1/4দুর্গাপুজোয় সুখবর জানাল ভারতী এয়ারটেল। দেশের ৮ শহরে তারা ফাইভ জি পরিষেবা নিয়ে আসতে চলেছে খুব শিগগিরিই।খুব শিগগির দেশের ৮ শহরে প্রাথমিকভাবে এই পরিষেবা এসে যাবে বলে জানিয়েছে ভারতী এয়ারটেল। উল্লেখ্য, দেশের প্রযুক্তিতে যুগান্তকারী সাফল্য এনে এদিন ফাইভ জি পরিষেবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Photographer: Dhiraj Singh/Bloomberg (Bloomberg)
2/4এয়ারটেল জানিয়েছে, গোটা দেশে ফাইভ জি পরিষেবা আসতে চলেছে ২০২৪ সালের মধ্যে। ২০২২ ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে বক্তব্য রাখেন ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল। দিল্লির প্রগতি ময়দানে ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। একটা নতুন যুগ শুরু হতে চলেছে।' তিনি বলেন স্বাধীনতার ৭৫ তম বছরে এই নয়া উদ্যোগের হাত ধরে বহু ক্ষেত্রে ভালো সময় আনতে চলেছে এই ফাইফ জি পরিষেবা। Photographer: Dhiraj Singh/Bloomberg (Bloomberg)
3/4রিলায়েন্স কবে আনছে ফাইভ জি- ওই একই অনুষ্ঠানে রিলায়েন্সের তরফে জানানো হয়েছে যে, ভারতে ফাইভ জি পরিষেবা তারা আনতে চলেছে ২০২৩ সালের ডিসেম্বর নাগাদ। মুকেশ আম্বানি জানিয়েছেন, রিলায়েন্স জিও সবচেয়ে ভালো মানের মোবাইল নেটওয়ার্ক দিতে চলেছে সাধ্যের মধ্য দামে। (PTI Photo) (Bloomberg)
4/4ভোডাফোন আইডিয়া ফাইভ জি- ভিআই ফাইভ জিয়ের তরফে জানানো হয়েছে যে, তারা ভোডাফোন আইডিয়ার সঙ্গে যৌথভাবে মিলে ময়দানে নামছে। তবে ফাইভজির ক্ষেত্রে তারা সংঘবদ্ধ হচ্ছে ওয়ানপ্লাসের সঙ্গে।(ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (Bloomberg)