বাংলা নিউজ > ঘরে বাইরে > ফেসবুকে বিতর্কিত পোস্ট ঘিরে উত্তেজনা, দুর্গাপুজোর আগে ভোলায় আতঙ্কে হিন্দুরা

ফেসবুকে বিতর্কিত পোস্ট ঘিরে উত্তেজনা, দুর্গাপুজোর আগে ভোলায় আতঙ্কে হিন্দুরা

সামনেই দুর্গাপুজো{ তার আগে উত্তেজনা (ছবিটি প্রতীকী, সৌজন্য জীবন আহমেদ/ডয়চে ভেলে)

ফেসবুকে বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে আবারও ভোলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে৷

ফেসবুকে বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে আবারও ভোলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে৷ দুর্গাপুজোর আগে এমন পরিস্থিতিতে আতঙ্কিত সেখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষরা৷

ভোলা জেলা পুজো উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে'র ফেসবুক মেসেঞ্জার থেকে গত ১৫ সেপ্টেম্বর জয়রাম নামে এক ব্যক্তির সঙ্গে চ্যাটিংয়ের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে৷ সেখানে ইসলাম ধর্মের মহানবীকে নিয়ে ব্যাঙ্গাত্মক কথাবার্তা রয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি জানার পর রাতেই ভোলা সদর থানায় নিজের ফেসবুক আইডি হ্যাক হয়েছে দাবি করে জেনারেল ডায়েরি করেন গৌরাঙ্গচন্দ্র দে৷ তাঁর দাবি, এই ধরনের কোনও কথাবার্তা তিনি কারও সঙ্গে বলেননি৷ এদিকে, এমন স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে৷ পরদিন সকালেই ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলন শুরু করা হয়৷

তবে বর্তমানে পরিস্থিতি শান্ত আছে বলে জানিয়েছেন ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহি চৌধুরী৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘পরিস্থিতি এখন শান্ত৷ পুরোপুরি নিয়ন্ত্রণে আছে৷’ আর কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সতর্ক রয়েছে বলে জানিয়েছেন ভোলা জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার৷ তাছাড়া ঘটনাটি কে ঘটিয়েছে, তা জানতে প্রশাসন ইতিমধ্যে পদক্ষেপ করেছে বলেও জানান তিনি৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘প্রশাসন সতর্ক অবস্থায় আছে৷ গৌরাঙ্গের বাড়িতে পুলিশ পাহারা দেওয়া হয়েছে৷ ঘটনাটি কে ঘটিয়েছে, সেটা বের করতে আমরা ফেসবুক কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি৷ জবাব পেলে আসল ঘটনাটি বুঝতে পারব৷’

কারাগারে গৌরাঙ্গ, আতঙ্কে পরিবার

এদিকে, পুলিশ গৌরাঙ্গকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে৷ ১৬ সেপ্টেম্বর থেকে কারাগারেই আছেন গৌরাঙ্গ৷ আর নিরাপত্তার ভয়ে ওই দিন থেকে তার পরিবারের কেউই বাড়ির বাইরে যাচ্ছেন না৷ তাঁদের বাড়িতে পুলিশ পাহারাও বসানো হয়েছে৷ গৌরাঙ্গের ছোটো ভাই রামচন্দ্র দে ভুট্টু ডয়চে ভেলেকে বলেন, ‘ওই দিনের পর থেকে আমরা বাড়ির বাইরে যাই না৷ অনেকে অনেক কথা বলছে৷ আসলে শুধু আমরা না, আমাদের কমিউনিটির সবাই আতঙ্কের মধ্যে আছে৷ বাজারে আমাদের দোকানও সেই দিন থেকে বন্ধ৷ একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে আছি আমরা৷’ গৌরাঙ্গের আরও ভাই রাজকুমার দে ডয়চে ভেলেকে বলেন, ‘আমরা আতঙ্কের মধ্যে দিন পার করছি৷’

এদিকে, গৌরাঙ্গের বিষয়টি সাংগঠনিকভাবে দেখভাল করছেন বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চট্টোপাধ্যায়৷ দুর্গাপুজোর কয়েকদিন আগে এমন ঘটনায় তাঁরা উদ্বিগ্ন বলে জানান তিনি৷

বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের এই নেতা ডয়চে ভেলেকে বলেন, ‘দুর্গাপুজোর মাত্র কয়েকদিন আগে ভোলার এই ঘটনা আমাদের উদ্বিগ্ন করেছে৷ আমি কয়েক দফা ভোলার প্রশাসনের সঙ্গে কথা বলেছি৷ তারা আশ্বাস দিয়েছে, পুজোয় পরিবেশ নির্বিঘ্ন থাকবে৷ এখন ভোলার এই ঘটনা যদি সারাদেশে ছড়িয়ে পড়ে তাহলে তো এর প্রভাব পড়বেই৷ তাই আমরা আশা করছি, নির্দোষ গৌরাঙ্গ পুজোর আগেই মুক্তি পাবেন৷ আওয়ামি লিগ সরকারের আমলে এই ধরনের ঘটনা সত্যি আমাদের চিন্তিত করে৷’

গৌরাঙ্গের সঙ্গে কথপোকথনকারী কে এই জয়রাম?

