সদ্য ভারতের ওড়িশায় বাংলাদেশের ২ টি ট্রলার সহ ৭৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে ভারতীয় কোস্টগার্ড। এদিকে, তারপরই খবর, এবার ওপার বাংলা থেকে। জানা গিয়েছে, বাংলাদেশের হবিগঞ্জের মাধবপুরে একটি কভার্ড ভ্যান থেকে বেশ কয়েক কোটির সামগ্রী উদ্ধার হয়েছে। বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় রিপোর্টে দাবি করা হয়েছে, যে ওই পণ্য ভারতীয়।
‘ঢাকা মেইল’এর খবর অনুসারে, বাংলাদেশের হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়ায় ওই কভার্ড ভ্যান উদ্ধার হয়। সেখান থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য উদ্ধার হয়েছে বলে দাবি বিজিবির। সেই পণ্য ভারতীয় চোরাই পণ্য বলেও দাবি করা হয়েছে। রিপোর্ট বলছে, বিজিবির ৫৫ ব্যাটেলিয়ানের ক্যাপ্টেন লেফ্টন্যান্ট কর্নেল ইমদাদুল বারি খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, শুক্রবার সকালে চোরাই মাল সহ এক কভার্ড ভ্যান পালানোর চেষ্টা করে। এমন চেষ্টা দেখেই বাংলাদেশের বিজিবি তাকে ধাওয়া করে। পরে আন্দিউড়া এলাকায় চালক ভ্যানটি ফেলে পালিয়ে যান। জানা গিয়েছে, ওই চালক পালিয়ে যেতেই ,সেখান থেকে বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে। সেগুলির মধ্যে ১৪ হাজার ১৯২ পিস কিটক্যাট চকোলেট, ৪১ হাজার ৭২৭ পিস ক্রিম আর অয়েন্টমেন্ট পাওয়া গিয়েছে। এছাড়াও মিলেছে ৯ লাখ ৭২ হাজার পিস বিভিন্ন ধরনের ট্যাবলেট, ১ হাজার ৭৪৬ প্য়াকেট লজেন্স, ১ হাজার ১২৫ মিটার সুটের কাপড়, ছয় হাজার ৩৮৯ মিটার জর্জেটের কাপড়, ৫ হাজার ৯৯০ পিস কসমেটিক্স। বিজিপির তরফে দাবি করা হয়েছে, উদ্ধার হওয়া ভারতীয় পণ্যগুলির আনুমানিক মূল্য ৮১ লাখ, ৮০ হাজার, ১৬০ টাকা। বিজিবি জানাচ্ছে, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
( Yearly Prediction 2025: ২০২৫ সালের বার্ষিক চিনা রাশিফলে দেখে নিন আপনার ভাগ্যে কী রয়েছে)
ভারতীয় জলসীমায় বাংলাদেশি ট্রলার:-
গত ৯ ডিসেম্বর ওড়িশার আটক করা হয় ২ টি বাংলাদেশি ট্রলার। সেই ঘটনায় বাংলাদেশের ৭৯ জন মৎস্যজীবীকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড। আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় কোস্ট গার্ডের একটি রুটিন পেট্রোল চলাকালীন এই ৭৯জনকে আটক করা হয়। জানা গিয়েছে, যে দুটি ট্রলার আটক হয়েছে, তারমধ্যে রয়েছে এফভি লয়লা-২, এফভি মেঘনা ফাইভ। তল্লাশি চালিয়ে কোস্ট গার্ড দেখেছে, অবৈধভাবে মাছ ধরছিল ওই ট্রলার।