Dhani Services থেকে RBL Bank, অগস্টে চড়চড় করে বাড়ল যে শেয়ারের দাম
Updated: 31 Aug 2022, 05:51 PM ISTওঠাপড়ার মধ্যেই ফের অগস্টে মোটের ওপর লাভের মুখ দেখল ভারতীয় শেয়ার বাজার। সূচক অগস্টে ৩ শতাংশ বেড়েছে জুলাইয়ে ৯ শতাংশ বৃদ্ধির পর। NSE500 সূচকে সাতটি স্টক ৩০ শতাংশের ওপর বেড়েছে অগস্ট। সেই স্টকগুলি সম্বন্ধে একটু বিস্তারিত জানা যাক।