ভোলা জেলা পুজো উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসিত সাহা ডয়চে ভেলেকে বলেন, ‘জয়রাম নামে কাউকে আমরা চিনি না৷ এ নামে আদৌ কেউ আছে কিনা, তাও আমরা জানি না৷ ঘটনার পর গৌরাঙ্গ দাদার সঙ্গে আমার কথা হয়েছে৷' তিনি বলেন, 'তার (গৌরাঙ্গচন্দ্র দের) ফেসবুক আইডি হ্যাকড হয়েছে এবং কারা এটা করেছে তা গৌরাঙ্গ জানেন না৷ নিরাপত্তা চেয়ে ওই দিন রাতেই তিনি জিডি করেন৷ তারপরও তাঁঁকে ৫৪ ধারায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে৷’

এই ঘটনাকে ‘ষড়যন্ত্র' আখ্যা দিয়ে অসিত সাহা বলেন, ‘ভুয়ো একজন মানুষের সঙ্গে তিনি কেন এমন কথা বলবেন৷ আর ৮/১০ দিন পর দুর্গাপুজো৷ ভোলায় ১১৫টি মন্দিরে এবার পুজো হচ্ছে৷ যদিও এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ কিন্তু পুজোর ঠিক আগের মুহূর্তে সবাই তো আতঙ্কের মধ্যে আছেন৷ আমি গত পরশুদিনও এসপির সঙ্গে দেখা করেছি৷’ তিনি বলেন, ‘আমরা বারবার বলেছি, যে অপরাধ করেছে তাকে আইনের আওতায় নিয়ে আসেন৷ সে যেই হোক৷ কিন্তু পুজোর আগে পরিস্থিতি শান্ত হওয়া দরকার৷ বারবার ফেসবুকে বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে ভোলায় সংখ্যালঘুরা সবসময় আতঙ্কে থাকেন৷’

গৌরাঙ্গের ‘শাস্তি' চায় মুসলিম ঐক্য পরিষদ

ঘটনার পর থেকে আন্দোলন শুরু করেছে ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদ৷ সংগঠনের সম্পাদক মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাইম ডয়চে ভেলেকে বলেন, ‘বারবার ভোলায় রাসুলকে নিয়ে কটূক্তি করা হবে, আর আমরা আন্দোলন করব না, এটা তো হয় না৷ গত ২৭ সেপ্টেম্বর আমরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছি৷ আমরা বলেছি, এটা নিয়ে সংসদে আইন করতে হবে৷ শুধু মুসলিম না, যে কোন ধর্মের বিরুদ্ধে কটূক্তি করলে একই শাস্তি হতে হবে৷ তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি৷ কিন্তু মানুষের মধ্যে চাপা ক্ষোভ আছে৷’

কেন গৌরাঙ্গের শাস্তি চাইছেন আপনারা এমন প্রশ্নের জবাবে মাওলানা মোবাশ্বিরুল হক বলেন, ‘ঘটনার পরপরই গৌরাঙ্গ থানায় জিডি করে বলল, তার আইডি হ্যাকড হয়েছে৷ ভালো কথা৷ কিন্তু কয়েক ঘণ্টা পরই তিনি আবার ফেসবুকে পোস্ট দিয়ে বললেন, আমার আইডি হ্যাক হয়েছে৷ হ্যাকড হলে তিনি আবারও প্রবেশ করলেন কীভাবে? ফলে আমরা বলছি, এই ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা আছে৷ আর যদি ধরেও নেই, তিনি এটা করেননি, তাহলে কে করেছে সেটা প্রশাসন বলুক৷’

তিনি বলেন, ‘২০১৯ সালে বোরহানউদ্দিনে একটা ঘটনা ঘটল, ২০২০ সালে মনপুরায় ঘটল, এবার সদরে একই ঘটনা৷ কিন্তু কোনেও ঘটনারই তো সুরাহা হচ্ছে না৷ যদি আইডি হ্যাক হয়, তাহলে যে হ্যাক করেছে তাকে প্রশাসন ধরুক, বিষয়টি সবার সামনে প্রকাশ করুক, তাহলে তো আর সমস্যা থাকবে না৷’

