ডেলিভারি বয় সেজে পেস্ট্রির বক্সে জীবনপঞ্জিকা (CV/Resume)। বেঙ্গালুরুর একাধিক স্টার্ট-আপে সেভাবেই নিজের সিভি জমা দিয়েছেন এক যুবক। যে উদ্ভট ঘটনা সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
সম্প্রতি টুইটারে আমন খান্ডেওয়াল (@AmanKhandelwall) নামে এক যুবক টুইটারে লেখেন, 'জ্যোামাটোর ডেলিভারি বয় সেজে পেস্ট্রি বক্সে আমার সিভি জমা দিয়েছি। বেঙ্গাুরুতে একাধিক স্টার্ট-আপে সিভি দিয়েছি।' তারপর বেঙ্গালুরুর একটি স্টার্ট-আপকেও ট্যাগ করেন আমন। ওই স্টার্ট-আপ তাঁকে চাকরি দেবেন কিনা, জানতে চান।
সেই পোস্টের সঙ্গে দুটি ছবি পোস্ট করেন আমন। একটি ছবিতে পেস্ট্রি বক্স দেখান। বক্সে দুটি পেস্ট্রি ছিল। সঙ্গে উপরের দিকে লেখা ছিল, 'অধিকাংশ জীবনপঞ্জিকা জঞ্জালের জায়গায় চলে যায়। কিন্তু আমারটা আপনাদের পেটে যাবে।' সেইসঙ্গে জ্যোমাটোর জামা পরে নিজের ছবিও পোস্ট করেন। অপর একটি টুইটে নিজের লিঙ্কডিন প্রোফাইলের লিঙ্ক দেন।
আরও পড়ুন: Viral News: ভিক্ষুকের বেশে উত্তরপ্রদেশের পথে পথে ঘুরছিলেন এই বৃদ্ধ! আসল পরিচয় চমকে ওঠার মতো
আরও পড়ুন: বৃষ্টিতে বাইকে সমস্যা, ঘোড়ায় চড়ে ফুড ডেলিভারি! ভাইরাল ভিডিয়ো
সেই টুইট শুধু ভাইরাল হয়নি, একাধিক সংস্থার নজর কেড়েছে। জ্যোমাটোর তরফে টুইটারে আশাপ্রকাশ করা হয়েছে, ওই যুবক নিশ্চয়ই কোনও চাকরি পেয়ে গিয়েছেন। তবে ছদ্মবেশ ধরে কোথাও যাওয়া ভালো নয় বলে পরামর্শ দিয়েছে। কোনও কোনও সংস্থা তাঁকে চাকরির প্রস্তাব দিয়েছে। তবে নেটিজেনদের একাংশের দাবি, আমনের সিভি পাঠানোর উপায় আকর্ষণীয় হলেও ‘অভিনব’ নয়। বরং গত বছর আমেরিকার এক ব্যক্তি এরকম কাজ করেছিলেন। যে টুইট ভাইরাল হয়েছিল।