বাংলা নিউজ > ঘরে বাইরে > BJP on Nitish Kumar: 'বিহারের মানুষ ও বিজেপির প্রতি বিশ্বাসঘাতকতা', নীতীশ মুখ ঘোরাতেই ক্ষোভে ফুঁসল পদ্ম ক্যাম্প

BJP on Nitish Kumar: 'বিহারের মানুষ ও বিজেপির প্রতি বিশ্বাসঘাতকতা', নীতীশ মুখ ঘোরাতেই ক্ষোভে ফুঁসল পদ্ম ক্যাম্প

সঞ্জয় জয়সওয়াল।

বিজেপির তরফে সঞ্জয় জয়সওয়াল বলেন, ‘ ২০২০ সালে আমরা একসঙ্গে ভোটে লড়াই করেছি। জনমত ছিল তখন বিজেপি আর জেডিইউএর জন্য। আমরা বেশি আসন দখল করেছিলাম। তারপরও নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী হন। যা আজ হয়েছে তা বিহারের মানুষের ও বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা।’

বিহারের রাজনীতি উথাল পাথার করে ফের একবার পক্ষবদল করে ফেললেন নীতীশ কুমার। এবার নতুন অঙ্কে পুরনো ফর্মুলা। বিজেপির সঙ্গ ছেড়ে ফের নীতীশ কুমারের জেডিইউ জোট বাঁধল আরজেডি, কংগ্রেসের সঙ্গে। এরপরই রাগে ফুঁসে ওঠে বিজেপি। 

বিজেপির তরফে সঞ্জয় জয়সওয়াল বলেন, ‘ ২০২০ সালে আমরা একসঙ্গে ভোটে লড়াই করেছি। জনমত ছিল তখন বিজেপি আর জেডিইউএর জন্য। আমরা বেশি আসন দখল করেছিলাম। তারপরও নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী হন। যা আজ হয়েছে তা বিহারের মানুষের ও বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা।’ এদিকে, নীতীশ কুমার বিজেপির সঙ্গ ছাড়তেই বিহারের দেওয়ালগুলিতে নতুন পোস্টার আসতে শুরু করে দিয়েছে। সেখানে লেখা রয়েছে ‘নীতীশ সবকা হ্যায়’(নীতীশ সবার)। অন্যদিকে, নীতীশ কুমার জানিয়েছেন যে বহু জেডিইউ  বিধায়ক ও সাংসদ একেবারেই খুশি ছিলেন না বিজেপির সঙ্গে জোটে। তাই এই জোট ছাড়ার সিদ্ধান্ত। অর্থ, সম্পত্তি তুঙ্গে রাখতে দরজায় রাখুন এই মাঙ্গলিক জিনিসগুলি! কিছু বাস্তুটিপ

প্রসঙ্গত, কয়েক বছর আগে যখন বিহারে বিধানসভা ভোট হয়, তখন অঙ্কের বিচারে একক দল হিসাবে অনেক এগিয়ে ছিল আরজেডি। তখন থেকেই তেজস্বী যাদবরা চাইছিলেন যে নীতীশ তাঁদের পক্ষে আসুন। বহু সময় আরজেডি নেতাদের শিবির থেকে এও সূত্র মারফৎ শোনা গিয়েছিল যে, যদি নীতীশ কুমার আরজেডিকে বিহারে সঙ্গে করে নেন, তাহলে ২০২৪ সালে নীতীশকে প্রধানমন্ত্রী হিসাবে পদপ্রার্থী করতে আরজেডি এগিয়ে যাবে। সেই জায়গা থেকে বিহারের স্থানীয় রাজনীতির নিরিখে এই পদক্ষেপ বেশ বড় ঘটনা।

 

 

 

 

 

 

বন্ধ করুন