বাংলা নিউজ > ঘরে বাইরে > Bhagwant Mann marriage: বিচ্ছেদের ৭ বছর পর ফের বিয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর, পাত্রী নিয়ে চরম গোপনীয়তা

Bhagwant Mann marriage: বিচ্ছেদের ৭ বছর পর ফের বিয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর, পাত্রী নিয়ে চরম গোপনীয়তা

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং তাঁর হবু স্ত্রী গুরপ্রীত কৌর। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই এবং এএনআই)

Punjab CM Bhagwant Mann marriage: ২০১৫ সালে প্রথম স্ত্রী'র সঙ্গে বিচ্ছেদ হয়েছিল ভগবন্ত মানের। তাঁর এক ছেলে এবং মেয়েও আছে। চলতি বছর মার্চে পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে মান শপথ নেওয়ার সময় আমেরিকা থেকে উড়ে এসেছিলেন ২১ বছরের মেয়ে সেরাত এবং ১৭ বছরের ছেলে দিলসান।

আবারও বিয়ে করতে চলেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। চণ্ডীগড়ে নিজের বাড়িতে একেবারে আড়ম্বরহীনভাবে গুরপ্রীত কৌরের সঙ্গে নয়া জীবন শুরু করতে চলেছেন ৪৮ বছরের আম আদমি পার্টি (আপ নেতা)। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, দেখাশোনা করে দু'জনের বিয়ে হচ্ছে। শিখ রীতি-নীতি মেনে বিয়ে সারবেন তাঁরা।

২০১৫ সালে প্রথম স্ত্রী'র সঙ্গে বিচ্ছেদ হয়েছিল মানের। তাঁর এক ছেলে এবং মেয়েও আছে। চলতি বছর মার্চে পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে মান শপথ নেওয়ার সময় আমেরিকা থেকে উড়ে এসেছিলেন ২১ বছরের মেয়ে সেরাত এবং ১৭ বছরের ছেলে দিলসান। বাবার দ্বিতীয় বিয়ের সময় তাঁরা চণ্ডীগড়ে থাকবেন কিনা, তা অবশ্য স্পষ্ট নয়। তারইমধ্যে নয়া জীবন শুরু করার জন্য মানকে শুভেচ্ছা জানিয়েছেন আপের প্রথমসারির নেতারা।

আরও পড়ুন: Punjab Minister Sacked: কাটমানির অভিযোগ! ‘রোগ’ সারাতে ২ মাসেই মন্ত্রীকে বরখাস্ত পঞ্জাবের AAP সরকারের

গুরপ্রীত কৌর কে?

১) হরিয়ানা কুরুক্ষেত্রের পেহোয়ার বাসিন্দা ৩২ বছরের গুরপ্রীত। বিয়ের আগে তাঁর পেহোয়ার বাড়িতে কোনও জাঁকজমকের লেশমাত্র দেখা যায়নি। আপাতত সপরিবারে গুরপ্রীতরা মোহালিতে আছেন। 

২) গুরপ্রীতের বাবা ইন্দরজিৎ সিং একজন কৃষক। পেহোয়ার মদনপুরে তাঁর ৫০ একরের মতো জমি আছে। পঞ্চায়েত প্রধানও ছিলেন। তাঁর মা গৃহবধূ।

৩) গুরপ্রীতের দুই দিদি আছে। তাঁদের ইতিমধ্যে বিয়ে হয়ে গিয়েছে। বিদেশে থাকেন গুরপ্রীতের দুই দিদি। একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গুরপ্রীতের কাকা জানিয়েছেন যে ছোটোবেলায় থেকেই অত্যন্ত মেধাবী এবং বুদ্ধিমতী ছিলেন। বেশ চঞ্চলও ছিলেন গুরপ্রীত।

৪) প্রতিবেশীদের উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, চার বছর আগে ডাক্তারি পড়াশোনা শেষ করেছিলেন গুরপ্রীত। ২০১৮ সালে পাশ করেছিলেন। তারপর থেকে নিয়মিত রোগী দেখেন বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে।

বন্ধ করুন