ভোলায় বারবার একই ঘটনা

গত কয়েক বছর ধরে প্রায়ই বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা ভোলায় সাম্প্রদায়িক হামলার খবর পাওয়া যায়৷

২০১৯ সালের ১৮ অক্টোবর বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে ‘বিপ্লব চন্দ্র বৈদ্য শুভ' নামে এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে মহানবীকে কটুক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়া হয়৷ তখন বিপ্লব দাবি করেছিলেন, তার ফেসবুক আইডি হ্যাক করে একটা পোস্ট দেওয়া হয়েছে৷ এই ঘটনার প্রতিবাদে ২০ অক্টোবর বোরহানউদ্দিন ইদগাহ মসজিদের সামনে ‘মুসলিম তৌহিদী জনতার' ব্যানারে বিক্ষোভ শুরু হয়৷ পরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৪ জন মারা যান৷

এ বিষয়ে ভোলা জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘ওই ঘটনাটিতে কে সম্পৃক্ত ছিল, সেটা আমরা বের করেছি৷ ওই হ্যাকারকে আমরা গ্রেফতার করেছি৷ তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন৷ আদালতে তার বিরুদ্ধে চার্জশিটও দেওয়া হয়েছে৷ কিন্তু স্পর্শকাতর বিষয় হওয়ায় এগুলো তো প্রকাশ্যে বলা যায় না৷ এই কারণে ওই হ্যাকারের পরিচয়ও আমরা প্রকাশ করিনি৷’

পরের বছর ২০২০ সালের ১৩ মে মনপুরা উপজেলার সীতাকুন্ডে ‘শ্রীরামচন্দ্র দাস' নামে এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে মহানবীকে কটtক্তি করে পোস্ট দেওয়া হয়৷ এই ঘটনায়ও উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ কোন হাতাহতের ঘটনা না ঘটলেও কয়েকদিন ধরে সেখানে উত্তেজনা চলমান ছিল৷ পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, 'এই ঘটনাটিও আমরা শনাক্ত করেছি৷'

তবে সাম্প্রদায়িক এমন হামলার পিছনে রাজনৈতিক দুরভিসন্ধি থাকে বলেও মনে করেন কেউ কেউ৷ ভোলার একজন প্রবীণ সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে ডয়চে ভেলেকে বলেন, ‘সবগুলো ঘটনার পিছনেই রাজনীতি আছে৷ সরকার দলীয় রাজনীতির নানা গ্রুপ, উপ-গ্রুপ এখানে কাজ করে৷ সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে, সেটার পিছনের ঘটনা দেখলেই বুঝবেন৷’’ তিনি বলেন, ‘গৌরাঙ্গচন্দ্র দে’তো আওয়ামf লিগের সক্রিয় রাজনীতি করেন৷ আগে কার সঙ্গে রাজনীতি করতেন, ঘটনার আগে তিনি কেন কোণঠাসা হয়ে পড়েছিলেন? কারা তাঁকে শিক্ষা দিতে চাইছে? এই বিষয়গুলো নিয়ে তদন্ত করলেই পুরো ঘটনা পরিষ্কার হয়ে যাবে৷’

(বিশেষ দ্রষ্টব্য : এই সংবাদটি সরাসরি ডয়চে ভেলে থেকে প্রকাশ করা হয়েছে)।

ঘরে বাইরে খবর

Latest News

গগৈদের ‘পুরনো’ ঘর! নয়া কাজিরাঙা কে বাজিমাত করবে? কার উপর সদয় হবেন ভোটাররা? IPL Points Table: SRH-কে হারিয়ে বিশেষ লাভ হল না RCB-র, সুবিধে হল KKR সহ অন্যদের ‘বাবার মতো’ মিঠুনকে ‘গদ্দার’ তকমা মমতার! দলনেত্রীর মন্তব্যে কী প্রতিক্রিয়া দেবের গাজিয়াবাদ লোকসভা কেন্দ্র ২০২৪: ভিকে সিংকে ছেঁটে ফেললেও সহজ নয় বিজেপির পথ হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো অখ্যাত স্বপ্নিল আলিগড় লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য গৌতমবুদ্ধ নগর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে ‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি 'কংগ্রেস কি লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি', কোন ইস্য়ুতে তোপ মোদীর কোঝিকোড় লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য

Latest IPL News

হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো অখ্যাত স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.