হাসিনা দেশ ছেড়ে চলে আসার পরে বাংলাদেশ থেকে হাসিনার অনুগামী অনেকেই অন্যত্র পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ। এবার আর একটু হলেই সেই তালিকায় যুক্ত হচ্ছিল নতুন নাম, জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার। তবে ইতিমধ্যেই বর্ডার গার্ড বাংলাদেশ আটক করেছে। খবর প্রথম আলোর প্রতিবেদন অনুসারে।
ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। ব্রাহ্মণবেড়িয়ার কসবা সীমান্তের পুটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি জানিয়েছে, ওই ব্যক্তি ঢাকার বাসাবো থানার সবুজবাগের দক্ষিণগাঁও এলাকায় থাকতেন। তিনি জাতীয় সংসদের প্রাক্তন সচিব শিরীন শারমিন চৌধুরীর অধীন যুগ্ম সচিব হিসাবে কর্মরত ছিলেন।
সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, দুপুর সাড়ে ১২টা নাগাদ বাংলাদেশের কসবা উপজেলা সীমান্তের পুটিয়া এলাকায় এদিক ওদিক ঘুরছিলেন একে এমজি কিবরিয়া মজুমদার। গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর ব্যাটেলিয়নের ( ৬০ বিজিবি) আওতাধীন কসবা সালদা নদীর বিওপির টহল দল বিষয়টি জানতে পারে। এরপরই বিজিবির টিম বাংলাদেশের ৫০ গজ ভেতর থেকে তাঁকে আটক করে।
এদিকে বিজিবির তরফে জানা গিয়েছে, বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। সেকারণেই তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।