বাংলা নিউজ > ঘরে বাইরে > Bengaluru: প্রবল বৃষ্টি বেঙ্গালুরুতে, জলমগ্ন আন্ডারপাসে ডুবল গাড়ি, মৃত্যু মহিলা আইটি কর্মীর

Bengaluru: প্রবল বৃষ্টি বেঙ্গালুরুতে, জলমগ্ন আন্ডারপাসে ডুবল গাড়ি, মৃত্যু মহিলা আইটি কর্মীর

বেঙ্গালুরুতে চলছে উদ্ধারকাজ (PTI Photo) (PTI)

হাড়হিম করা ঘটনা। বেড়াতে বেরিয়ে শেষ হয়ে গেলেন আইটি কর্মী। 

ভয়াবহ বললেও খুব কম বলা হয় এই ঘটনাকে। বেঙ্গালুরুতে একেবারে হাড়হিম করা ঘটনা। একজন মহিলা আইটি কর্মী পরিবার নিয়ে গাড়ি ভাড়া করে ঘুরতে বেরিয়েছিলেন। আচমকাই রবিবার বেঙ্গালুরুতে জলমগ্ন কি আর সার্কেল আন্ডারপাসে তাঁদের গাড়িটি ডুবে যায়। এরপর তিনি আর গাড়ি থেকে বের হতে পারেননি। সেখানেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যান তিনি।

মৃতের নাম ভানুরেখা। বয়স মাত্র ২২ বছর। তিনি ইনফোসিসে কর্মরত ছিলেন। ররিবার বিকালে বেঙ্গালুরুতে প্রচন্ড বৃষ্টি হয়েছিল। বেঙ্গালুরুর বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছিল। সেই সময় বৃষ্টি কিছুটা ধরে এলে গাড়িতে করে বেরিয়েছিলেন ভানুরেখা। কিন্তু আন্ডারপাসের নীচে গাড়িটি জলে ডুবে যায়। গাড়িতে সাতজন ছিলেন। ৬জনকে কোনওরকমে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ভানুরেখাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া হাসপাতালে আসেন। তিনি মৃতের পরিবারের জন্য ৫ লাখ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন।

সিদ্ধারামাইয়া সাংবাদিকদের জানিয়েছেন, গোটা পরিবার বিজয়ওয়াড়া থেকে এসেছিল। তারা একটি গাড়ি ভাড়া করে শহর ঘুরতে বেরিয়েছিলেন। চালককে নিয়ে মোট সাতজন গাড়িতে ছিলেন। কিন্তু আন্ডারপাসে যাতে কেউ না যায় সেকারণ একটি ব্যারিকেড ছিল। কিন্তু প্রচন্ড বৃষ্টিতে সেই ব্যারিকেডটা কোনওরকমে পড়ে গিয়েছিল। চালক এই আন্ডারপাসটাতে না যেতে পারতেন।

এদিকে সূত্রের খবর, আন্ডারপাসের মধ্যে গাড়িটি নেমে যাওয়ার পর জল ক্রমে বাড়তে থাকে। হয়তো কতটা জল ছিল সেটা বুঝতে পারেননি চালক। একসময় এসইউভির কাঁচের উপর জল উঠে আসে। এরপর যাত্রীরা কিছুতেই দরজা খুলতে পারছিলেন না। আর সেখানেই জল ডুবে যান ভানুরেখা। এদিকে ওই আন্ডারপাসটি প্রায় সাত থেকে আট মিটার গভীর ছিল। সেখানেই ডুবে যায় গাড়ির একাংশ।

সিদ্ধারামাইয়া জানিয়েছেন, হাসপাতালে আনার পরে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছিলেন।

চালক জানিয়েছেন, একটা কার ও একটা অটো আন্ডারপাসটি পেরিয়ে যায়। অপর অটো ড্রাইভার আমার সামনে ছিল। কিন্তু সেটা মাঝপথে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এদিকে জলের মধ্যে আচমকাই গাড়ির ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়। পুলিশ জানিয়েছে, জল গাড়িতে ঢুকে যাওয়ার পরেই যাত্রীরা ভয় পেয়ে যায়। ৬জনকে উদ্ধার করা গিয়েছিল। কিন্তু ভানুরেখা বেশি জল খেয়ে ফেলেছিলেন। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনার পরেও ওই আন্ডারপাস দিয়ে গাড়ি চলাচল হচ্ছিল। কোনও ব্যারিকেড ছিল না।

 

ঘরে বাইরে খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বৃহস্পতিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বৃহস্পতিবার? জানুন রাশিফল জোড়া ঘূর্ণাবর্তে বৃষ্টি চলবে বাংলা! ৫০ কিমিতে ঝড় উঠবে একাধিক জেলায়, কোথায়? আতাপাত্তু একাই ১৯৫, সব থেকে বেশি রান তাড়া করে ODI জয়ের বিশ্বরেকর্ড শ্রীলঙ্কার সরু ফিতের ব্লাউজে উন্মুক্ত ক্লিভেজ! বিয়ের খবর পাকা,কৌশাম্বির রূপে বিভোর ফ্যানেরা IPL-এর ২০ ইনিংসে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি রান সুদর্শনের, চোখ রাখুন সেরা ৫-এ আচার্যই নিয়োগ করতে পারেন উপাচার্যদের, বলছে সুপ্রিম কোর্ট, বিবৃতি জারি করল রাজভবন ‘আমার বরকে রাতে একা ছাড়া যাবে না’, মা-কে এসব কী বলে বসল স্মার্ট দিদি নন্দিনী! পাগল নাকি? মুকেশের উপর বেজায় চটলেন কুলদীপ, পরিস্থিতি সামলাতে ছুটে আসতে হল পন্তকে জুতো খুলে বিমান থেকেই রামলালার ‘সূর্যাভিষেক' দেখলেন মোদী, অভিভূত নেটপাড়া

Latest IPL News

পাগল নাকি? মুকেশের উপর বেজায় চটলেন কুলদীপ, পরিস্থিতি সামলাতে ছুটে আসতে হল পন্তকে নিজেদের ডেরায় ল্যাজেগোবরে গিলরা, GT-কে ১০০-র কমেই গুটিয়ে দিয়ে বিরাট জয় পন্তদের ‘চক দে ইন্ডিয়া’র মুহূর্ত ফেরালেন শাহরুখ, মুষড়ে পড়া KKR-কে করলেন অনুপ্রাণিত বিদ্যুৎ গতির স্টাম্প, শূন্যে উড়ে দুর্ধর্ষ ক্যাচ, GT-কে ১০০ টপকাতে দিলেন না পন্ত IPL-এ ঝড় তুলেও বিশ্বকাপে ডাক পাবেন না রিয়ানরা! সামনে এল সম্ভাব্য ভারতীয় স্কোয়াড মার খেয়ে হাড় গুঁড়ো হচ্ছে বোলারদের, IPL-এ ইমপ্যাক্ট বদলি তুলে দেওয়ার দাবি মুডির ইডেনের ম্যাচে শুরু থেকে তিনিই চিয়ার লিডার, KKR হারায় কেঁদে ফেললেন শাহরুখ ইডেনে দোষ করেছে দল, বিরাট শাস্তি হল একা KKR দলনায়ক শ্রেয়সের, নিয়ম কী বলছে? চোটের জন্য ফিল্ডিং করতে পারিনি-RR-এর কাছে হারের পর KKR-এর চিন্তা বাড়ালেন রিঙ্কু গত ১২ মাস ধরে, ওর কানের কাছে মন্ত্র জপছি- T20 WC-এ নারিনকে খেলাতে মরিয়া পাওয়েল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.