ফের আরও এক বিতর্কে পড়ে গিয়েছে কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা'। এবার এই যাত্রার পোস্টারে স্বাধীনতা সংগ্রামীদের ছবির মধ্যে দেখা গিয়েছে ভিডি সাভরকরের ছবিও। আর সেই ছবি নিয়েও এবার বিতর্ক তুঙ্গে।
'ভারত জোড়ো যাত্রা'র হাত ধরে কংগ্রেসের প্রথম সারির নেতাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটার কথা তৃণমূল স্তরীয় পার্টি নেতাদের। রাহুল গান্ধীর নেতৃত্বাধীন এই যাত্রায় এযাবৎকালে বেশ কিছু বিতর্ক দানা বেঁধেছে। টি শার্ট বিতর্ক তার অন্যতম। এরপর কেরলের এরনাকুলামে যাত্রা আসতেই নয়া বিতর্ক দেখা গিয়েছে। সেখানে স্বাধীনতা সংগ্রামীদের ছবির সঙ্গে ভিডি সাভরকারের ছবি দেখা যায়। প্রসঙ্গত, সাভরকরকে কংগ্রেস কোনওদিনওই স্বাধীনতাকামী বলে মনে করেনি, বরং সাভরকর ইংরেজদের কাছে ক্ষমা চেয়েছিলেন বলে দাবি কংগ্রেসের। ডেঙ্গিতে আক্রান্ত হলে পেঁপে পাতার রস ছাড়াও এই খাবারগুলি খাদ্যতালিকায় রাখা ভালো!
এদিকে, সাভরকরের ছবি কংগ্রেসের পোস্টারে দেখা মাত্রই সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিজেপি নেতারা এমন দৃশ্যকে 'স্বাগত' জানিয়ে কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েননি। এদিকে, সাভরকর বিতর্ক ইস্যুতে যখন কংগ্রেস সাঁড়াশি চাপের মধ্যে, তখন পার্টি নেতা কেরলের আলুভার বিধায়ক আনওয়ার সদত বলছেন, 'এটা প্রিন্টের ভুল ছিল। আমরা স্থানীয় নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। তাঁদের আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল।'
মুসলিম লিগের নেতারা বলছেন, এই পোস্টার কর্ণাটকের থেকে এসেছে। কেরলের পোস্টার নয়। কর্ণাটকে যেখানে বিজেপি স্বাধীনতা দিবস পালন করেছে, সেখান থেকে এই পোস্টার আসার সংযোগের কথা বলছেন তাঁরা। এদিকে, কেরলের বাম শিবিরের সিপিএম বলছে, কংগ্রেসের ‘কিছু নেতার এখনও গেরুয়া দলের প্রতি নরম মনোভাব রয়েছে।’ পাল্টা কংগ্রেসের জয়রাম রমেশ বলছেন, ভিপি সিং সরকারের সময় সিপিএম বিজেপির হাত ধরেছিল। তিনি বলছেন, ‘কেরলে সিপিএম বিজেপির এ টিম।’