বাংলা নিউজ > ঘরে বাইরে > দুই থেকে ১৮ বয়সিদের উপর দ্বিতীয়-তৃতীয় পর্যায়ের ট্রায়ালের ছাড়পত্র কোভ্যাক্সিনকে : সূত্র

দুই থেকে ১৮ বয়সিদের উপর দ্বিতীয়-তৃতীয় পর্যায়ের ট্রায়ালের ছাড়পত্র কোভ্যাক্সিনকে : সূত্র

করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ে নাকি সবথেকে বেশি প্রভাবিত হবে শিশুরা। এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)

করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ে নাকি সবথেকে বেশি প্রভাবিত হবে শিশুরা। এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের।

করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ে নাকি সবথেকে বেশি প্রভাবিত হবে শিশুরা। এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের। তারইমধ্যে সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, দুই থেকে ১৮ বয়সিদের উপর কোভ্যাক্সিন দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ক্নিনিকাল ট্রায়াল চালানোর জন্য ভারত বায়োটেককে অনুমতি দিয়েছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অফ অর্গানাইজেশনের (সিডিএসসিও) বিশেষজ্ঞ কমিটি।

দিল্লি এইমস, পাটনা এইমস, নাগপুরের মেডিট্রিনা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ৫২৫ জনের উপর ট্রায়াল চালানো হবে। সূত্র উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, যাবতীয় বিষয় খতিয়ে দেখার পর দুই থেকে ১৮ বয়সিদের উপর কোভ্যাক্সিনের সুরক্ষা, প্রতিক্রিয়াশীলতা এবং অনাক্রম্যতা পরীক্ষার জন্য শর্তসাপেক্ষে ক্নিনিকাল ট্রায়ালের ছাড়পত্র দেওয়া হয়েছে। স্পষ্টভাবে জানানো হয়েছে, তৃতীয় পর্যায়ের ট্রায়ালের আগে ভারত বায়োটেককে দ্বিতীয় দফার ক্লিনিকাল ট্রায়ালের অভ্যন্তরীণ সুরক্ষার রিপোর্ট জমা দিতে হবে। সেইসঙ্গে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অফ অর্গানাইজেশনের কাছে ডেটা অ্যান্ড সেফটি মনিটরিং বোর্ডের পরামর্শও জমা দিতে বলা হয়েছে। তারপরই শুরু করা যাবে তৃতীয় পর্যায়ের ট্রায়াল।

উল্লেখ্য, গত সপ্তাহেই একটি মামলার শুনানিতে কার্যকারীভাবে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলার জন্য অবিলম্বে কেন্দ্র এবং রাজ্যগুলিকে প্রস্তুতি শুরুর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই শিশুদের টিকাকরণ শেষের নির্দেশ দেওয়া হয়। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এমআর শাহের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, যদি এখন থেকেই প্রস্তুতি সেরে রাখা হয়, তাহলে হয়তো তৃতীয় ঢেউয়ের মোকাবিলা করা যাবে। আর সেটার জন্য বৈজ্ঞানিক পরিকল্পনার মাধ্যমে টিকাকরণ করতে হবে। শীর্ষ আদালত বলেছে, ‘বিশেষজ্ঞদের মতে, ভারতে (করোনার) তৃতীয় ঢেউ সামনেই আসছে। যা শিশুদের উপর প্রভাব ফেলবে। একটি শিশু যখন হাসপাতালে যাবে, তখন তার মা এবং বাবাকেও যেতে হবে। তাই এই শ্রেণিরও টিকাকরণ করতে হবে। বৈজ্ঞানিক উপায়ে আমাদের টিকাকরণের জন্য পরিকল্পনার প্রয়োজন আছে এবং সেরকমভাবে প্রস্তুতি সারতে হবে।’

ঘরে বাইরে খবর

Latest News

প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.