ্যাডভান্সের টাকার অঙ্কও একটি বড় সমস্যা। তবে সব সমস্যা ছাপিয়ে গিয়েছে নতুন এক ঘটনা।

সদ্য একটি লিঙ্কড ইন প্রোফাইলে উঠে এসেছে চাঞ্চল্যকর পোস্ট। সেখানে বাড়ি ভাড়া নেওয়ার জন্য আগ্রহী ব্যক্তিকে বলা হয়েছে, তিনি যদি আইআইটি বা আইআইএমের ডিগ্রিধারী না হন , তাহলে জুটবে না বাড়ি ভাড়া। এই গোটা ঘটনা চ্যাটে চলতে থাকে। সেই চ্যাটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চ্যাটে দেখা গিয়েছে বাড়ি ভাড়া নিতে আগ্রহী ব্যক্তি জানাচ্ছেন যে তিনি ভিআইটি ভেলোরের প্রাক্তন পড়ুয়া। আর এতেই তাঁর বাড়ি ভাড়া পাওয়ার ‘সম্ভাবনা’ ভেস্তে যায়। দালালের তরফে তাঁকে জানিয়ে দেওয়া হয়, তাঁর 'প্রোফাইল ম্যাচ' করছে না। শুনতে মনে হতে পারে এ যেন পাত্র পাত্রী দেখা চলছে, কিম্বা কোনও অফিসে নিয়োগ চলছে! তবে ঘটনা স্রেফ বাড়ি ভাড়াকে কেন্দ্র করে। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট আসতেই রি টুইটের বন্যা বয়ে যায়। সেখানে বহু নেটিজেনই দাবি করেন, তাঁদের সঙ্গেও এমন ঘটনা ঘটেছে। এমনিতেই বেঙ্গালুরুর বহু জায়গায় বাড়ির ভাড়ার ক্ষেত্রে অ্যাডভান্সের টাকা নিয়ে বহু সময় সমস্যার কথা উঠে আসে, তবে এবার ভাড়াটের শিক্ষাগত যোগ্যতাও যে মানদণ্ড হতে পারে, তা প্রকাশ্যে এল!

জানা গিয়েছে, ভিআইটির প্রাক্তনী প্রিয়াংশ জৈন ওই বাড়ি ভাড়া চাইছিলেন। সেই কারণেই তিনি বাড়ি ভাড়া পাওয়ার জন্য দালালের সঙ্গে চ্যাটে কথা বলছিলেন। সেই দালাল জানিয়ে দেন যে আইআইটি, আইআইএম, বা আইএসবি থেকে পাশ না করলে তাঁর দেখানো বাড়ি ভাড়া পাওয়া যাবে না। প্রসঙ্গত, প্রিয়াংশ জৈন পেশায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি অস্ট্রেলিয়ান সংস্থা 'আটলাসিয়ান'-এ কর্মরত। প্রসঙ্গত, এমন খবরও উঠে আসছে যে, ভাড়াতের জন্ম তারিখ, জাতি, খাদ্যাভ্যাস জানার পাশাপাশি তাঁর লিঙ্কড ইন প্রোফাইলে শিক্ষাগত যোগ্যতাও দেখছেন বহু দালাল তথা বাড়িওয়ালা। সেই অনুযায়ী দেওয়া হচ্ছে ভাড়া।

বন্ধ করুন