বাংলা নিউজ > ঘরে বাইরে > এ যেন 'ওয়ার্ক ফ্রম বাইক'! গাড়ি চালাতে চালাতে ল্যাপটপে কাজ সেরে নিচ্ছেন ব্যক্তি, ভাইরাল ছবি

এ যেন 'ওয়ার্ক ফ্রম বাইক'! গাড়ি চালাতে চালাতে ল্যাপটপে কাজ সেরে নিচ্ছেন ব্যক্তি, ভাইরাল ছবি

গাড়ি চালানোর মাঝে ল্যাপটপে কাজ ব্যক্তির, নেটপাড়ায় চর্চা 

ছবিতে দেখা যাচ্ছে এক বাইক আরোহী। রাতের শহরে রাস্তার একধারে পায়ের ওপর ল্যাপটপ রেখে টুক করে কিছু কাজ সেরে নিচ্ছেন! বলা হচ্ছে এই ছবি তথ্য প্রযুক্তি নগরী বেঙ্গালুরুর। দেশের অন্যতম টেক-হাব বেঙ্গালুরু শহরের আরও একটি দিক রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় হু হু করে ঘুরছে এই ছবি। ফেসবুক খুললেই দেখতে পাবেন কোনও না কোনও বন্ধু এই ছবিটির নিচে কমেন্ট করেছেন। বিশেষত যাঁরা তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করেন, তাঁদের অনেকের কাছে এই ভাইরাল ছবি ঘুরপাক খেতে শুরু করে দিয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে এক বাইক আরোহী। রাতের শহরে রাস্তার একধারে পায়ের ওপর ল্যাপটপ রেখে টুক করে কিছু কাজ সেরে নিচ্ছেন! বলা হচ্ছে এই ছবি তথ্য প্রযুক্তি নগরী বেঙ্গালুরুর। দেশের অন্যতম টেক-হাব বেঙ্গালুরু শহরের আরও একটি দিক রয়েছে। সে শহরে ট্রাফিক আলাদা করেই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। বহু নেটিজেনের প্রশ্ন, এই ব্যক্তি কি ট্রাফিকের কথা ভেবেই এভাবে ঝুঁকি নিয়ে ফেলেছেন? অনেকেই বাইক চালানোর সময় এমন উদাসীনতা নিয়ে ব্যপক ক্ষোভ প্রকাশ করেছেন। ট্রাফিক বিধি মানার কথা স্মরণ করিয়ে দিয়েছেন বহু নেটিজেন।

গাড়ি চালানোর মাঝে ল্যাপটপে কাজ ব্যক্তির, নেটপাড়ায় চর্চা
গাড়ি চালানোর মাঝে ল্যাপটপে কাজ ব্যক্তির, নেটপাড়ায় চর্চা

যিনি এই ছবিটি পোস্ট করেন, তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে তথ্য প্রযুক্তি কর্মীরা কতটা চাপে থাকেন তার কথা। তিনি বলছেন, বেঙ্গালুরু শহরে তখন রাত ১১ টা বাজে। আর তখন একজন বাইক আরোহী এভাবে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছেন দেখে ওই নেটিজেন লিখছেন, ‘ যদি আপনি নিজে বস হন, আর আপনার সহকর্মীদের ডেডলাইনের চাপ দিয়ে থাকেন, তাহলে আপনা বোধ হয় আরেকবার ভেবে দেখা উচিত। ’

 

বন্ধ করুন