বাংলা নিউজ > ঘরে বাইরে > The Kashmir Files: দ্য কাশ্মীর ফাইলস দেখলেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী বাঘেল,চটে গিয়ে দিলেন কী ‘রিভিউ’?

The Kashmir Files: দ্য কাশ্মীর ফাইলস দেখলেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী বাঘেল,চটে গিয়ে দিলেন কী ‘রিভিউ’?

দ্য কাশ্মীর ফাইলস দেখছেন ভূপেশ বাঘেল (টুইটার/ভূপেশ বাঘেল)

গতকাল প্রধানমন্ত্রীর কাছে ছত্তিশগড়ের কংগ্রেসি মুখ্যমন্ত্রী দাবি জানিয়েছিলেন যাতে দ্য কাশ্মীর ফাইলকে করমুক্ত ঘোষণা করা হয়।

দ্য কাশ্মীর ফাইলস সিনেমাটি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এরই মাঝে প্রথম অ-বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সিনেমাটিকে করমুক্ত ঘোষণা করার দাবি করেছিলেন। এরপর গত সন্ধ্যায় তিনি ছত্তিশগড়ের বিধায়কদের সাথে করে সিনেমা হলে দেখলেন সিনেমাটি। সিনেমা দেখার পর তিনি বলেন, ‘এই সিনেমা এটাই দেখায় যে বিজেপি সমর্থিত কেন্দ্রীয় সরকার কাশ্মীরি পণ্ডিতদের উচ্ছেদ আটকানোর চেষ্টা করেনি।’

বিবেক অগ্নিহোত্রির সিনেমাটির সম্পর্কে বাঘেল বলেন, ‘সিনেমার মূল চরিত্র বলেছেন, যে শুধুমাত্র হিন্দু নয়, যে বুদ্ধ, খ্রিস্টান, মুসলিমরা ভারতের সঙ্গে দাঁড়িয়েছিল, তাদের সবাইকে খুন করা হয়েছিল।’ উল্লেখ্য, বহু বিজেপি শাসিত রাজ্য ইতিমধ্যেই দ্য কাশ্মীর ফাইলসকে কর মুক্ত ঘোষণা করেছে। এরই মাঝে কংগ্রেস এবং অন্যান্য বিরোধীরা অভিযোগ তুলেছে যে সিনেমাটিতে ইতিহাস বিকৃত করে দেখানো হয়েছে রাজনৈতিক স্বার্থে। পাশাপাশি এতে সাম্প্রদায়িকতা ছড়ানোর ভয় আছে বলেও দাবি করা হয়েছে।

 

এই সিনেমা দেখার পর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী টুইটারে ‘রিভিউ’তে লেখেন, ‘কাশ্মীর ফাইলস দেখে ফিরেছি। সিনেমাটিতে দেখানো হয়েছে যে বিজেপির সমর্থনে সরকার কাশ্মীরি পণ্ডিতদের উচ্ছেদ থামানোর চেষ্টা করেনি, বরং তাদের চলে যেতে বলেছে। সেখানে সেনাবাহিনী পাঠানো হয়নি। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী লোকসভা ঘেরাও করলে পর সেখানে সেনা পাঠানো হয়েছিল।’

এদিকে এর আগে প্রধানমন্ত্রী মোদী নিজে কাশ্মীর ফাইলস সিনেমার উল্লেখ করে বিরোধীদের তোপ দেগেছিলেন। এরপরই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী কাশ্মীর ফাইলস সিনেমার প্রশংসা করছেন। সিনেমাটি দেখতে হবে।’ এরপর তিনি রাজ্যের সকল বিধায়ককে তাঁর সঙ্গে গিয়ে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানান। রাজ্যের বিরোধী বিজেপি বিধায়কদেরও তিনি আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছিলেন যাতে সিনেমার উপর থেকে সিজিএসটি তুলে নেওয়া হয়।

বন্ধ করুন